৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)

মোট প্রশ্ন: ১২৬

৪১

সালোকসংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কমদক্ষতা হলো-

.
০%
.
১০-১৫%
.
৩-৬%
✓ সঠিক উত্তর
.
১০০%

ব্যাখ্যা

প্রকৃতপক্ষে, যে কোনও ক্ষেত্রেই, গাছপালা সমস্ত আগত সূর্যালোক ব্যবহার করে না (শ্বসন, প্রতিফলন, আলোক বাধা এবং আলোক স্যাচুরেশনের কারণে) এবং সমস্ত সংগ্রহ করা শক্তিকে বায়োমাসে রূপান্তরিত করে না, যা 3%-6 %  এর সাধারণ সালোকসংশ্লেষণ দক্ষতা নিয়ে আসে। % মোট সৌর বিকিরণ উপর ভিত্তি করে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শক্তির উৎস ও ব্যবহাররেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪২

জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-

.
অ্যানোডে
✓ সঠিক উত্তর
.
ক্যাথোডে
.
অ্যানো এবং ক্যাথোড উভয়টিতে
.
বর্ণিত কোনটিতে নয়

ব্যাখ্যা

জারণ হলো এক প্রকারের বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, যৌগমূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে। জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সত্তা তাকে বিজারক ও যার দ্বারা জারণ সংঘটিত হয় তাকে জারক বলে। যে পদার্থটির জারণ ঘটে, তা জারিত হয়েছে বলা হয়জারণ হলো হাইড্রোজেন এর অপসারণ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জারণ ও বিজারণরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৩

একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

.
শূন্য
✓ সঠিক উত্তর
.
অসীম
.
অতিক্ষুদ্র
.
যে কোনো মান

ব্যাখ্যা

তড়িৎ কোষের সাহায্যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ করলে বর্তনীতে কোষের ধন পাত থেকে ঋণ পাতে এবং কোষের অভ্যন্তরে ঋণ পাত থেকে ধন পাতে তড়িৎ প্রবাহ হয়। পাতদ্বয়ের মধ্যবর্তী রাসায়নিক পদার্থ তড়িৎ প্রবাহে যে বাধার সৃষ্টি করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধকে শূন্য ধরা হয়ে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোধরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৪

কোভিড -১৯ যে ধরনের ভাইরাস

.
DNA
.
DNA+RNA
.
mRNA
.
RNA
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

DNA:   Deoxyribonucleic Acid
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আধুনিক বিজ্ঞানরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৫

হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-

.
ডায়স্টল
.
সিস্টল
✓ সঠিক উত্তর
.
ডায়াসিস্টল
.
উপরের কোনোটিই নয়

ব্যাখ্যা

প্রতিটি হৃৎস্পন্দনের সময় হৃৎপিণ্ড সংকুচিত হয় এবং সেই চাপে রক্ত সমগ্র শরীরের ধমনিতে ছড়িয়ে পড়ে। রক্তনালির দেয়ালে এ সময় রক্ত যে চাপ দেয়, এটিই হচ্ছে সিস্টোলিক প্রেশার। আর দুটি হৃৎস্পন্দনের মধ্যবর্তী সময়ে অর্থাৎ হৃৎপিণ্ড যখন শিথিল থাকে, সে সময়ে ধমনির গায়ে রক্তের যে চাপ বিরাজমান থাকে, সেটাই ডায়াস্টোলিক প্রেশার।
 
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিমাপের যন্ত্রাদিরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৬

নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

.
ডেঙ্গুরজ্বর
.
স্মলপক্স
✓ সঠিক উত্তর
.
কোভিড-১৯
.
পোলিও

ব্যাখ্যা

যেমন ডিএনএ ভাইরাস দ্বারা স্মলপক্স, হারপস এবং মুরগি পোকামাকড়ের মতো উল্লেখযোগ্য রোগের সৃষ্টি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৭

কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?

.

তামার তার

.

কো-এক্সিয়াল ক্যাবল

.

অপটিক্যাল ফাইবার

✓ সঠিক উত্তর
.

ওয়্যারলেস মিডিয়া

বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ক্যাবল (Cable)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৮

নিচের শব্দগুলো মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?

.
Conventional
.
Peculiar
✓ সঠিক উত্তর
.
Conservative
.
Traditional

ব্যাখ্যা

প্রতিটি শব্দ রক্ষণশীলতার সমার্থক। Peculiar বাদ রেখে। Peculiar শব্দের অর্থ- অদ্ভুত।
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৪৯

DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

.
DE
.
ED
.
FG
✓ সঠিক উত্তর
.
GF

ব্যাখ্যা

D(cde) F(efg) H(ghi), So we can say in the question mark will be replaced by G
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫০

প্রতিযোগিতা’য় সমসময় কী থাকে?

.

topic

.

exammination

.

party

.

participant

✓ সঠিক উত্তর
বিষয়: মানসিক দক্ষতারেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫১

A' B' এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দু’জন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?

.
১২ দিনে
.
২৪ দিনে
.
২১ দিনে
✓ সঠিক উত্তর
.
১৫ দিনে

ব্যাখ্যা

A B এর দ্বিগুন কাজ করতে পারে অর্থাৎ A = ২ B
বিষয়: মানসিক দক্ষতাটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫২

DRIVE is to LICENCE as BREATHE is to_____ এই বক্তব্যের শূণ্যস্থানে কোন বিকল্পটি বসবে?

.
OXYGEN
✓ সঠিক উত্তর
.
ATMOSPHERE
.
WINDIPIPE
.
INHALE
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৩

একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কত জন কর্মচারী গ্রাজুয়েট?

.
১৮০
✓ সঠিক উত্তর
.
২৪০
.
৩০০
.
৩৬০

ব্যাখ্যা

অবশিষ্ট (১০০% - ৪০%) = ৬০% কর্মচারীর ৫০% গ্রাজুয়েট ও ৫০% পোস্ট গ্রাজুয়েট। এই যুক্তিতে দুই দলেই সমসংখ্যক তথা ১৮০ জন থাকবে।
বিষয়: মানসিক দক্ষতাটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৪

যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473 , তাহলে SEARCH এর কোড কত?

.
246173
.
214673
✓ সঠিক উত্তর
.
214763
.
216473
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৫

একটি ছবি দেখিয়ে তিন্নী বললো , সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

.
ভাই
✓ সঠিক উত্তর
.
চাচা
.
ছেলে
.
কোন সম্পর্ক নেই

ব্যাখ্যা

তিন্নির দাদার একমাত্র ছেলে তিন্নির বাবা। তিন্নির বাবার ছেলে অর্থাৎ তিন্নির ভাই।
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৬

এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে , এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থানেথেকে তার সরাসরি দূরত্ব কত?

.
৮ মাইল
.
১৫ মাইল
.
১২ মাইল
.
উপরের কোনটিই নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যাত্রাস্থান থেকে সরাসরি দূরত্ব ৫+৫= ১০ মাইল
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৭

নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?

.
✓ সঠিক উত্তর
.
.
.
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৮

প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

.

20

.

26

✓ সঠিক উত্তর
.

30

.

25

ব্যাখ্যা

# 32+22=9+4=13
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৫৯

নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?

.
✓ সঠিক উত্তর
.
.
.
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতারেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
৬০

লিভার ( Leaver) এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে ক পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

.
30 পাউন্ড
.
25 পাউন্ড
.
40 পাউন্ড
.
35পাউন্ড
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Left side= 20lb+30lb/2=20lb+15lb=35lb=Right side
বিষয়: মানসিক দক্ষতাটপিক: মানসিক দক্ষতা (Mental skills)রেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)