১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
মোট প্রশ্ন: ৭২
পৃষ্ঠা ১ এর ৪পরবর্তী
১
১
Identify the correct passive form of "He made me laugh ".
ক.
I was made laugh by him
খ.✓ সঠিক উত্তর
I was made to laugh by him
গ.
I was made laughing with him.
ঘ.
I was made laughing by him
ব্যাখ্যা
Causative verb যুক্ত বাক্যটির passive voice - এর structure : ob কে sub + was + causative verb - এর p.p. + to + অন্য verb + by + sub কে ob। সুতরাং বাক্যটির passive form : I was made to laugh by him.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Identify the correct passive form of "He made me laugh ".
ক.
I was made laugh by him
খ.✓ সঠিক উত্তর
I was made to laugh by him
গ.
I was made laughing with him.
ঘ.
I was made laughing by him
ব্যাখ্যা
Causative verb যুক্ত বাক্যটির passive voice - এর structure : ob কে sub + was + causative verb - এর p.p. + to + অন্য verb + by + sub কে ob। সুতরাং বাক্যটির passive form : I was made to laugh by him.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
২
২
'Call to mind' means -
ক.
fantacize
খ.
attend
গ.✓ সঠিক উত্তর
remember
ঘ.
request
ব্যাখ্যা
'Call to mind' phrase টির বাংলা স্মরণ করা ( remember)। Option - এর fantacize ( fantasize) অর্থ উদ্ভট কল্পনা করা, attend অর্থ উপস্থিত হওয়া আর request অর্থ অনুরোধ করা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
'Call to mind' means -
ক.
fantacize
খ.
attend
গ.✓ সঠিক উত্তর
remember
ঘ.
request
ব্যাখ্যা
'Call to mind' phrase টির বাংলা স্মরণ করা ( remember)। Option - এর fantacize ( fantasize) অর্থ উদ্ভট কল্পনা করা, attend অর্থ উপস্থিত হওয়া আর request অর্থ অনুরোধ করা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৩
৩
He prohibited me -
ক.
to do it
খ.
do it
গ.
in doing it
ঘ.✓ সঠিক উত্তর
from doing it
ব্যাখ্যা
Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ / বারণ করা। সুতরাং শূন্যস্হানে from doing it বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
He prohibited me -
ক.
to do it
খ.
do it
গ.
in doing it
ঘ.✓ সঠিক উত্তর
from doing it
ব্যাখ্যা
Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ / বারণ করা। সুতরাং শূন্যস্হানে from doing it বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৪
৪
What would be the right synonym for 'initiative'?
ক.
apathy
খ.✓ সঠিক উত্তর
enterprise
গ.
indolence
ঘ.
activity
ব্যাখ্যা
Initiative এবং enterprise শব্দের অর্থ নতুন কিছু করার জন্য উদ্যম। অন্যদিকে apathy অর্থ অনীহা, indolence অর্থ অলসতা আর activity অর্থ সক্রিয়তা।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
What would be the right synonym for 'initiative'?
ক.
apathy
খ.✓ সঠিক উত্তর
enterprise
গ.
indolence
ঘ.
activity
ব্যাখ্যা
Initiative এবং enterprise শব্দের অর্থ নতুন কিছু করার জন্য উদ্যম। অন্যদিকে apathy অর্থ অনীহা, indolence অর্থ অলসতা আর activity অর্থ সক্রিয়তা।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৫
৫
'A rolling stone gathers no moss.' Here ' rolling' is -
ক.
a verb
খ.
an adjective
গ.✓ সঠিক উত্তর
a participle
ঘ.
a gerund
ব্যাখ্যা
যদি verb - এর সাথে ing যুক্ত হয়ে verb এবং adjective - এর কাজ করে তাহলে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে rolling ( ঘূর্ণায়মান) শব্দটি adjective হিসেবে কাজ করায় এবং option এ adjective থাকায় adjective হলো সঠিক উত্তর। Adjective না থাকলে participle সঠিক হিসেবে গণ্য হতো।
বিষয়: ইংরেজিটপিক: Participlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
'A rolling stone gathers no moss.' Here ' rolling' is -
ক.
a verb
খ.
an adjective
গ.✓ সঠিক উত্তর
a participle
ঘ.
a gerund
ব্যাখ্যা
যদি verb - এর সাথে ing যুক্ত হয়ে verb এবং adjective - এর কাজ করে তাহলে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে rolling ( ঘূর্ণায়মান) শব্দটি adjective হিসেবে কাজ করায় এবং option এ adjective থাকায় adjective হলো সঠিক উত্তর। Adjective না থাকলে participle সঠিক হিসেবে গণ্য হতো।
বিষয়: ইংরেজিটপিক: Participlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৬
৬
Slow and steady --- the race .
ক.
win
খ.✓ সঠিক উত্তর
wins
গ.
has won
ঘ.
won
ব্যাখ্যা
And দ্বারা দুটি noun যুক্ত হওয়া সত্ত্বেও যদি noun গুলো দ্বারা একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে verb টি singular হয়। সুতরাং শূন্যস্থানে wins বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Subject-Verb Agreementরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Slow and steady --- the race .
ক.
win
খ.✓ সঠিক উত্তর
wins
গ.
has won
ঘ.
won
ব্যাখ্যা
And দ্বারা দুটি noun যুক্ত হওয়া সত্ত্বেও যদি noun গুলো দ্বারা একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে verb টি singular হয়। সুতরাং শূন্যস্থানে wins বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Subject-Verb Agreementরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৭
৭
The verb form of ' deceit ' is "
ক.
deceitful
খ.
deceitfully
গ.
decisive
ঘ.✓ সঠিক উত্তর
deceive
ব্যাখ্যা
Deceit( প্রতারণা) - এর verb form হলো deceive যার অর্থ প্রতারিত করা, ধোঁকা দেয়া।
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
The verb form of ' deceit ' is "
ক.
deceitful
খ.
deceitfully
গ.
decisive
ঘ.✓ সঠিক উত্তর
deceive
ব্যাখ্যা
Deceit( প্রতারণা) - এর verb form হলো deceive যার অর্থ প্রতারিত করা, ধোঁকা দেয়া।
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৮
৮
'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- The best translation is :
ক.
The authorities blame him,
খ.✓ সঠিক উত্তর
The authority took him to task
গ.
The authorities took him to book
ঘ.
The authority gave reins to him.
ব্যাখ্যা
Take somebody to task কাউকে তিরস্কার করা। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি : The authority took him to task.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- The best translation is :
ক.
The authorities blame him,
খ.✓ সঠিক উত্তর
The authority took him to task
গ.
The authorities took him to book
ঘ.
The authority gave reins to him.
ব্যাখ্যা
Take somebody to task কাউকে তিরস্কার করা। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি : The authority took him to task.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
৯
৯
--- Mount Everest is the highest peak in the Himalayas.
ক.
A
খ.
An
গ.
The
ঘ.✓ সঠিক উত্তর
No article
ব্যাখ্যা
Mount - এর পূর্বে কোনো article বসে না। কিন্তু Mountain - এর পূর্বে the ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজিটপিক: Articlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
--- Mount Everest is the highest peak in the Himalayas.
ক.
A
খ.
An
গ.
The
ঘ.✓ সঠিক উত্তর
No article
ব্যাখ্যা
Mount - এর পূর্বে কোনো article বসে না। কিন্তু Mountain - এর পূর্বে the ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজিটপিক: Articlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১০
১০
Nasim will discuss the issue with Rafiq --- phone.
ক.
in
খ.
over
গ.✓ সঠিক উত্তর
by
ঘ.
on
ব্যাখ্যা
Phone - এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা : নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Nasim will discuss the issue with Rafiq --- phone.
ক.
in
খ.
over
গ.✓ সঠিক উত্তর
by
ঘ.
on
ব্যাখ্যা
Phone - এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা : নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১১
১১
Choose the correct sentence :
ক.
I have many works to perform
খ.
I have many works to perform
গ.
I have much works to perform
ঘ.✓ সঠিক উত্তর
I have much work to perform
ব্যাখ্যা
Work শব্দটি uncountable number। সুতরাং এর plural form নেই। তাই work - এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক। সুতরাং সঠিক বাক্য : I have much work to perform.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Choose the correct sentence :
ক.
I have many works to perform
খ.
I have many works to perform
গ.
I have much works to perform
ঘ.✓ সঠিক উত্তর
I have much work to perform
ব্যাখ্যা
Work শব্দটি uncountable number। সুতরাং এর plural form নেই। তাই work - এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক। সুতরাং সঠিক বাক্য : I have much work to perform.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১২
১২
Which one is a correct sentence ?
ক.
Every students are present today .
খ.
Ten kilometers are too far to walk .
গ.
Two-third of the students got degrees.
ঘ.✓ সঠিক উত্তর
All the information is correct .
ব্যাখ্যা
Option গুলোর মধ্যে সঠিক বাক্য হলো all the information is current। কেননা information হলো uncountable noun এবং এরপর singular verb বসে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Which one is a correct sentence ?
ক.
Every students are present today .
খ.
Ten kilometers are too far to walk .
গ.
Two-third of the students got degrees.
ঘ.✓ সঠিক উত্তর
All the information is correct .
ব্যাখ্যা
Option গুলোর মধ্যে সঠিক বাক্য হলো all the information is current। কেননা information হলো uncountable noun এবং এরপর singular verb বসে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৩
১৩
The principal along with his students ----- planting tress for two hours.
ক.
have been
খ.✓ সঠিক উত্তর
has been
গ.
is
ঘ.
are
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যের sub হলো the principle। sub singular হওয়ায় verb টিও singular হবে। বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে। সুতরাং শূন্যস্হানের জন্য যথাযথ expression হলো has been।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
The principal along with his students ----- planting tress for two hours.
ক.
have been
খ.✓ সঠিক উত্তর
has been
গ.
is
ঘ.
are
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যের sub হলো the principle। sub singular হওয়ায় verb টিও singular হবে। বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে। সুতরাং শূন্যস্হানের জন্য যথাযথ expression হলো has been।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৪
১৪
I have applied for the post of a Lecturer ---- English .
ক.
at
খ.
of
গ.
for
ঘ.✓ সঠিক উত্তর
in
ব্যাখ্যা
Subject - এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা : আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
I have applied for the post of a Lecturer ---- English .
ক.
at
খ.
of
গ.
for
ঘ.✓ সঠিক উত্তর
in
ব্যাখ্যা
Subject - এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা : আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৫
১৫
The Synonym of the word ' scanty ' is -
ক.
ample
খ.
copious
গ.✓ সঠিক উত্তর
meagre
ঘ.
abundant
ব্যাখ্যা
Scanty ( অপ্রতুল, অপর্যাপ্ত) - এর সমার্থক শব্দ হলো meagre ( নগন্য, অপ্রচুর)। তাছাড়া option - এর ample, copious, এবং abundant শব্দ গুলোর অর্থ প্রচুর এবং এগুলো scanty - এর বিপরীত শব্দ।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
The Synonym of the word ' scanty ' is -
ক.
ample
খ.
copious
গ.✓ সঠিক উত্তর
meagre
ঘ.
abundant
ব্যাখ্যা
Scanty ( অপ্রতুল, অপর্যাপ্ত) - এর সমার্থক শব্দ হলো meagre ( নগন্য, অপ্রচুর)। তাছাড়া option - এর ample, copious, এবং abundant শব্দ গুলোর অর্থ প্রচুর এবং এগুলো scanty - এর বিপরীত শব্দ।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৬
১৬
what would be the right antonym for' annihilate'?
ক.
destroy
খ.
obliterate
গ.✓ সঠিক উত্তর
establish
ঘ.
extinguish
ব্যাখ্যা
Annihilate ( সম্পূর্ণরূপে ধ্বংস করা) - এর বিপরীত শব্দ হলো establish ( প্রতিষ্ঠা করা)। অন্যদিকে destroy অর্থ ধ্বংস করা, obliterate অর্থ নিশ্চিহ্ন করা আর extinguish অর্থ নেভানো।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
what would be the right antonym for' annihilate'?
ক.
destroy
খ.
obliterate
গ.✓ সঠিক উত্তর
establish
ঘ.
extinguish
ব্যাখ্যা
Annihilate ( সম্পূর্ণরূপে ধ্বংস করা) - এর বিপরীত শব্দ হলো establish ( প্রতিষ্ঠা করা)। অন্যদিকে destroy অর্থ ধ্বংস করা, obliterate অর্থ নিশ্চিহ্ন করা আর extinguish অর্থ নেভানো।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৭
১৭
The word ' permissive ' means -
ক.
polite
খ.
law -abiding
গ.✓ সঠিক উত্তর
liberal
ঘ.
submissive
ব্যাখ্যা
Permissive অর্থ লোকজন যা করতে চায় তা করার স্বাধীনতা দেয়া আর liberal অর্থ স্বাধীনচেতা। সুতরাং শব্দ দুটি সমার্থক। অন্যদিকে polite অর্থ ভদ্র, law - abiding অর্থ আইন মান্যকারী আর submissive অর্থ মান্য করতে ইচ্ছুক।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
The word ' permissive ' means -
ক.
polite
খ.
law -abiding
গ.✓ সঠিক উত্তর
liberal
ঘ.
submissive
ব্যাখ্যা
Permissive অর্থ লোকজন যা করতে চায় তা করার স্বাধীনতা দেয়া আর liberal অর্থ স্বাধীনচেতা। সুতরাং শব্দ দুটি সমার্থক। অন্যদিকে polite অর্থ ভদ্র, law - abiding অর্থ আইন মান্যকারী আর submissive অর্থ মান্য করতে ইচ্ছুক।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৮
১৮
Select the meaning of the word 'stagflation' .
ক.
controlled prices
খ.✓ সঠিক উত্তর
economic slow down
গ.
a disintegrating government
ঘ.
cultural dullness
ব্যাখ্যা
Stagflation অর্থ অর্থনৈতিক মন্দা বা economic slow down.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Select the meaning of the word 'stagflation' .
ক.
controlled prices
খ.✓ সঠিক উত্তর
economic slow down
গ.
a disintegrating government
ঘ.
cultural dullness
ব্যাখ্যা
Stagflation অর্থ অর্থনৈতিক মন্দা বা economic slow down.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৯
১৯
Identify the correct sentence -
ক.
He is better and superior than me.
খ.✓ সঠিক উত্তর
He is better and superior to me .
গ.
He is better and superior to me.
ঘ.
He is suprior than and better to me.
ব্যাখ্যা
Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better - এর পর than আর superior এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য : He is better than and superior to me.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Identify the correct sentence -
ক.
He is better and superior than me.
খ.✓ সঠিক উত্তর
He is better and superior to me .
গ.
He is better and superior to me.
ঘ.
He is suprior than and better to me.
ব্যাখ্যা
Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better - এর পর than আর superior এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য : He is better than and superior to me.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
২০
২০
Choose the correct alternative to correct the sentence . He--- to see us if he had been able to do.
ক.
would come
খ.✓ সঠিক উত্তর
would have come
গ.
may had come
ঘ.
would may come
ব্যাখ্যা
If পরবর্তী clause টি past perfect হলে অন্য clause টির structure হবে sub + would have + verb - এর p.p. সুতরাং সঠিক expression টি হলো would have come.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
Choose the correct alternative to correct the sentence . He--- to see us if he had been able to do.
ক.
would come
খ.✓ সঠিক উত্তর
would have come
গ.
may had come
ঘ.
would may come
ব্যাখ্যা
If পরবর্তী clause টি past perfect হলে অন্য clause টির structure হবে sub + would have + verb - এর p.p. সুতরাং সঠিক expression টি হলো would have come.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)