পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯

মোট প্রশ্ন: ১০০

৬১

'দারোগা' শব্দটি কোন ভাষার শব্দ?

.
জাপানি
.
তুর্কি
✓ সঠিক উত্তর
.
ফরাসি
.
গুজরাটি
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬২

বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন-

.
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
ঈশ্বর গুপ্ত
.
ভারতচন্দ্র
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৩

'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?

.
দেশি
.
বিদেশি
.
তৎসম
✓ সঠিক উত্তর
.
খাঁটি বাংলা
বিষয়: বাংলাটপিক: ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধানরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৪

'দেবদত্ত' কোন সমাস ?

.
চতুর্থ তৎপুরুষ
✓ সঠিক উত্তর
.
প্রাদী তৎপুরুষ
.
পঞ্চমী তৎপুরুষ
.
তৃতীয় তৎপুরুষ

ব্যাখ্যা

পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয়, তাই চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন – গুরুকে ভক্তি = গুরুভক্তি; দেবকে দত্ত = দেবদত্ত ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৫

'Comparative' -শব্দটির পরিভাষা হলো-

.
তুলনামূলক
✓ সঠিক উত্তর
.
সাম্যবাদ
.
খেসারত
.
প্রতিযোগিতা
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৬

'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?

.
বিশ্ববিদ্যালয়
✓ সঠিক উত্তর
.
পুলিশ লাইনস
.
সাভার
.
গাজীপুর
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৭

কোন বানানটি শুদ্ধ?

.
সজ্ঞা
.
সংজ্ঞা
✓ সঠিক উত্তর
.
সংগা
.
সংঙ্গা
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৮

গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?

.
এক
.
দুই
✓ সঠিক উত্তর
.
তিন
.
চার
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৬৯

অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?

.
চুন
.
ফিটকিরি
✓ সঠিক উত্তর
.
কষ্টিকসোডা
.
বেকিংপাউডার
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭০

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

.
শ্রীকৃষ্ণকীর্তন
.
মনসামঙ্গল
.
চণ্ডীমঙ্গল
.
চর্যাপদ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্য্যাচর্য্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩ব.) কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’ ‘সরহপাদের দোহা’ ও ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মিলনে, ‘হাজার বছরের পুরুষ ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মিলনে, ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা ‘ নামে প্রকাশিত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭১

বাংলাদেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

.
এশিয়াটিক সোসাইটি
.
বাংলা একাডেমি
✓ সঠিক উত্তর
.
ঢাকা বিশ্ববিদ্যালয়
.
শিল্পকলা একামেডি
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭২

'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির ঔপন্যাসটির ঔপন্যাসিক কে?

.
শহীদুল্লা কায়সার
.
সৈয়দ ওয়ালীউল্লাহ
.
শওকত আলী
✓ সঠিক উত্তর
.
রিজিয়া রহমান
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৩

'পুত্র' এর সমার্থক শব্দ কী?

.
প্রসূন
.
আত্মজ
✓ সঠিক উত্তর
.
অদ্রি
.
বামা
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৪

কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ?

.
অক্কা পাওয়া
✓ সঠিক উত্তর
.
কেউকেটা
.
কান পাতলা
.
কেতাদুরস্ত

ব্যাখ্যা

'অক্কা পাওয়া' বাগধারার অর্থ মারা যাওয়া।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৫

ইউরিয়া সারের প্রধান কাঁচামাল -

.
চুনাপথার
.
খনিজ তেল
.
অ্যামেনিয়া
.
মিথেন গ্যাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৬

ডিমের সাদা অংশে থাকে -

.
ভিটামিন সি
.
অ্যালবুমিন
✓ সঠিক উত্তর
.
গ্লুকোজ
.
লিনোলিক এসিড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাত্যহিক জীবনে রসায়নরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৭

কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রোগ হয়?

.
বিলিরুটিন
.
মেলানিন
.
ইনসুলিন
✓ সঠিক উত্তর
.
হিমোগ্লোবিন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৮

গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে?

.
TSP
.
MP
.
SSP
.
Urea
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গাছের শারীরিক বৃদ্ধি করে ইউরিয়া সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% , যা গাছের শিকড়ের বৃদ্ধি, ডালপালা ও কাণ্ড বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে। MP - সার উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে। টিএসপি সার ফলের পরিপক্বতা ত্বরান্বিত করে এবং ফুল, ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জৈব রসায়নরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৭৯

দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে?

.
ন্যানোমিটার
.
ল্যাকটোমিটার
✓ সঠিক উত্তর
.
ফ্যাদোমিটার
.
অলটিমিটার
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পুষ্টি ও পরিপাকরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯
৮০

হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে?

.
ভিটামিন E এবং D
.
ভিটামিন C এবং D
.
ভিটামিন A এবং D
✓ সঠিক উত্তর
.
ভিটামিন B এবং D
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভিটামিনরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২৫.১০.২০১৯