প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

মোট প্রশ্ন: ৫৪

পৃষ্ঠা এর পরবর্তী

‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ -

.

অহ+রহঃ

.

অহ+অহঃ

.

অহঃ+অহ

✓ সঠিক উত্তর
.

অহঃ+রহ

ব্যাখ্যা

”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?

.
মুনীর চৌধরী
.
হুমায়ন আজাদ
.
মীর মশাররফ হোসেন
✓ সঠিক উত্তর
.
স্বর্ণকুমারী দেবী

ব্যাখ্যা

ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

.
পদ্মাগোখরা
✓ সঠিক উত্তর
.
পদ্মপুরাণ
.
পদ্মাবর্তী
.
পদ্মরাগ
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

‘গৌরব’ শব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?

.
গৌর +অব
.
গুরু+অব
.
গুরু +ঞ্চ
.
গুরু +ষ্ণ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

কালবৈশাখীর ইংরেজি -

.
Dark Westerlies
.
West Westerlies
.
North Westerlies
✓ সঠিক উত্তর
.
Black Westerlics
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

.

ষষ্ঠ

.

সপ্তম

✓ সঠিক উত্তর
.

চতুর্থ

.

পঞ্চম

ব্যাখ্যা

ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলা ভাষা বিশ্বের ৬ষ্ঠ প্রধান ভাষা। 
বিষয়: বাংলাটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

টর্নেডো শব্দটি এসেছে-

.

Toonida

.

Tunioda

.

Tonada

.

Tornada

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মূলতঃ কিউমুলোনিম্বাস (ক্ষেত্রবিশেষে কিউমুলাস) মেঘ থেকে ঝুলন্ত অবস্থায় ফানেল বা হাতির শুঁড়ের মত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট ভূপৃষ্ঠের উপরে প্রচন্ডবেগে ঘূর্ণায়মান চলনশীল ঝড়কে টর্নেডো (Tornedo) বলে । 'Tornedo' শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ 'Tornada' থেকে, যার অর্থ বজ্রসম্পন্ন ঝড় ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

খনার বচনে প্রাধান্য পেয়েছে -

.
শিল্প
.
কৃষি
✓ সঠিক উত্তর
.
সাহিত্য
.
বিজ্ঞান
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)

’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার?

.
মদনমোহন তর্কালংকার
✓ সঠিক উত্তর
.
কালিপ্রসন্ন সিংহ
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
অক্ষয়কুমার দত্ত

ব্যাখ্যা

’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটির দুটির রচিয়তা মদনমোহন তর্কালঙ্কার । কবিতার নাম 'আমার পণ' । ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী' , 'বাসবদত্তা' কাব্যগন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব' রাতি পোহইল ' ।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১০

‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

.
হাত করা
.
হাত গুটান
✓ সঠিক উত্তর
.
হাত থাকা
.
হাত আসা

ব্যাখ্যা

হাত গুটান শব্দের অর্থ কোন কাজ শেষ করা বা সমাপ্তি করা । 
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১১

‘অনির্বচনীয়’ শব্দের অর্থ-

.
সুনিশ্চিত
.
নির্বাচনযোগ্য নয়
.
বর্ণনাতীত
✓ সঠিক উত্তর
.
অনিশ্চিত
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১২

‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

.
আরোহন
.
মিলন
.
বিসর্জন
✓ সঠিক উত্তর
.
স্নান
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৩

‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

.
অজ্ঞাতকুলশীল
✓ সঠিক উত্তর
.
বংশপরিচয়হীন
.
কুলবংশহীন
.
অজ্ঞাতকুলীন
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৪

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

.

সূর্য পূর্বদিকে উদয়মান হয়

.

সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়

.

সূর্য পূর্বদিকে উদয় হয়

.

সূর্য পূর্বদিকে উদিত হয়

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৫

‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

.
গমনের পশ্চাৎ
✓ সঠিক উত্তর
.
গমনের অগ্র
.
অনুরূপ গমন
.
পরস্পর গমন

ব্যাখ্যা

‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য - পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস । 
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৬

‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

.
মেধা+ বিন্‌
✓ সঠিক উত্তর
.
মেধা +বি
.
মেধা+বী
.
মেধা+আবী

ব্যাখ্যা

মেধাবী’ শব্দের প্রকৃতি - প্রত্যয় হল  মেধা + বিন
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৭

কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?

.
সমুচ্চয়ী
.
অনুসর্গ
.
অনস্বয়ী
.
অনুকার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ অনুকার অব্যয়। 
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৮

"রূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

.
রূপসী ডিঙা
.
রূপসী বাংলা
.
রূপসা নদী
✓ সঠিক উত্তর
.
গ্রামবাংলার নদী

ব্যাখ্যা


হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে–
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
১৯

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

.
ভূবন
.
শূণ্য
.
ত্রিভুজ
✓ সঠিক উত্তর
.
পূন্য
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
২০

নিচের কোনটি বিদেশি শব্দ?

.
কান
.
কাজ
.
কাঁচি
.
কলম
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিদেশি শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)