Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001

মোট প্রশ্ন: ৭৭

৪১

যা ভবিষ্যতে ঘটবে?

.
ভবিষ্যৎ
.
ভবিষ্য
.
ভবিতব্য
✓ সঠিক উত্তর
.
অভব্য

ব্যাখ্যা

ভবিতব্য: (বিশেষণ পদ) ভবিষ্যতে ঘটনীয়, অবশ্যম্ভাবী
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪২

'গৃহদাহ' কার লেখা?

.
শরৎচন্দ্র
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র
.
রবীন্দ্রনাথ
.
হুমায়ূন আহমেদ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৩

'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে' - এই উক্তিটি কার?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
প্রমথ চৌধুরী
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৪

মধ্যপদলোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত কোনটি?

.
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী
.
হাসি মাখা মুখ --হাসিমুখ
✓ সঠিক উত্তর
.
অরুণের মতো রাঙ্গা--অরুণরাঙ্গা
.
ঘর হতে ছাড়া --ঘরছাড়া

ব্যাখ্যা

সমাসে ব্যাস বাক্যে মধ্য পদ লোপ পেলে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। 
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৫

'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা?

.
কবি আল মাসুদ
.
কাজী নজরুল ইসলাম
.
কবি শামসুর রাহমান
✓ সঠিক উত্তর
.
নির্মলেন্দু গুণ
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৬

'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

.
ধ্বনিতত্ত্ব
✓ সঠিক উত্তর
.
রূপতত্ত্ব
.
পদক্রম
.
বাক্যকরণ
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৭

বাংলা গদ্যের জনক কে?

.
অক্ষয় কুমার দত্ত
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
রাজা রামমোহন রায়
.
দেবেন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৮

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?

.
শেষের কবিতা
.
চোখের বালি
.
গোরা
.
বৌঠাকুরানীর হাট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বৌ-ঠাকুরাণীর হাট হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা উপন্যাস। এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়। রচনার দিক থেকে "করুণা" পূর্ববর্তী হলেও "বৌ-ঠাকুরাণীর হাট" উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ পায়। তিনি এই উপন্যাসকে কেন্দ্র করেই রচনা করেন "প্রায়চিত্ত" (১৯০৯) নাটকটি। ১৯২৯ সালে নাটকটি ভেঙে পুুুুনরায় রচনা করেন "পরিত্রাণ" নাটক।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৪৯

কবর নাটকটির রচয়িতা কে?

.
কবীর চৌধুরী
.
কাজী নজরুল ইসলাম
.
মুনীর চৌধুরী
✓ সঠিক উত্তর
.
জসীমউদ্‌দীন

ব্যাখ্যা

ভাষা - আন্দোলনভিত্তিক একাঙ্ক বিশিষ্ট "কবর" (১৯৫৩) নাটকটি মুনীর চৌধুরী, বিপ্লবী রণেশ দাশগুপ্তের অনুরোধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি জেলবন্দিদের দ্বারা অভিনয়ের জন্য রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫০

শাহনামার লেখক কে?

.
কবি জামি
.
কবি রুমি
.
কবি ফেরদৌসী
✓ সঠিক উত্তর
.
কবি নিজামী
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫১

সর্বাপেক্ষা মূল্যবান ধাতু কি?

.
ইউরোনিয়াম
.
প্লুটোনিয়াম
.
প্লাটিনাম
✓ সঠিক উত্তর
.
টাইটেনিয়াম

ব্যাখ্যা

প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫২

এক লিটারের ওজন কত গ্রাম?

.
১০০
.
২০০
.
১০০০
✓ সঠিক উত্তর
.
১০০০০
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৩

'You should show good manners in the company of ladies' choose appropriate phrase for the above ---

.
behave gently
.
practise manners
.
behave yourself
✓ সঠিক উত্তর
.
do not talk rudely
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৪

Browning was the composer of ---

.
Two Voices
.
The Scholar Gipsy
.
Andrea Del Sarto
✓ সঠিক উত্তর
.
oenone

ব্যাখ্যা

"Andrea del Sarto" (also called "The Faultless Painter") is a poem by Robert Browning (1812–1889) published in his 1855 poetry collection, Men and Women. It is a dramatic monologue, a form of poetry for which he is famous, about the Italian painter Andrea del Sarto.
বিষয়: ইংরেজিটপিক: Miscellaneousরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৫

'Paradise Lost' attempted to ---

.
Justify the ways of man to god
.
Justify ways of god to man
✓ সঠিক উত্তর
.
Satan and god has equal power
.
None of the above three
বিষয়: ইংরেজিটপিক: Epicরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৬

Who wrote the poem 'Solitary Reaper'?

.
Wordsworth
✓ সঠিক উত্তর
.
Shelley
.
Keats
.
Shakespeare

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: William Wordsworth (1770-1850)রেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৭

Put appropriate preposition : A friend ----need is a friend indeed.

.
to
.
on
.
in
✓ সঠিক উত্তর
.
for

ব্যাখ্যা

A friend in need is a friend indeed - বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
বিষয়: ইংরেজিটপিক: The Prepositionরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৮

The chairman is in fact a man ----sixty

.
at
.
in
.
for
.
of
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৫৯

What is straw vote?

.
Public opinion
✓ সঠিক উত্তর
.
Random vote
.
Yes/ no vote
.
Manipulated election

ব্যাখ্যা

Straw Vote - প্রাথমিক জনমত জরিপ।
বিষয়: ইংরেজিটপিক: Substitutionsরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001
৬০

Which of the following sentence is correct?

.

He was too clever not to miss the point.

.

He was so clever to miss the point.

.

He was too clever to miss the point.

.

He was so clever that he never miss any point.

✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: Karmasangsthan Bank - Asst. Officer (Cash) - 09.02.2001