প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

মোট প্রশ্ন: ৪৪

২১

বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ---

.
ভোল্ট
.
ওহম
.
অ্যাম্পিয়ার
.
ওয়াট
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কাজ, ক্ষমতা ও শক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২২

বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

.
অক্সিজেন
.
ওজোন
✓ সঠিক উত্তর
.
নাইট্রোজেন
.
হিলিয়াম

ব্যাখ্যা

বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত উপাদান নাইট্রোজেন (৭৮.০২%); নাইট্রোজেনের পর সর্বাধিক পাওয়া যায় অক্সিজেন (২০.৯৫%)। মাত্রাতিরিক্ত অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বকের ক্ষতি সাধন করে, যা ত্বকে ক্যান্সারের সৃষ্টি করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভরবেগরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৩

উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

.
২১ মার্চ
.
২১ জুন
.
২৩ সেপ্টেম্বর
.
২২ ডিসেম্বর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ক্ষুদ্রতম দিন এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বার্ষিক গতিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৪

একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

.
১০৬
.
১৫৬
.
২০৬
✓ সঠিক উত্তর
.
২৬০

ব্যাখ্যা

মানবদেহে অস্থি বা হাড় সংখ্যা ২০৬ টি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৫

বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

.
পাখি
✓ সঠিক উত্তর
.
পানি
.
বাতাস
.
এর কোনোটিই নয়

ব্যাখ্যা

বট গাছ বংশ বিস্তার করে পাখির মলের সাহায্যে। বট ফল খেয়ে পাখিরা মল ত্যাগ করলে সেই মলে অবস্থিত বটবীজ অঙ্কুরিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বীজের বিস্তরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৬

হাড় ও দাঁতকে মজবুত করে ---

.
ফসফরাস
✓ সঠিক উত্তর
.
আয়রন
.
আয়োডিন
.
ম্যাগনেশিয়াম

ব্যাখ্যা

আয়োডিনের অভাবে থাইরয়েড গ্লান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং গলগণ্ড, বামনত্ব প্রভৃতি দেখা দেয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৭

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ---

.
কিডনি
.
ফুসফুস
✓ সঠিক উত্তর
.
যকৃত
.
হৃৎপিণ্ড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৮

'Abolish' --এর সমার্থক শব্দ কোনটি?

.
Cancel
✓ সঠিক উত্তর
.
General
.
Perform
.
Create

ব্যাখ্যা

Abolish– বিলোপ বা বাতিল করা;
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২৯

'Gain' --এর সমার্থক শব্দ কোনটি?

.
Promote
.
Advantage
✓ সঠিক উত্তর
.
Fulfil
.
Trouble

ব্যাখ্যা

There are some synonym of gain is profit, benefit, advantage, success.
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩০

'Null and void'--- phrase --টির অর্থ কি?

.
Good and bad
.
Light and dark
.
Advantage and disadvantage
.
এর কোনটিই নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Null and void– বাতিল;
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩১

'Blue blood'--- phrase --টির অর্থ কি?

.
Scoundrel
.
Sound health
.
Aristrocratic birth
✓ সঠিক উত্তর
.
Blood of blue colour

ব্যাখ্যা

Blue blood–অভিজাত;
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩২

Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun?

.
Common noun
.
Collective noun
.
Material noun
.
Abstract noun
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Truth, beauty, honesty, kindness, Charity, forgiveness, happiness, victory, wisdom.
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৩

'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?

.
Common noun
.
Collective noun
✓ সঠিক উত্তর
.
Material noun
.
Abstract noun

ব্যাখ্যা

Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, এখানে, Crowd শব্দটি দ্বারা অনেক লোকের সমষ্টিকে বুঝিয়েছে।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৪

কোন বানানটি শুদ্ধ ?

.
Occasion
✓ সঠিক উত্তর
.
Ocasion
.
Ocassion
.
Occassion

ব্যাখ্যা

Correct Spelling হচ্ছে Occasion যার অর্থ সুযোগ, উপলক্ষ সময়।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৫

কোন বানানটি শুদ্ধ ?

.
Disentery
.
Dysentery
✓ সঠিক উত্তর
.
Disentary
.
Disentry

ব্যাখ্যা

Correct Spelling হচ্ছে Dysentery যার অর্থ আমাশয় রোগ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৬

কোন বানানটি শুদ্ধ ?

.
Accesible
.
Accessible
✓ সঠিক উত্তর
.
Accesibal
.
Acsecible

ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ Accessible
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৭

'Tell him to do it' বাক্যটির Passive form হবে ----

.
Let him be told to do it
✓ সঠিক উত্তর
.
He may be told to do it
.
Let him told to do it
.
Let him tell to do it

ব্যাখ্যা

Imperative বাক্যকে passive করার নিয়ম: Let + Active এর ব্যক্তিবাচক Object + be + Verb এর Past Participle + বাকি অংশ (যদি থাকে)।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৮

'I shall do the work' বাক্যটির Passive form হবে ----

.
I shall be doing the work
.
The work may be done by me
.
I may be doing the work
.
The work will be done by me
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Future Indefinite Tense কে Passive করার নিয়ম: Active voice এর Object + shall be/ will be + Verb এর Past Participle + Preposition (by/at/with….) + Active এর Subject এর Objective case বসে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৩৯

He said, ' I am well' বাক্যটির Indirect speech হবে ----

.
He said that I am well
.
He said that I was well
.
He said that he was well
✓ সঠিক উত্তর
.
He said that he is well

ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের indirect করার নিয়ম: ‘Reporting verb’ এর subject + say/said/tell/told/ + object (যদি থাকে) + inverted comma এর পরিবর্তে that + reported speech এর subject (person অনুযায়ী পরিবর্তন করতে হবে) + Reporting verb এর tense অনুযায়ী present tense কে past tense এ রূপান্তর + বাকি অংশ।
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
৪০

Amin said, "I shall go to school." বাক্যটির Indirect speech হবে ----

.
Amin said that he will go to school
.
Amin said that he would go to school
✓ সঠিক উত্তর
.
Amin said that I shall go to school
.
Amin said that I would go to school

ব্যাখ্যা

Person অনুসারে I পরিবর্তিত হয়ে He হবে। Said থাকায় shall পরিবর্তিত হয়ে would হবে। সুতরাং সঠিক উত্তর :
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)