পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯

মোট প্রশ্ন: ৬৪

২১

'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?

.
মগের মুল্লুক
.
পুকুর চুরি
.
বালির বাঁধ
.
ভরাডুবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

' মগের মুল্লুক ' বাগধারার অর্থ অরাজক দেশ; 'পুকুর চুরি' বাগাধারার অর্থ বড় রকমের চুরি; ' বালির বাধ' বাগধারার অর্থ অস্থায়ী বস্তু। ৷ ' ভরাডুবি' অর্থ সর্বনাশ।
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২২

কোনটি তদ্ভব শব্দ?

.
চাঁদ
✓ সঠিক উত্তর
.
সূর্য
.
নক্ষত্র
.
গগণ
বিষয়: বাংলাটপিক: তদ্ভব শব্দরেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৩

রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

.
১৯১০
.
১৯১১
.
১৯১৩
✓ সঠিক উত্তর
.
১৯২১

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন 'গীতাঞ্জলি (১৯১০) কাব্য। এ কাব্যের
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৪

The word 'Plunge' is a/an

.
Pronoun
.
Adjective
.
verb
✓ সঠিক উত্তর
.
Adverb

ব্যাখ্যা

Plunge শব্দটি Verb . যার অর্থ - ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত করা। Plunged (নিমজ্জিত) - Adjective.
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৫

গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?

.
হরতাল
✓ সঠিক উত্তর
.
লুঙ্গি
.
রিক্সা
.
চাকু

ব্যাখ্যা

গুজরাটি শব্দ ঃ হরতাল, জয়ন্তী, খদ্দের
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৬

'মহানবী' কোন সমাস?

.
দ্বিগু
.
তৎপুরুষ
.
বহুব্রীহি
.
কর্মধারয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মহানবী = মহান যে নবী কর্মধারয় সমাস । এটি পরপদ প্রধান কর্মধারয় সমাস।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৭

'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ কী?

.
প্যাঁচানো
.
জটিল
.
কুটিল বুদ্ধি
✓ সঠিক উত্তর
.
কলহপ্রিয়

ব্যাখ্যা

জিলাপীর প্যাচ = কুটিল বুদ্ধি
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৮

কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

.
ধীরে চল
.
ঘোড়া খুব দ্রুত চলে
✓ সঠিক উত্তর
.
সে পূণ্যবান
.
মেটে কলসি
বিষয়: বাংলাটপিক: বিশেষণরেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
২৯

'সে কী যাবে?- এটি কোন ধরনের বাক্য?

.
আদেশমূলক
.
বিবৃতিমূলক
.
প্রশ্নসূচক
✓ সঠিক উত্তর
.
বিস্ময়সূচক

ব্যাখ্যা

সে কি যাবে ?
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩০

কোন বানানটি শুদ্ধ?

.
ততকালিণ
.
ততকালীণ
.
তথকালীণ
.
তৎকালীন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শুদ্ধ বানান - তৎকালীন
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩১

কোনটি শুদ্ধ?

.
গবেষণা
✓ সঠিক উত্তর
.
গবেষণা
✓ সঠিক উত্তর
.
গবেশণা
.
গবেষণা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শুদ্ধ বানান গবেষণা । এরূপ আরো কয়েকটি সঠিক বানান হলো সমীচীন, নিশীথিনী, মুহুর্মুহু, উন্মীলন, মধ্যাহ্ন, স্বায়ত্তশাসন, মুমূর্ষু, পিপীলিকা ইত্যাদি ।
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩২

'পদ্ম' শব্দের সমার্থক কোনটি?

.
উৎফল (উৎপল)
✓ সঠিক উত্তর
.
কুসুম
.
জলজ
.
ধরা

ব্যাখ্যা

পদ্ম শব্দের সমার্থক শব্দসমূহ - পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ,
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৩

'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী?

.
বৃহৎ
.
বর্ধিষ্ণু
.
বর্ধমান
✓ সঠিক উত্তর
.
বৃদ্ধিপ্রাপ্ত

ব্যাখ্যা

ক্ষীয়মান শব্দের অর্থ হ্রাস পাওয়া
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৪

'মনীষা' এর বিপরীত শব্দ কী?

.
মন +ঈষা
.
মনঃ + ইষা
.
মনস + ঈষা
✓ সঠিক উত্তর
.
মনো + ঈষা

ব্যাখ্যা

বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলাে নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। মনীষা নিপাতনে সিদ্ধ। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট + দশ = ষােড়শ ইত্যাদি।
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৫

পদ কত প্রকার ?

.
চার
.
সাত
.
ছয়
.
পাঁচ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। পদ ৫ প্রকার । যথা ঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ।
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৬

'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ?

.
হাত করা
.
হাত গুটান
✓ সঠিক উত্তর
.
হাত থাকা
.
হাত আসা

ব্যাখ্যা

হাত গুটান
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৭

'ঠোঁট কাটা' বলতে বোঝায়?

.
পক্ষপাতদুষ্ট
.
স্পষ্টভাষী
✓ সঠিক উত্তর
.
মিথ্যাবাদী
.
অহংকারী

ব্যাখ্যা

ঠোঁট কাটা শব্দের সঠিক অর্থ হলো নিলজ্জ
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৮

কোন বাগধারাটির অর্থ ' বেহায়া?

.
চিনির বলদ
.
কান কাটা
✓ সঠিক উত্তর
.
জিলাপির প্যাঁচ
.
ঠোঁট কাটা

ব্যাখ্যা

ঠোঁট কাঁটা - স্পষ্টবাদী
বিষয়: বাংলারেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৩৯

এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার -

.
পরিমেয়
.
পশুরী
✓ সঠিক উত্তর
.
চতুরঙ্গ
.
পৌরুষ

ব্যাখ্যা

পাচ সেরের সমাহার এক কথায় পাশুরি বলে
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯
৪০

ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে?

.
ফলজ
.
সবজি
.
ওষদি (ওষধি)
✓ সঠিক উত্তর
.
শাক

ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় ওষধি বলে। যেমনঃ ধান, গম, সরিষা ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: পেট্রোবাংলা হিসাব সহকারী ২৬.০৭.২০১৯