Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

মোট প্রশ্ন: ৩০

পৃষ্ঠা এর পরবর্তী

’জানালা’ শব্দটি-

.

ফারসি

.

হিব্রু

.

পুর্তগীজ

✓ সঠিক উত্তর
.

তুর্কী

ব্যাখ্যা

ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, নামাজ, আদমি, আমদানি ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-

.
বেঙ্গল গেজট
.
দিগ্‌দর্শন
✓ সঠিক উত্তর
.
সমাচার দর্পণ
.
নবযুগ

ব্যাখ্যা

Himts: বাংলা ভাষায় প্রথম সাময়িক 'দিগদর্শন ' ১৮১৮ সালে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। দিগদর্শন ছিল মূলত নীতি ধর্ম তত্ত্বমূলক মাসিক সাময়িক পত্রিকা।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

ড. মুহম্মদগ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?

.
মাগধী প্রাকৃত
.
অর্ধ মাগধী প্রাকৃত
.
মহারাষ্ট্রীয় প্রাকৃত
.
গৌড়ীয় প্রাকৃত
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

’বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?

.
মীর মশাররফ হোসেন
✓ সঠিক উত্তর
.
মাইকেল মধুসূদন দত্ত
.
কাজী নজরুল ইসলাম
.
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়?

.
সত্যেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
প্রমথ চৌধুরী
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
শামসুল রহমান

ব্যাখ্যা

Hints: সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি " ছন্দের জাদুকর " শামসুর রাহমানের উপাধি " নাগরিক কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, ও প্রমথ চৌধরীর ছদ্মনাম বীরবল।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

’পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’ প্রবচনটির অর্থ কি?

.
বিপদে পড়ে কাজ করা
✓ সঠিক উত্তর
.
উচ্চ শ্রেণীর ব্যক্তির সাথে বসে খাওয়া
.
সুদিন ফিরে আসা
.
মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?

.
ঈশ্বরচন্দ্র গুপ্ত
.
রঙ্গলাল বন্দোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
হেমচন্দ্র বন্দোপাধ্যায়
.
মধুসূদন দত্ত

ব্যাখ্যা

Hints: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ' পদ্মিনী উপাখ্যান ' কাব্যের ' স্বাধীনতা - হীনতায় কে বাঁচিতে চায়' স্তবকটি দেশাত্মবোধের এক শাশ্বত বাণী বিশেষ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, শূরসুন্দরী, নীতি কুসুমাঞ্জলি ও কাঞ্চী কাবেরী।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?

.
রাবণের চিতা
✓ সঠিক উত্তর
.
তামার বিষ
.
ভরাডুবি
.
আকাশ ভেঙ্গে পড়া

ব্যাখ্যা

Hints: চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা "
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013

বাংলায় টিিএস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-

.

বুদ্ধদেব বসু

.

বষ্ণি দে

.

সুধীন্দ্রনাথ দত্ত

.

রবীন্দ্রনাথ ঠাকুর

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Hints:বিঞ্চু দে ১৯৫০ সালে প্রথম টি এস এলিয়টের কবিতায় অনুবাদ করেন। তাঁর রচিত অনুবাদ সাহিত্যের নাম এলিয়টের কবিতা। তার রচিত কাব্যগ্রন্থ - উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, তুমি শুধু পচিশে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, দিবানিশি, আমার হৃদয় বাচো প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১০

’এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তায় সপ্তমী
.
করণে প্রথমা
.
করণে সপ্তমী
✓ সঠিক উত্তর
.
কর্মে সপ্তমী
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১১

His poor health is the main ------ to his promotion this year.

.
obstacle
.
danger
.
road block
✓ সঠিক উত্তর
.
worry
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১২

In spite of its limited ----- the magazine had strong ---- on political thought in the country.

.
circulation, influence
✓ সঠিক উত্তর
.
appeal, repression
.
value, surreal
.
dimension, intensity
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৩

I was ------- surprised sometime ago to ---- a greeting card from a stranger in Dhaka.

.
wonderfully, present
.
pleasantly, receive
✓ সঠিক উত্তর
.
rudely, send
.
pleasantly, accept
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৪

Choose the correct spelling :

.
questionere
.
questionaire
.
questionnaire
✓ সঠিক উত্তর
.
questioneer
বিষয়: ইংরেজিটপিক: Spellingsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৫

Choose the proper option to fill in the blank spaces : I prefer ---- what I like even though it ----- not having much money.

.
to doing, mean
.
doing, mean
.
to do, may
.
doing, means
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Hints: prefer একটি verb। এর পরে আর একটি verb এলে v + ing (doing) হয়। দ্বিতীয় অংশে Subject ' it' হওয়ায় verb এর সাথে s যুক্ত (means) হবে।
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৬

The word 'lucrative' means-

.
profitable
✓ সঠিক উত্তর
.
oil
.
professional
.
good looking

ব্যাখ্যা

Hints: Profitable = লাভজনক
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৭

Choose the correct sentence-

.
In I found a bag in the street, I will take it to the police.
.
In I found a bag in the street, I took it to the police.
.
In I found a bag in the street, I'd take it to the police.
✓ সঠিক উত্তর
.
In I found a bag in the street, I'll be taking it to the police.

ব্যাখ্যা

Hints: if এর পরে verb এর past form (found) আছে, তাই পরের অংশে would + verb এর present form ( would take) হবে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৮

Choose the correct sentence-

.
When there is chaos in society the economy of the country do not develop.
.
The economy of the country will not be develop when there is chaos in the society.
.
Economic conditions does not improve when there is chaos in the society.
.
The economy of the country will not develop if there is chaos in the society.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Hints: If যুক্ত Sentence সাধারণত শর্তযুক্ত হয়। এরুপ sentence এ একটি অংশ present indefinite tense হলে অপর অংশটি Future Indefinite Tense হয়। এখানে এরুপ শর্তে দেখা যাচ্ছে যে সমাজে যদি বিশৃঙ্খলা থাকে তবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। Option এ উল্লেখিত Sentence টি যেহেতু এই নিয়মঅনুযায়ী করেছ সুতরাং সঠিক উত্তরঃ 4
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
১৯

Find the one most nearly opposite in meaning to the word 'DESPISE'-

.
Infuriate
.
Abhor
.
Commend
✓ সঠিক উত্তর
.
Facilitate
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013
২০

Find the opposite meaning of the word 'TRANSPARENT',

.
Apparent
.
Manifest
.
Opaque
✓ সঠিক উত্তর
.
Explicit
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Sonali Bank Ltd - Officer (Cash) - 29.03.2013