নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

মোট প্রশ্ন: ২১

পৃষ্ঠা এর পরবর্তী

'কন্যা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
অনুজা
.
অবলা
.
সুত
.
তনয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কন্যা শব্দের সমার্থক শব্দ - মেয়ে, দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, পুত্রী ইত্যাদি ।  
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক?

.
অধিকরণ
.
অপাদান
.
করণ
✓ সঠিক উত্তর
.
কর্ম

ব্যাখ্যা

করণ কারক হবে। কারণ চিনিপাতার জন্য বা সাহায্যে দই সুস্বাদু হয়। তাই করণ কারক হবে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

'ভানুমতির খেল' প্রচনটি বোঝায়-

.
চালবাজি
.
ভেলকিবাজি
✓ সঠিক উত্তর
.
ফটকাবাজি
.
ফেরেববাজি

ব্যাখ্যা

ভানুমতির খেল' প্রচনটি দ্বারা ভেলকিবাজি বোঝায়
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' -

.
অব্যয়
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য
.
বিশেষণ
.
সর্বনাম

ব্যাখ্যা

'ছেলে তো নয় যেন ননীর পুতুল' - এখানে 'যেন' একটি অব্যয় ।
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

কোনটি ভুল বাক্য ?

.
দীনতা সব সময় ভাল নয়
.
দেশের দারিদ্র দূর করতে হবে
✓ সঠিক উত্তর
.
সময় বড় সংক্ষিপ্ত
.
এখানে প্রবেশ নিষিদ্ধ

ব্যাখ্যা

দারিদ্র এর সঠিক বানান - দারিদ্র্য। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য বানানগুলো সঠিক।
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

কোনটি শুদ্ধ বানান?

.
প্রত্যুদগমন
✓ সঠিক উত্তর
.
প্রত্যুৎগমন
.
প্রত্যুতগমন
.
প্রত্যুদগমণ
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

অবীরা বলতে কোন নারীকে বোঝায়?

.
যে স্বামীর বশীভূত
.
যার পুত্র হয়নি
.
যার স্বামী, পুত্র নেই
✓ সঠিক উত্তর
.
যার বিয়ে হয়নি

ব্যাখ্যা

অবীরা বলতে ঐ নারীকে বোঝায় - যার স্বামী, পুত্র নেই।
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

তুর্কি ভাষার শব্দ কোনগুলি?

.
চা, চিনি
.
হজ, ওজু
.
চাকু, তোপ
✓ সঠিক উত্তর
.
চশমা, রশদ

ব্যাখ্যা

অপশনে থাকা চা, চিনি হলো চীনা শব্দ। হজ আরবি শব্দ। আর ওযু ফারসি শব্দ। চাকু, তোপ তুর্কি শব্দ। চশমা ফারসি শব্দ।
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)

বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন-

.
ঈশ্বর গুপ্ত
.
মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
নবীন সেন

ব্যাখ্যা

বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন - মাইকেল মধুসূধন দত্ত।
বিষয়: বাংলারেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১০

'INT' এক্সটেনশন সাধারণত কোন ধরনের ফাইলে ব্যবহৃত হয়?

.
ইমেজ ফাইল
.
সিস্টেম ফাইল
✓ সঠিক উত্তর
.
হাইপারটেক্সট সম্পর্কিত ফাইল
.
ইমেজ কালার ম্যাচিং ফাইল

ব্যাখ্যা

INT এক্সটেনশন সাধারণত ইমেজ ফাইলে ব্যবহার করা হয়। INI এক্সটেনশন সিস্টেম ফাইলে ব্যবহৃত হয়। ইমেজ ফাইলের ক্ষেত্রে jpg/jpeg ব্যবহার করা হয়।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১১

f(x)=x2-5x+6,f(x)=0 হলে, x = কত?

.
-5,1
.
2,3
✓ সঠিক উত্তর
.
-2,3
.
1,-5

ব্যাখ্যা

X2 - 5X + 6 = 0; X2 - 3X - 2X + 6 = 0 ; X(X - 3) - 2(X - 3) = 0; (X - 2)(X - 3) = 0 X = 2, 3
বিষয়: গণিতরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১২

x + y = 3, xy =2 হলে, x3+y3 এর মান কত?

.
9
✓ সঠিক উত্তর
.
18
.
19
.
27
বিষয়: গণিতরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৩

A disease that is transmitted to people through the environment is known as ....... ?

.
Contagious
.
Infections
✓ সঠিক উত্তর
.
Fatal
.
Incurable

ব্যাখ্যা

A disease that is transmitted to people through the environment is known as a contagious disease ( সংক্রামক রোগ)।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৪

Antonym of ENORMOUS is -

.
Weak
.
Soft
.
Tiny
✓ সঠিক উত্তর
.
Hard
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৫

Antonym for PRODIGAL - is

.
Sqandering
.
Thrifty
✓ সঠিক উত্তর
.
Spendthrift
.
Wanton
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৬

Change the voice of the sentence : They greet me cheerfully every morning.

.
Every morning I was greeted cheerfully.
.
I am greeted cheerfully by them every morning.
✓ সঠিক উত্তর
.
I am being greeted cheerfully by them every morning.
.
They greet me cheerfully every morning .

ব্যাখ্যা

They greet me cheerfully every morning - বাক্যটির passive voice হবে - I am areeted cheerfully by them every morning. অর্থাৎ + Subject (Object কে Subject - এ রুপান্তর ) + Auxiliary Verb + মূল Verb P.P + by + object .
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৭

"Spill the beans" means -

.
Frivolously performing a simple task
.
Reveal someone's secret
✓ সঠিক উত্তর
.
To stop something at an early stage
.
None of these

ব্যাখ্যা

Spill the beans অর্থ - যে তথ্য কাউকে জানানো উচিৎ নয় তা ফাস করে দেওয়া অর্থাৎ গোপন তথ্য প্রকাশ করা । অর্থাৎ (খ) অপশনটি সঠিক ।
বিষয়: ইংরেজিটপিক: Substitutionsরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৮

Synonym of ZEST is -

.
Enthusiasm
✓ সঠিক উত্তর
.
Passive
.
Disgust
.
Various
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
১৯

He got ..... his illness quickly.

.
over
✓ সঠিক উত্তর
.
on
.
at
.
by

ব্যাখ্যা

He got over his illness quickly.
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)
২০

I'm getting late--- office .

.
from
.
for
✓ সঠিক উত্তর
.
to
.
in
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: নিরাপদ খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (28-06-2019)