প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

মোট প্রশ্ন: ৬৩

পৃষ্ঠা এর পরবর্তী

চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?

.

জীবনানন্দ দাশ

.

বেগম সুফিয়া কামাল

.

কাজী নজরুল ইসলাম

.

নির্মলেন্দু গুণ

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

"এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-

.
দেবতার গ্রাস
.
পুরাতন ভৃত্য
.
নিষ্ফল উপহার
.
দুই বিঘা জমি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দুই বিঘা জমি কবিতার একটি বিখ্যাত চরণ এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

'ব‍্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

.
সমষ্টি
✓ সঠিক উত্তর
.
ভবিষ্যৎ
.
সৃষ্টি
.
বৃদ্ধি

ব্যাখ্যা

সৃষ্টি, বৃদ্ধি ও ভবিষ্যৎ শব্দের বিপরীত শব্দ যথাক্রমে ধ্বংস, হ্রাস ও ভূত।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

’মন না মতি’ বাগধারাটির অর্থ কী ?

.

অরাজগ

.

অপদার্থ

.

মূল্যবান

.

অস্থির মানব মন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'মন না মতি' বাগধারার অর্থ অস্থির মানব মন। আমড়া কাঠের ঢেঁকি ও মগের মুল্লুক বাগধারার অর্থ যথাক্রমে অপদার্থ ও অরাজক দেশ।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

.

অধিকরণে দ্বিতীয়া

.

অধিকরণে সপ্তমী

✓ সঠিক উত্তর
.

কর্তায় সপ্তমী

.

অপাদানে তৃতীয়া

ব্যাখ্যা

“সর্বাঙ্গে ব্যাথা, ওষুধ দিব কোথা” বাক্যে যখন সর্বাঙ্গের কারক নির্নয় করতে বলবে তখন সেটা অধিকরন কারক হবে, আবার যখন ওষুধ এর কারন নির্নয় করতে বলবে তখন সেটা কর্মকারক হবে। 
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

শব্দ ও ধাতুর মূলকে বলে-

.
কারক
.
প্রকৃতি
✓ সঠিক উত্তর
.
বিভক্তি
.
ধাতু

ব্যাখ্যা

শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। প্রকৃতি মূলত দুই প্রকার। যথা: নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

.
সং+বিধান
.
সম+ধান
.
সং+অবিধান
.
সম্+বিধান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ম্ এরপর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা স, শ, ষ, হ থাকলে ম্ স্থলে অনুস্বার হয়। যেমন: সম্ + বিধান = সংবিধান, সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?

.

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

.

অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি

✓ সঠিক উত্তর
.

অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

.

অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি

ব্যাখ্যা

ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থান বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন: বাড়ি থেকে নদী দেখা যায় এ বাক্যে রেখা চিহ্নিত অংশটি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

.

সার্ব + ভৌম

.

সর্বভূমি + ষ্ণ

✓ সঠিক উত্তর
.

সার্বভৌ + ম

.

ষ্ণ + সর্বভূমি

ব্যাখ্যা

সার্বভৌম শব্দটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এর সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বভূমি + ষ্ঞ = সার্বভৌম।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১০

'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

.

সাদৃশ্য অর্থে

.

ব্যাঙ্গার্থে

.

ক্ষুদ্রার্থে

✓ সঠিক উত্তর
.

বৃহদার্থে

ব্যাখ্যা

নাটক থেকে নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। আরো কয়েকটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ: মালা - মালিকা, গীত - গীতিকা, পুস্তক - পুস্তিকা।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১১

'শ্বশ্রু' এর অর্থ কি ?

.
শশুর
.
দাড়ি-গোঁফ
.
অশ্রু
.
শাশুড়ি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শ্বশ্রু অর্থ শাশুড়ি। শ্মশ্রু অর্থ দাড়ি গোঁফ।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১২

Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-

.
অবচেতন
✓ সঠিক উত্তর
.
চেতনাহীন
.
চেতনাপ্রবাহ
.
অর্ধচেতন

ব্যাখ্যা

Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়া - কলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি unconscious.
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৩

বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
প্রমথ চৌধুরী
.
সত্যেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
শামসুর রাহমান

ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের জাদুকর। অন্যদিকে শামসুর রাহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি যথাক্রমে নাগরিক কবি, বিশ্বকবি। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৪

লোকসাহিত্য কাকে বলে ?

.
লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
.
গ্রামের অশিক্ষিত ও অক্ষত লোকদের সৃষ্ট রচনাকে
.
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
✓ সঠিক উত্তর
.
গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
বিষয়: বাংলাটপিক: লোকসাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৫

কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে ?

.
ছুটি হলে ঘন্টা বাজে
.
তাকে গ্রামে যেতে হবে
.
আমার যাওয়া হবেনা
✓ সঠিক উত্তর
.
সে গ্রামে যাবে
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৬

যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে-

.
ক্ষণপ্রভা
✓ সঠিক উত্তর
.
রোগ
.
ক্ষণস্থায়ী জ্যোতি
.
অনুসূয়া

ব্যাখ্যা

ক্ষণদ্যুতি - বিদ্যুৎ, দামিনী, ক্ষণপ্রভা
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৭

কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে

.
মশারি
.
লুঙ্গি
.
চাদর
.
গামছা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৮

"সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? 

.

কর্তায় দ্বিতীয়া

.

কর্মে দ্বিতীয়া

.

অপাদানে সপ্তমী

✓ সঠিক উত্তর
.

অধিকরণে সপ্তমী

বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
১৯

যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-

.
পুরাঘটিত বর্তমান
✓ সঠিক উত্তর
.
সাধারণ অতীত
.
নিত্যবৃত্ত অতীত
.
ঘটমান বর্তমান

ব্যাখ্যা

যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে পুরাঘটিত বর্তমান কাল। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
২০

শুদ্ধ বানান কোনটি?

.
ভবিষ্যৎ
✓ সঠিক উত্তর
.
দীর্ঘজীবি
.
সমীচিন
.
আশির্বাদ

ব্যাখ্যা

শুদ্ধ বানান ভবিষ্যৎ। অন্যদিকে দীর্ঘজীবি, সমীচিন, ও আশির্বাদ এর শুদ্ধরূপ যথাক্রমে দীর্ঘজীবী সমীচীন ও আশীর্বাদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)