১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
মোট প্রশ্ন: ৮০
পূর্ববর্তীপৃষ্ঠা ৪ এর ৪
৬১
৬১
”হাতে দুর্বা গজানো” বাগধারার অর্থ কী?
ক.
ছন্নছাড়া
খ.
অলুক্ষণে
গ.✓ সঠিক উত্তর
আলসেমির লক্ষণ
ঘ.
অতিশয় দুর্বল
ব্যাখ্যা
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”হাতে দুর্বা গজানো” বাগধারার অর্থ কী?
ক.
ছন্নছাড়া
খ.
অলুক্ষণে
গ.✓ সঠিক উত্তর
আলসেমির লক্ষণ
ঘ.
অতিশয় দুর্বল
ব্যাখ্যা
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬২
৬২
”শুভক্ষণে জন্ম যার” এক কথায় কী হবে?
ক.✓ সঠিক উত্তর
ক্ষণজন্মা
খ.
শুভজন্মা
গ.
জন্মাধীর
ঘ.
শুভজন্মকাল
ব্যাখ্যা
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”শুভক্ষণে জন্ম যার” এক কথায় কী হবে?
ক.✓ সঠিক উত্তর
ক্ষণজন্মা
খ.
শুভজন্মা
গ.
জন্মাধীর
ঘ.
শুভজন্মকাল
ব্যাখ্যা
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৩
৬৩
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
ক.
বাদী
খ.
দাত্রী
গ.
তাদৃশ্য
ঘ.✓ সঠিক উত্তর
ডাইনী
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়।
বিষয়: বাংলাটপিক: পুরুষ বা পক্ষরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
ক.
বাদী
খ.
দাত্রী
গ.
তাদৃশ্য
ঘ.✓ সঠিক উত্তর
ডাইনী
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়।
বিষয়: বাংলাটপিক: পুরুষ বা পক্ষরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৪
৬৪
নিচের কোনটি “সৃষ্টি” এর প্রকৃতি ও প্রত্যয়?
ক.
সৃষ্+টি
খ.
সৃশ্+তি
গ.✓ সঠিক উত্তর
সৃজ্+তি
ঘ.
স্রী+ষ্টি
ব্যাখ্যা
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
নিচের কোনটি “সৃষ্টি” এর প্রকৃতি ও প্রত্যয়?
ক.
সৃষ্+টি
খ.
সৃশ্+তি
গ.✓ সঠিক উত্তর
সৃজ্+তি
ঘ.
স্রী+ষ্টি
ব্যাখ্যা
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৫
৬৫
নীলাম্বর কোন সমাস?
ক.
দ্বন্দ্ব
খ.
তৎপুরুষ
গ.✓ সঠিক উত্তর
কর্মধারয়
ঘ.
অব্যয়ীভাব
ব্যাখ্যা
বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের ব পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
নীলাম্বর কোন সমাস?
ক.
দ্বন্দ্ব
খ.
তৎপুরুষ
গ.✓ সঠিক উত্তর
কর্মধারয়
ঘ.
অব্যয়ীভাব
ব্যাখ্যা
বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের ব পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৬
৬৬
”তিলে তৈল হয়” “তিলে” কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্মকারকে ৭মী
খ.✓ সঠিক উত্তর
অপাদান কারকে ৭মী
গ.
করণ কারকে ৭মী
ঘ.
অধিকরণ কারকে ৭মী
ব্যাখ্যা
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”তিলে তৈল হয়” “তিলে” কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্মকারকে ৭মী
খ.✓ সঠিক উত্তর
অপাদান কারকে ৭মী
গ.
করণ কারকে ৭মী
ঘ.
অধিকরণ কারকে ৭মী
ব্যাখ্যা
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৭
৬৭
নিচের কোনটি শুদ্ধ?
ক.✓ সঠিক উত্তর
ষ্ণ=ষ+ণ
খ.
ষ্ণ=ষ+ঞ
গ.
ষ্ণ=ষ+ন
ঘ.
ষ্ণ=ষ+ঙ
ব্যাখ্যা
যুক্তাক্ষর হলো মিলিত অক্ষর বা সংযুক্ত বর্ণ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
নিচের কোনটি শুদ্ধ?
ক.✓ সঠিক উত্তর
ষ্ণ=ষ+ণ
খ.
ষ্ণ=ষ+ঞ
গ.
ষ্ণ=ষ+ন
ঘ.
ষ্ণ=ষ+ঙ
ব্যাখ্যা
যুক্তাক্ষর হলো মিলিত অক্ষর বা সংযুক্ত বর্ণ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৮
৬৮
মৌলিক শব্দ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
আকাশ
খ.
শীতল
গ.
ঢাকাই
ঘ.
কান্না
ব্যাখ্যা
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে।
বিষয়: বাংলাটপিক: মৌলিক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
মৌলিক শব্দ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
আকাশ
খ.
শীতল
গ.
ঢাকাই
ঘ.
কান্না
ব্যাখ্যা
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে।
বিষয়: বাংলাটপিক: মৌলিক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৬৯
৬৯
”পেয়ারা” কোন ভাষা থেকে আগত?
ক.
হিন্দি
খ.
উর্দু
গ.
গ্রিক
ঘ.✓ সঠিক উত্তর
পর্তুগিজ
ব্যাখ্যা
বিভিন্ন বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বিকৃত কিংবা অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”পেয়ারা” কোন ভাষা থেকে আগত?
ক.
হিন্দি
খ.
উর্দু
গ.
গ্রিক
ঘ.✓ সঠিক উত্তর
পর্তুগিজ
ব্যাখ্যা
বিভিন্ন বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বিকৃত কিংবা অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭০
৭০
”বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর”- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
ক.
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ.✓ সঠিক উত্তর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ.
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
ঘ.
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ব্যাখ্যা
সঠিক বাক্য:বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর”- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
ক.
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ.✓ সঠিক উত্তর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ.
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
ঘ.
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ব্যাখ্যা
সঠিক বাক্য:বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭১
৭১
সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
ক.
বিশেষ্য
খ.✓ সঠিক উত্তর
অব্যয়
গ.
সর্বনাম
ঘ.
ক্রিয়া
ব্যাখ্যা
ব্যয় মানে পরিবর্তন।
বিষয়: বাংলাটপিক: সাধু রীতিরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
ক.
বিশেষ্য
খ.✓ সঠিক উত্তর
অব্যয়
গ.
সর্বনাম
ঘ.
ক্রিয়া
ব্যাখ্যা
ব্যয় মানে পরিবর্তন।
বিষয়: বাংলাটপিক: সাধু রীতিরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭২
৭২
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.
বাল্মিকী
খ.
বাল্মিকি
গ.✓ সঠিক উত্তর
বাল্মীকি
ঘ.
বাল্মীকী
ব্যাখ্যা
সঠিক বানান - বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ - ভারতের আদি কবি,রামায়ণকার, মহাতপা ঋষি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.
বাল্মিকী
খ.
বাল্মিকি
গ.✓ সঠিক উত্তর
বাল্মীকি
ঘ.
বাল্মীকী
ব্যাখ্যা
সঠিক বানান - বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ - ভারতের আদি কবি,রামায়ণকার, মহাতপা ঋষি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৩
৭৩
”শুকুনি মামা” এর অর্থ কোনটি?
ক.
কুৎসিত মামা
খ.
সৎ মামা
গ.✓ সঠিক উত্তর
কুচক্রী মামা
ঘ.
পাতানো মামা
ব্যাখ্যা
শকুনি মামা - এটি একটি বাগধারা এর অর্থ কুচক্রী মামা।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”শুকুনি মামা” এর অর্থ কোনটি?
ক.
কুৎসিত মামা
খ.
সৎ মামা
গ.✓ সঠিক উত্তর
কুচক্রী মামা
ঘ.
পাতানো মামা
ব্যাখ্যা
শকুনি মামা - এটি একটি বাগধারা এর অর্থ কুচক্রী মামা।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৪
৭৪
”সংশয়”-এর বিপরীত শব্দ কোনটি?
ক.
নির্ভয়
খ.✓ সঠিক উত্তর
প্রত্যয়
গ.
বিস্ময়
ঘ.
দ্বিধা
ব্যাখ্যা
সংশয় শব্দের অর্থ - দ্বিধান্বিত।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”সংশয়”-এর বিপরীত শব্দ কোনটি?
ক.
নির্ভয়
খ.✓ সঠিক উত্তর
প্রত্যয়
গ.
বিস্ময়
ঘ.
দ্বিধা
ব্যাখ্যা
সংশয় শব্দের অর্থ - দ্বিধান্বিত।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৫
৭৫
বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক.
বক্+তব্য
খ.
বক্ত+অব্য
গ.
বক্ত+ব্য
ঘ.✓ সঠিক উত্তর
বচ্+তব্য
ব্যাখ্যা
কর্ম ও ভাববাচ্যের ধাতুর ধাতুর পরে তব্য প্রত্যয় যুক্ত হয়।যেমন:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক.
বক্+তব্য
খ.
বক্ত+অব্য
গ.
বক্ত+ব্য
ঘ.✓ সঠিক উত্তর
বচ্+তব্য
ব্যাখ্যা
কর্ম ও ভাববাচ্যের ধাতুর ধাতুর পরে তব্য প্রত্যয় যুক্ত হয়।যেমন:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৬
৭৬
”উপকারীর অপকার কর যে”- নিচের কোনটি শুদ্ধ ?
ক.
কৃতজ্ঞ
খ.
বেঈমান
গ.✓ সঠিক উত্তর
কৃতঘ্ন
ঘ.
কৃতগ্ণ
ব্যাখ্যা
উপাকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”উপকারীর অপকার কর যে”- নিচের কোনটি শুদ্ধ ?
ক.
কৃতজ্ঞ
খ.
বেঈমান
গ.✓ সঠিক উত্তর
কৃতঘ্ন
ঘ.
কৃতগ্ণ
ব্যাখ্যা
উপাকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৭
৭৭
ব্যাকরণের কোন অংশে কারক সম্বদ্ধে আলোচনা করা হয়?
ক.
ধ্বনিতত্ত্বে
খ.
অর্থতত্ত্বে
গ.
বাক্যতত্ত্বে
ঘ.✓ সঠিক উত্তর
রূপতত্ত্বে
ব্যাখ্যা
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশে বলা হয় রূপ।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
ব্যাকরণের কোন অংশে কারক সম্বদ্ধে আলোচনা করা হয়?
ক.
ধ্বনিতত্ত্বে
খ.
অর্থতত্ত্বে
গ.
বাক্যতত্ত্বে
ঘ.✓ সঠিক উত্তর
রূপতত্ত্বে
ব্যাখ্যা
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশে বলা হয় রূপ।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৮
৭৮
বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
ক.
দাঁড়ি
খ.
সেমিকোলন
গ.
কোলন
ঘ.✓ সঠিক উত্তর
কমা
ব্যাখ্যা
বাক্য পাঠকালে সুস্পষ্টতা দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
ক.
দাঁড়ি
খ.
সেমিকোলন
গ.
কোলন
ঘ.✓ সঠিক উত্তর
কমা
ব্যাখ্যা
বাক্য পাঠকালে সুস্পষ্টতা দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৭৯
৭৯
”সূর্য” এর প্রতিশব্দ কোনটি?
ক.
সুধাংশু
খ.
শশাঙ্ক
গ.
বিধু
ঘ.✓ সঠিক উত্তর
আদিত্য
ব্যাখ্যা
সূর্য এর প্রতিশব্দ হলো - দিবাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, অর্ক, আফতাব, ভানু, আদিত্য, বালাক, মিত্র।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”সূর্য” এর প্রতিশব্দ কোনটি?
ক.
সুধাংশু
খ.
শশাঙ্ক
গ.
বিধু
ঘ.✓ সঠিক উত্তর
আদিত্য
ব্যাখ্যা
সূর্য এর প্রতিশব্দ হলো - দিবাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, অর্ক, আফতাব, ভানু, আদিত্য, বালাক, মিত্র।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
৮০
৮০
”ভিক্ষুক টা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!” -এ বাক্যের “কী” এর অর্থ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
বিরক্তি
খ.
রাগ
গ.
ভয়
ঘ.
হুমকি
ব্যাখ্যা
স্বরভঙ্গি তথা বাগভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরতি, লজ্জা, প্রভৃতি অনুভূতি প্রকাশ পায়।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
”ভিক্ষুক টা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!” -এ বাক্যের “কী” এর অর্থ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
বিরক্তি
খ.
রাগ
গ.
ভয়
ঘ.
হুমকি
ব্যাখ্যা
স্বরভঙ্গি তথা বাগভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরতি, লজ্জা, প্রভৃতি অনুভূতি প্রকাশ পায়।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)