প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

মোট প্রশ্ন: ৪৪

পৃষ্ঠা এর পরবর্তী

'Abolish' --এর সমার্থক শব্দ কোনটি?

.
Cancel
✓ সঠিক উত্তর
.
General
.
Perform
.
Create

ব্যাখ্যা

Abolish– বিলোপ বা বাতিল করা;
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'Gain' --এর সমার্থক শব্দ কোনটি?

.
Promote
.
Advantage
✓ সঠিক উত্তর
.
Fulfil
.
Trouble

ব্যাখ্যা

There are some synonym of gain is profit, benefit, advantage, success.
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'Null and void'--- phrase --টির অর্থ কি?

.
Good and bad
.
Light and dark
.
Advantage and disadvantage
.
এর কোনটিই নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Null and void– বাতিল;
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'Blue blood'--- phrase --টির অর্থ কি?

.
Scoundrel
.
Sound health
.
Aristrocratic birth
✓ সঠিক উত্তর
.
Blood of blue colour

ব্যাখ্যা

Blue blood–অভিজাত;
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun?

.
Common noun
.
Collective noun
.
Material noun
.
Abstract noun
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Truth, beauty, honesty, kindness, Charity, forgiveness, happiness, victory, wisdom.
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?

.
Common noun
.
Collective noun
✓ সঠিক উত্তর
.
Material noun
.
Abstract noun

ব্যাখ্যা

Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, এখানে, Crowd শব্দটি দ্বারা অনেক লোকের সমষ্টিকে বুঝিয়েছে।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

কোন বানানটি শুদ্ধ ?

.
Occasion
✓ সঠিক উত্তর
.
Ocasion
.
Ocassion
.
Occassion

ব্যাখ্যা

Correct Spelling হচ্ছে Occasion যার অর্থ সুযোগ, উপলক্ষ সময়।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

কোন বানানটি শুদ্ধ ?

.
Disentery
.
Dysentery
✓ সঠিক উত্তর
.
Disentary
.
Disentry

ব্যাখ্যা

Correct Spelling হচ্ছে Dysentery যার অর্থ আমাশয় রোগ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

কোন বানানটি শুদ্ধ ?

.
Accesible
.
Accessible
✓ সঠিক উত্তর
.
Accesibal
.
Acsecible

ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ Accessible
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১০

'Tell him to do it' বাক্যটির Passive form হবে ----

.
Let him be told to do it
✓ সঠিক উত্তর
.
He may be told to do it
.
Let him told to do it
.
Let him tell to do it

ব্যাখ্যা

Imperative বাক্যকে passive করার নিয়ম: Let + Active এর ব্যক্তিবাচক Object + be + Verb এর Past Participle + বাকি অংশ (যদি থাকে)।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১১

'I shall do the work' বাক্যটির Passive form হবে ----

.
I shall be doing the work
.
The work may be done by me
.
I may be doing the work
.
The work will be done by me
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Future Indefinite Tense কে Passive করার নিয়ম: Active voice এর Object + shall be/ will be + Verb এর Past Participle + Preposition (by/at/with….) + Active এর Subject এর Objective case বসে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১২

He said, ' I am well' বাক্যটির Indirect speech হবে ----

.
He said that I am well
.
He said that I was well
.
He said that he was well
✓ সঠিক উত্তর
.
He said that he is well

ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের indirect করার নিয়ম: ‘Reporting verb’ এর subject + say/said/tell/told/ + object (যদি থাকে) + inverted comma এর পরিবর্তে that + reported speech এর subject (person অনুযায়ী পরিবর্তন করতে হবে) + Reporting verb এর tense অনুযায়ী present tense কে past tense এ রূপান্তর + বাকি অংশ।
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৩

Amin said, "I shall go to school." বাক্যটির Indirect speech হবে ----

.
Amin said that he will go to school
.
Amin said that he would go to school
✓ সঠিক উত্তর
.
Amin said that I shall go to school
.
Amin said that I would go to school

ব্যাখ্যা

Person অনুসারে I পরিবর্তিত হয়ে He হবে। Said থাকায় shall পরিবর্তিত হয়ে would হবে। সুতরাং সঠিক উত্তর :
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৪

কোন বাক্যটি শুদ্ধ?

.
Everybody have gone there.
.
Everybody has gone there.
✓ সঠিক উত্তর
.
Everybody are gone there.
.
Everybody has went there.

ব্যাখ্যা

সাধারণত Everybody এর পরে verb - এর singular form হয়। তাই Everybody have gone there - এবং Everybody are gone there - বাক্য দুটি ভুল। Everybody has went there - বাক্যটিতে everybody - এর পরে verb - এর singular form হওয়া সত্ত্বেও মূল verb টি আছে past tense - এ যেখানে past participle হওয়ার কথা। সুতরাং Everybody has gone there বাক্যটিতে everybody - এর পরে singular verb 'has' আছে এবং verb - এর past participle form সঠিকভাবে থাকায় এটি সঠিক।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৫

কোনটি শুদ্ধ বাক্য?

.
There is book and pen on the table
.
There are a book and a pen on the table
✓ সঠিক উত্তর
.
There are a book on the table
.
There is a book and a pen on the table

ব্যাখ্যা

The sentence "There are a book and a pen on the table" is not correct. The word "book" should be plural, so it should be "There are books and a pen on the table."
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৬

I was admitted------Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

.
in
.
to
✓ সঠিক উত্তর
.
from
.
on

ব্যাখ্যা

Admitted to– প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অর্থে বসে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৭

I beg mercy ------the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

.
of
✓ সঠিক উত্তর
.
to
.
on
.
from
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৮

'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
সড় + শ
.
ষোড় + শ
.
ষোড় + অশ
.
ষট্‌ + দশ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৯

'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
অধ + গতি
.
অধঃ + গতি
✓ সঠিক উত্তর
.
অধ + অগতি
.
অধঃ + অগতি

ব্যাখ্যা

অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২০

কোন বানানটি শুদ্ধ?

.
মরিচীকা
.
মরীচিকা
✓ সঠিক উত্তর
.
মরিচিকা
.
মরীচীকা
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)