১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

মোট প্রশ্ন: ৮০

পৃষ্ঠা এর পরবর্তী

Alice went to market with a view to (to purchase) -- a dress.

.
purchase
.
purchased
.
purchases
.
purchasing
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

With a view to থাক‌লে verb সা‌থে ing যোগ হয়
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

Rome was not built in a day. (Active)

.
The Romans did not built Rome in a day
✓ সঠিক উত্তর
.
People were not build Rome in a day
.
The Romans were not build Rome in a day
.
A day was not built by Rome

ব্যাখ্যা

past indefinite এর negative passive বাক্যকে active করতে sub + did not + verb1 + sub কে obj + extension structure টি অনুসরণ করতে হবে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

Money is sweeter than honey. (Negative)

.
Honey is not so sweet as money.
✓ সঠিক উত্তর
.
Money is not as sweet as honey.
.
Nothing is as sweet as money and honey.
.
Honey is not sweeter than money.

ব্যাখ্যা

Than যুক্ত comparative বাক্যকে negative করতে subject + verb + not + so + adjective + as + sub হয়।
বিষয়: ইংরেজিটপিক: Affirmative and Negative Agreementরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

Upoma came here late. Here "late" is --

.
adjective
.
adverb
✓ সঠিক উত্তর
.
verb
.
noun

ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে late শব্দটি verb "come" কে modify করছে।
বিষয়: ইংরেজিটপিক: The Adverbরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

He gave me a dress which was expensive. (Simple)

.
He gave me a dress expensive.
.
He gave me a dress and it was expensive.
.
He gave me a expensive dress.
.
He gave me an expensive dress.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Simple sentence এ একটি মাত্র finite verb থাকে এবং expensive এর পূর্বে article an বসে।
বিষয়: ইংরেজিটপিক: Simple Sentenceরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

A wearer knows where ---.

.
a man goes
.
he is right
.
the shoe pinches
✓ সঠিক উত্তর
.
the pain disturbs
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

তুমি কি জানো সে কোথায় থাকে? এর সঠিক ইংরেজি--

.
Do you know where does he live?
.
Do yopu know where he live?
.
Do you know where he is live?
.
do you know where he lives?
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তুমি কি জানো সে কোথায় থাকে?
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

সে সাঁতরাতে জানে না। এর সঠিক ইংরেজি--

.
he does not know swim.
.
He does not know to swimming.
.
He does not know how to swim.
✓ সঠিক উত্তর
.
He don't know swimming.

ব্যাখ্যা

know এর পর verb আসলে verb + ing বা to + verb ব্যবহার হয় না।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)

তোমার বাবা কী করেন? এর সঠিক ইংরেজি--

.
What is your father?
✓ সঠিক উত্তর
.
What is your father doing?
.
What does your father?
.
What your father does?

ব্যাখ্যা

What is your father? তোমার বাবা কি করেন?
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১০

How Karim has solved the problems---?

.
really nice
.
actually wonderful
.
astounds us all
✓ সঠিক উত্তর
.
are really difficult

ব্যাখ্যা

How karim has solved the problems ( astounds us all - ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১১

What is the noun form of include?

.
Includement
.
Inclusion
✓ সঠিক উত্তর
.
Inclution
.
Includeness

ব্যাখ্যা

Include - অন্তর্ভুক্ত।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১২

The synonym of "abandon" is--

.
try
.
join
.
keep with
.
leave
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Abandon - পরিত্যাগ করা।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৩

A --- in time saves nine.

.
money
.
penny
.
stitch
✓ সঠিক উত্তর
.
saving

ব্যাখ্যা

A stitch in time saves nine - একটি ইংরেজি প্রবাদ বাক্য।
বিষয়: ইংরেজিটপিক: Proverbsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৪

A man is known by the ---- he keeps.

.
words
.
company
✓ সঠিক উত্তর
.
contribution
.
relatives

ব্যাখ্যা

A man is known by the company he keeps - ইংরেজি প্রবাদটির বাংলা অর্থ - সঙ্গ দেখে লোক চেনা যায়।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৫

How did you come by your lost watch? here "come by" means--

.
quicken
.
get
✓ সঠিক উত্তর
.
mend
.
lose

ব্যাখ্যা

Come by - পাওয়া, অনুরূপভাবে।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৬

The children who play near the garden water the saplings. here "water" is --- a.

.
non
.
adjective
.
verb
✓ সঠিক উত্তর
.
adverb

ব্যাখ্যা

Water - পানি
বিষয়: ইংরেজিটপিক: A list of dramatists, poets, novelists, essayists, woman writers and criticsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৭

The word "ambiguous" is the synonym of-----

.
alien
.
certain
.
dubious
✓ সঠিক উত্তর
.
dangerous

ব্যাখ্যা

Ambiguous - অনিশ্চিত।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৮

The antonym of the word "dishearten" is --

.
discourage
.
encourage
✓ সঠিক উত্তর
.
develop
.
ameliorate

ব্যাখ্যা

Dishearten - নিরুৎসাহিত করা।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
১৯

What is the synonymous word of "augment"?

.
Beautify
.
Increase
✓ সঠিক উত্তর
.
Segment
.
Calm

ব্যাখ্যা

Augment - বৃদ্ধি পাওয়া 
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
২০

I saw him going to market. (Compound)

.
I saw him and he was going to market
✓ সঠিক উত্তর
.
I saw him who was going to market
.
I saw him to go to market
.
I go to market which he was

ব্যাখ্যা

present participle যুক্ত sentence কে complex করতে বাক্যের finite verb যে tense এ থাকে present perticiple কে সেই tense এ পরিবর্তন করে verb এর পূর্বে subject দুটি বাক্যের মাঝে and বসাতে হয়।
বিষয়: ইংরেজিটপিক: Compound Sentenceরেফারেন্স: ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)