১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

মোট প্রশ্ন: ৭২

পৃষ্ঠা এর পরবর্তী

Identify the correct passive form of "He made me laugh ".

.
I was made laugh by him
.
I was made to laugh by him
✓ সঠিক উত্তর
.
I was made laughing with him.
.
I was made laughing by him

ব্যাখ্যা

Causative verb যুক্ত বাক্যটির passive voice - এর structure : ob কে sub + was + causative verb - এর p.p. + to + অন্য verb + by + sub কে ob। সুতরাং বাক্যটির passive form : I was made to laugh by him.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

'Call to mind' means -

.
fantacize
.
attend
.
remember
✓ সঠিক উত্তর
.
request

ব্যাখ্যা

'Call to mind' phrase টির বাংলা স্মরণ করা ( remember)। Option - এর fantacize ( fantasize) অর্থ উদ্ভট কল্পনা করা, attend অর্থ উপস্থিত হওয়া আর request অর্থ অনুরোধ করা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

He prohibited me -

.
to do it
.
do it
.
in doing it
.
from doing it
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ / বারণ করা। সুতরাং শূন্যস্হানে from doing it বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

What would be the right synonym for 'initiative'?

.
apathy
.
enterprise
✓ সঠিক উত্তর
.
indolence
.
activity

ব্যাখ্যা

Initiative এবং enterprise শব্দের অর্থ নতুন কিছু করার জন্য উদ্যম। অন্যদিকে apathy অর্থ অনীহা, indolence অর্থ অলসতা আর activity অর্থ সক্রিয়তা।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

'A rolling stone gathers no moss.' Here ' rolling' is -

.
a verb
.
an adjective
.
a participle
✓ সঠিক উত্তর
.
a gerund

ব্যাখ্যা

যদি verb - এর সাথে ing যুক্ত হয়ে verb এবং adjective - এর কাজ করে তাহলে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে rolling ( ঘূর্ণায়মান) শব্দটি adjective হিসেবে কাজ করায় এবং option এ adjective থাকায় adjective হলো সঠিক উত্তর। Adjective না থাকলে participle সঠিক হিসেবে গণ্য হতো।
বিষয়: ইংরেজিটপিক: Participlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

Slow and steady --- the race .

.
win
.
wins
✓ সঠিক উত্তর
.
has won
.
won

ব্যাখ্যা

And দ্বারা দুটি noun যুক্ত হওয়া সত্ত্বেও যদি noun গুলো দ্বারা একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে verb টি singular হয়। সুতরাং শূন্যস্থানে wins বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Subject-Verb Agreementরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

The verb form of ' deceit ' is "

.
deceitful
.
deceitfully
.
decisive
.
deceive
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Deceit( প্রতারণা) - এর verb form হলো deceive যার অর্থ প্রতারিত করা, ধোঁকা দেয়া।
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- The best translation is :

.
The authorities blame him,
.
The authority took him to task
✓ সঠিক উত্তর
.
The authorities took him to book
.
The authority gave reins to him.

ব্যাখ্যা

Take somebody to task কাউকে তিরস্কার করা। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি : The authority took him to task.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

--- Mount Everest is the highest peak in the Himalayas.

.
A
.
An
.
The
.
No article
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Mount - এর পূর্বে কোনো article বসে না। কিন্তু Mountain - এর পূর্বে the ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজিটপিক: Articlesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১০

Nasim will discuss the issue with Rafiq --- phone.

.
in
.
over
.
by
✓ সঠিক উত্তর
.
on

ব্যাখ্যা

Phone - এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা : নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১১

Choose the correct sentence :

.
I have many works to perform
.
I have many works to perform
.
I have much works to perform
.
I have much work to perform
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Work শব্দটি uncountable number। সুতরাং এর plural form নেই। তাই work - এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক। সুতরাং সঠিক বাক্য : I have much work to perform.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১২

Which one is a correct sentence ?

.
Every students are present today .
.
Ten kilometers are too far to walk .
.
Two-third of the students got degrees.
.
All the information is correct .
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Option গুলোর মধ্যে সঠিক বাক্য হলো all the information is current। কেননা information হলো uncountable noun এবং এরপর singular verb বসে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৩

The principal along with his students ----- planting tress for two hours.

.
have been
.
has been
✓ সঠিক উত্তর
.
is
.
are

ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের sub হলো the principle। sub singular হওয়ায় verb টিও singular হবে। বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে। সুতরাং শূন্যস্হানের জন্য যথাযথ expression হলো has been।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৪

I have applied for the post of a Lecturer ---- English .

.
at
.
of
.
for
.
in
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Subject - এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা : আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৫

The Synonym of the word ' scanty ' is -

.
ample
.
copious
.
meagre
✓ সঠিক উত্তর
.
abundant

ব্যাখ্যা

Scanty ( অপ্রতুল, অপর্যাপ্ত) - এর সমার্থক শব্দ হলো meagre ( নগন্য, অপ্রচুর)। তাছাড়া option - এর ample, copious, এবং abundant শব্দ গুলোর অর্থ প্রচুর এবং এগুলো scanty - এর বিপরীত শব্দ।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৬

what would be the right antonym for' annihilate'?

.
destroy
.
obliterate
.
establish
✓ সঠিক উত্তর
.
extinguish

ব্যাখ্যা

Annihilate ( সম্পূর্ণরূপে ধ্বংস করা) - এর বিপরীত শব্দ হলো establish ( প্রতিষ্ঠা করা)। অন্যদিকে destroy অর্থ ধ্বংস করা, obliterate অর্থ নিশ্চিহ্ন করা আর extinguish অর্থ নেভানো।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৭

The word ' permissive ' means -

.
polite
.
law -abiding
.
liberal
✓ সঠিক উত্তর
.
submissive

ব্যাখ্যা

Permissive অর্থ লোকজন যা করতে চায় তা করার স্বাধীনতা দেয়া আর liberal অর্থ স্বাধীনচেতা। সুতরাং শব্দ দুটি সমার্থক। অন্যদিকে polite অর্থ ভদ্র, law - abiding অর্থ আইন মান্যকারী আর submissive অর্থ মান্য করতে ইচ্ছুক।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৮

Select the meaning of the word 'stagflation' .

.
controlled prices
.
economic slow down
✓ সঠিক উত্তর
.
a disintegrating government
.
cultural dullness

ব্যাখ্যা

Stagflation অর্থ অর্থনৈতিক মন্দা বা economic slow down.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৯

Identify the correct sentence -

.
He is better and superior than me.
.
He is better and superior to me .
✓ সঠিক উত্তর
.
He is better and superior to me.
.
He is suprior than and better to me.

ব্যাখ্যা

Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better - এর পর than আর superior এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য : He is better than and superior to me.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
২০

Choose the correct alternative to correct the sentence . He--- to see us if he had been able to do.

.
would come
.
would have come
✓ সঠিক উত্তর
.
may had come
.
would may come

ব্যাখ্যা

If পরবর্তী clause টি past perfect হলে অন্য clause টির structure হবে sub + would have + verb - এর p.p. সুতরাং সঠিক expression টি হলো would have come.
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)