প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

মোট প্রশ্ন: ৪৪

পৃষ্ঠা এর পরবর্তী

'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
সড় + শ
.
ষোড় + শ
.
ষোড় + অশ
.
ষট্‌ + দশ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
অধ + গতি
.
অধঃ + গতি
✓ সঠিক উত্তর
.
অধ + অগতি
.
অধঃ + অগতি

ব্যাখ্যা

অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

কোন বানানটি শুদ্ধ?

.
মরিচীকা
.
মরীচিকা
✓ সঠিক উত্তর
.
মরিচিকা
.
মরীচীকা
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

কোনটি শুদ্ধ বানান?

.
নিপিড়িত
.
নীপিড়িত
.
নিপীড়িত
✓ সঠিক উত্তর
.
নিপীড়িত
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'পালের গোদা'-- অর্থ কী?

.
নৌকার পাল
.
সচল ব্যক্তি
.
সর্দার
✓ সঠিক উত্তর
.
দলের শক্তিশালী লোক

ব্যাখ্যা

পালের গোদা (দলের চাঁই, সর্দার): পুলিশ পালের গোঁদোকে কোর্টে চালান দিয়েছে
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে?

.
অকৃতজ্ঞ
.
কৃতজ্ঞ
✓ সঠিক উত্তর
.
কৃতঘ্ন
.
অকৃতার্থ

ব্যাখ্যা

উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি?

.
নিষ্ঠা
.
সংযম
.
সততা
.
সদাচার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শিষ্টাচার শব্দটির সমার্থক শব্দ : সদাচার, আদব, ভদ্রতা, আদব কায়দা
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

'সূর্য' --এর সমার্থক শব্দ কোনটি?

.
শশাঙ্ক
.
আদিত্য
✓ সঠিক উত্তর
.
বিধু
.
সুধাংশু
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
নবীনচন্দ্র সেন
.
কাজী নজরুল ইসলাম
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১০

'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি --

.
ছোট গল্প
.
নাটক
.
উপন্যাস
✓ সঠিক উত্তর
.
ভ্রমণ কাহিনী
বিষয়: বাংলাটপিক: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১১

'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?

.
মামুনুর রশীদ
.
সৈয়দ শামসুল হক
✓ সঠিক উত্তর
.
জিয়া হায়দার
.
মুনীর চৌধুরী
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১২

"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তৃকারকে পঞ্চমী
.
কর্তৃকারকে সপ্তমী
✓ সঠিক উত্তর
.
কর্মকারকে পঞ্চমী
.
কর্মকারকে সপ্তমী
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৩

"ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তৃকারকে শূন্য
.
কর্তৃকারকে দ্বিতীয়া
.
কর্মকারকে শূন্য
✓ সঠিক উত্তর
.
অপাদান কারকে শূন্য

ব্যাখ্যা

ডাক্তার ডাকো। প্রদত্ত বাক্যে ডাক্তার কর্মকারকে শূণ্য। কারণ,
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৪

পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

.
কর্মধারয়
.
তৎপুরুষ
✓ সঠিক উত্তর
.
বহুব্রীহি
.
অব্যয়ীভাব

ব্যাখ্যা

পাপমুক্ত এর সঠিক ব্যাসবাক্য হলোঃ পাপ হতে মুক্ত। যা তৃতীয়া তৎপুরুষ সমাসকে নির্দেশ করে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৫

অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

.
কর্মধারয়
.
বহুব্রীহি
.
দ্বিগু
.
দ্বন্দ্ব
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন: তাল তমাল = তাল - তমাল, দোয়াত কলম = দোয়াত - কলম এখানে তাল তমাল এবং দোয়াত কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৬

দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

.
০ ডিগ্রী
.
৯০ ডিগ্রী
✓ সঠিক উত্তর
.
১২০ ডিগ্রী
.
১৮০ ডিগ্রী

ব্যাখ্যা

উত্তর গোলার্ধে সর্ব উত্তরের বিন্দুকে সুমেরু বলে। উত্তর মেরুর অক্ষাংশও ৯০°।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৭

সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্র --

.
মিটার
.
ফুট
.
কিলোমিটার
.
ফ্যাদোমিটার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ফ্যাদোমিটার যন্ত্রের মাধ্যমে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের পানির গভীরতা মাপা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সমুদ্রস্রোতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৮

পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

.
পটাশিয়াম
.
ম্যাগনেশিয়াম
.
নাইট্রোজেন
✓ সঠিক উত্তর
.
আয়রন

ব্যাখ্যা

নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিবর্তিত পাতারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
১৯

কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

.
লাল
.
নীল
.
কালো
✓ সঠিক উত্তর
.
বেগুনি

ব্যাখ্যা

সূর্যের আলো যে সাতটি রঙের সমষ্টিতে সৃষ্টি হয় কালো রঙ সেই সাতটি রঙই শোষণ করতে সক্ষম। এই জন্য অন্যান্য কাপড়ের তুলনায় কালো কাপড় তাড়াতাড়ি গরম হয়ে ওঠে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর তাপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
২০

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

.
পটাস
.
ইউরিয়া
✓ সঠিক উত্তর
.
টিএসপি
.
এর কোনোটিই নয়

ব্যাখ্যা

ইউরিয়া (Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: নাইট্রোজেন চক্ররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)