১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)

মোট প্রশ্ন: ৭২

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কার রচনা?

.
তাজউদ্দীন আহমেদ
.
শেরেবাংলা এ.কে. ফজলুল হক
.
ক্যাপ্টেন মনসুর আলী
.
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

"অসমাপ্ত আত্মজীবনী" বইটি লিখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বইটি লিখছেন ১৯৬৬ - ১৯৬৯ সালে বঙ্গবন্ধু কারাগারে থেকে ১৯৫২ - ১৯৬০ সালের কাহিনী নিয়ে। বইটি জুন, ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বিখ্যাত গ্রন্থরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬২

কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

.
উপপদ তৎপুরুষ
✓ সঠিক উত্তর
.
উপমান কর্মধারয়
.
উপমিত কর্মধারয়
.
নিত্য সমাস

ব্যাখ্যা

কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৩

অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

.
প্রত্যয়ান্ত বহুব্রীহি
.
সংখ্যাবাচক বহুব্রীহি
.
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
✓ সঠিক উত্তর
.
ব্যাধিকরণ বহুব্রীহি

ব্যাখ্যা

অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: বহুব্রীহি সমাসরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৪

প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

.
নীল+মা=নীলিমা
.
নীল+ইমন = নীলিমা
✓ সঠিক উত্তর
.
নী+ইলিমা = নীলিমা
.
নিলী+মা = নীলিমা

ব্যাখ্যা

কতগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহার করে বিশেষ্য পদ গঠন করা যায়।যেমন:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৫

প্রাতিপদিক কী?

.
সাধিত শব্দ
.
বিভক্তিযুক্ত শব্দ
.
বিভক্তিহীন নাম শব্দ
✓ সঠিক উত্তর
.
প্রত্যয়যুক্ত শব্দ

ব্যাখ্যা

বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৬

”অম্বর” শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
চন্দ্র
.
সূর্য
.
নভ
✓ সঠিক উত্তর
.
মেঘ
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৭

”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

.
অপ্রসারণ
.
অপসরণ
.
আকিঞ্চন
.
আকুঞ্চন
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৮

”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ‍ যিনি ”- এক কথায় কী হবে?

.
ইতিহাসসচেতন
.
ঐতিহাসিক
.
ইতিহাসবেত্তা
✓ সঠিক উত্তর
.
চিন্তাবিদ

ব্যাখ্যা

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৬৯

”নী” প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

.
অরণ্যানী
.
চাকরানী
.
ভাগনী
.
মেধাবিনী
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৭০

”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

.
সারী
✓ সঠিক উত্তর
.
শারী
.
শুকী
.
সারা

ব্যাখ্যা

শুক শব্দের অর্থ - টিয়াপাখি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং পুরুষবাচক শব্দ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৭১

সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

.
ভিটামিন “এ”
.
ভিটামিন “বি”
.
ভিটামিন “ই”
.
ভিটামিন “ডি”
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সূর্য কিরণ থেকে প্রাপ্ত ভিটামিনের নাম ভিটামিন - ডি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভিটামিনরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)
৭২

এডিস মশা নিচের কোন রোগটির বাহন?

.
গোদ রোগ
.
ম্যালেরিয়া
.
চিকুনগুনিয়া
✓ সঠিক উত্তর
.
ফাইলেরিয়া
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (25-08-2017)