প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)

মোট প্রশ্ন: ৬৩

৪১

Which one is the indefinite pronoun ?

.

Myself

.

They

.

Who

.

Anybody

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুকে অনির্দিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে । যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
বিষয়: ইংরেজিটপিক: Indefinite Pronounsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪২

He was absorbed ___ deep through .

.
in
✓ সঠিক উত্তর
.
to
.
on
.
for

ব্যাখ্যা

Be absorbed in অর্থ কোন কিছুতে আত্মমগ্ন থাকা।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৩

The correct spelling is ___

.
Humurious
.
Humorious
.
Humorous
✓ সঠিক উত্তর
.
Humourius

ব্যাখ্যা

Correct spelling হচ্ছে Humorous যার অর্থ রসাত্মক।
বিষয়: ইংরেজিটপিক: Spellingsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৪

Choose the correct sentence .

.

The rich is not happy always

.

The rich are not always happy

✓ সঠিক উত্তর
.

Rich is not always happy

.

The rich is not always happy

ব্যাখ্যা

‘The + Adjective’ এর ব্যবহার plural common noun হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে উক্ত Noun টি Subject হিসেবে ব্যবহৃত হলে verb form টি plural হবে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৫

When I saw the gardener , he ___ tree

.
is cutting down
.
will be cutting down
.
cut down
.
was cutting down
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

When দ্বারা প্রথম clause টি past indefinite tense হলে second clause টী past continuous tense এ হবে। সুতরাং শূন্যস্থানে was cutting down হবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৬

A rewward has been announced for the employees who ____ hard .

.
has worked
.
will be worked
.
have had worked
.
have worked
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এখানে বাক্যের Main clause টি Present Perfect tense এর Subordinate clause টি যে কোন tense এর হতে পারে।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৭

বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশ অবস্থিত ?

.
ইংল্যান্ড
.
বেলজিয়াম
✓ সঠিক উত্তর
.
সুইডেন
.
ইতালি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ওয়াটার-লু যুদ্ধরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৮

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

.
নিঝুম দ্বীপ
.
সেন্টমার্টিন
.
মহেশখালী
✓ সঠিক উত্তর
.
ছেড়া দ্বীপ

ব্যাখ্যা

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির আয়তন ৩৬২.১৮ বর্গ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৪৯

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?

.
ক্যাপ্টেন
.
সিপাহী
✓ সঠিক উত্তর
.
ল্যান্স নায়েক
.
লেফটেন্যান্ট

ব্যাখ্যা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখার জন্য যে সাত জন বীরযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫০

গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?

.
১/১১
.
৯/১১
✓ সঠিক উত্তর
.
সুনামী
.
ব্ল্যাক সেপ্টেম্বর

ব্যাখ্যা

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হওয়ার পর ওই স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫১

জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি?

.
যুক্তরাজ্য
✓ সঠিক উত্তর
.
যুক্তরাষ্ট্র
.
বাংলাদেশ
.
রাশিয়া

ব্যাখ্যা

জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ দক্ষিণ কোরিয়া। তবে এ প্রশ্নের অপশন গুলোর মধ্যে যুক্তরাজ্য সর্বাপেক্ষা উন্নত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাহাজ শিল্পরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫২

এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?

.
ইন্দোনেশিয়া
.
শ্রীলঙ্কা
✓ সঠিক উত্তর
.
ভারত
.
ভিয়েতনাম

ব্যাখ্যা

এডমাস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। ২২৪৩ মিটার উচ্চতা বিশিষ্ট এডমাস পিক পর্বত দেশটির অন্যতম তীর্থস্থান।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -

.
সুনীল গঙ্গোপাধ্যায়
.
এম আর আখতার মুকুল
✓ সঠিক উত্তর
.
আব্দুল হান্নান
.
আব্দুল গাফফার চৌধুরী

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় 'স্বাধীন বাংলা বেতারকেন্দ্র'। আর এখান থেকে 'চরমপত্র' পাঠ করতেন এম আর আখতার মুকুল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্ররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৪

বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?

.
বঙ্গবন্ধু স্যাটেলাইট
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
✓ সঠিক উত্তর
.
আকাশ স্যাটেলাইট -১
.
বাংলা স্যাটেলাইট -১
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১,২রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৫

বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

.
তাজউদ্দীন আহমেদ
.
এ এইচ এম কামারুজ্জামান
.
সৈয়দ নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
ক্যাপ্টেন এম মনসুর আলী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৬

সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?

.
১৮৩৯
.
১৮২৯
✓ সঠিক উত্তর
.
১৭২৯
.
১৮৩০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সতীদাহ প্রথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৭

পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

.

বুধ

.

শুক্র

✓ সঠিক উত্তর
.

বৃহস্পতি

.

মঙ্গল

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৮

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে -

.

৫ : ৩ : ১

✓ সঠিক উত্তর
.

৩ : ১ : ৫

.

৪ : ২ : ১

.

১০ : ১২ : ১

ব্যাখ্যা

চিত্রশিল্পী কামরুল হাসানের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে ৫:৩:১ ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৫৯

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

.
পক
.
জিব্রাল্টার
✓ সঠিক উত্তর
.
হরমুজ
.
বসফরাস

ব্যাখ্যা

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। বঁসফরাস প্রণালী কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগর কে, হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সাথে ওমান সাগর কে আর পক প্রণালী বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
৬০

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -

.

লোহা

✓ সঠিক উত্তর
.

বাতাস

.

পানি

.

শূণ্যতায়

ব্যাখ্যা

কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি‌। এরপর যথাক্রমে তরল ও বায়বীয়। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ ০ (শূন্য)। শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)