৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)

মোট প্রশ্ন: ১২৬

পূর্ববর্তীপৃষ্ঠা এর
১২১

বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

.
হাশেম খান
.
এ. কে. এম আব্দুর রউফ
✓ সঠিক উত্তর
.
আবুল বারাক আলভী
.
সমরজিৎ রায় চৌধুরী

ব্যাখ্যা

১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান প্রথম গৃহিত হয়। তখন এটি হাতে লেখা হয়। এর মূল লিপিকার ছিলেন এ কে এম আব্দুর রউফ।  অঙ্গসজ্জায় ছিলেন শিল্পী হাশেম খান এবং অঙ্কনের কাজ করেছেন শিল্পী জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারক আলভী। চামড়ায় বাঁধানোর কাজটি করেন সৈয়দ শাহ শফি। এই কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
১২২

বাংলার প্রাচীন জনপদ কোনটি?

.
পুন্ড্র
✓ সঠিক উত্তর
.
তাম্রলির
.
গৌড়
.
হরিকেল

ব্যাখ্যা

প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন বাংলার জনপদরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
১২৩

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী, পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

.
২৯(২)
.
২৮(২)
✓ সঠিক উত্তর
.
৩৯(১)
.
৩৯(২)

ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না কিংবা তার প্রতি বৈষম্য করা যাবে না উল্লেখ রয়েছে ২৯(২) নং অনুচ্ছেদে। ৩৯(১) নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার অধিকার উল্লেখ আছে যথাক্রমে ৩৯(২) ক ও খ নং অনুচ্ছেদে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
১২৪

কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?

.
বেক্সিমকো
.
স্কয়ার
.
ইনসেপ্টা
✓ সঠিক উত্তর
.
একমি

ব্যাখ্যা

করোনার টিকা উৎপাদনে ১৬ আগস্ট ২০২১ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড এবং চীনের সিনোফার্মের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির আলোকে ইনসেপ্টা ভ্যাকসিন লি. প্রথমে চীন থেকে টিকা এনে বোতলজাত করবে এবং পরবর্তীতে টিকা উৎপাদনে যাবে। উল্লেখ্য, বাংলাদেশে করোনার টিকা সরবরাহ নিয়ে প্রথম সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর মধ্যে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চীনরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
১২৫

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-

.
আইনমন্ত্রী
.
আইন সচিব
.
অ্যাটর্নি জেনারেল
✓ সঠিক উত্তর
.
প্রধান বিচারপতি

ব্যাখ্যা

অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল। -২০২২
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
১২৬

নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

.
হিন্দুধর্ম
.
বৌদ্ধ ধর্ম
✓ সঠিক উত্তর
.
খ্রিষ্টধর্ম
.
ইহুদীধর্ম

ব্যাখ্যা

নির্বাণ' ধারণাটি বৌদ্ধ ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট ‘নির্বাণ' হলো সাধনার চরম পরিণতি বা প্রাপ্তি। দীর্ঘ সময় সাধনার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়। নির্বাণ' হলো মোক্ষলাভের শর্ত। 'নির্বাণ দুই প্রকার । যথা— সোপাদিশেষ নির্বাণ ও অনুপাদিশেষ বা নিরুপাদিশেষ নির্বাণ। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী (নেপাল)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)