প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

মোট প্রশ্ন: ৩০

পৃষ্ঠা এর পরবর্তী

'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

.
মহ + ওষধি
.
মহা +ওষধি
✓ সঠিক উত্তর
.
মহ +ঔষধি
.
মহা + ঔষধি

ব্যাখ্যা

বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ও কার কিংবা
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'।

.
দূরদর্শী
.
অভিজ্ঞ
.
বহুদর্শী
✓ সঠিক উত্তর
.
ত্রিকালজ্ঞ

ব্যাখ্যা

অনেক অভিজ্ঞতা আছে যার - বহুদর্শী বা ভূয়োো
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

Women are the pillars of society , particular of the societies with which we are concerned here . No Error .

.
A
.
B
✓ সঠিক উত্তর
.
C
.
D

ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের অপশন (খ) তে Particular এর জায়গায় Particularly হলে, বাক্যটি
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

People , who keep their eye at the ball, can maintain good concentration at work . No Error.

.
A
.
B
.
C
✓ সঠিক উত্তর
.
D

ব্যাখ্যা

Keep an eye on - চোখ রাখা নজর দেওয়া । প্রদত্ত বাক্যে অপশন (গ) তে
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

Females are viewed as inferior to males in nations ruled by partiarchy . No Error.

.
A
.
B
.
C
✓ সঠিক উত্তর
.
D

ব্যাখ্যা

প্রদত্ত sentence এর অপশন (গ) তে To makes in এর স্থলে To make in বসালে বাক্যটি সঠিক হতো ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

The athletes movements was restrained field and seemingly effortless to the viewer . No Error .

.
A
✓ সঠিক উত্তর
.
B
.
C
.
D

ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের অপশন (খ) তে Was এর স্থলে Were হলে, বাক্যটি সঠিক হতো। কারণ
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

Most outdoor sports..... a lot energy.

.
squander
.
assume
.
dispense
.
preserve
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাক্যটিতে consume অর্থ নিঃশ করা; ব্যবহার করে ফুরিয়ে ফেলা। কিন্তু squander অর্থ অপব্যয় করা বেহিসাবি খরচ করা। অর্থ assume অনুমান করা। Dispense অর্থ বন্টন করা; প্রয়োগ করা। এখানে consume ooption টা নাই। মূল প্রশ্নে consume option ছিল, এবং consume ই সঠিক answer. 
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

He asked..... if he had gotten the job.

.
expectantly
✓ সঠিক উত্তর
.
expectedly
.
exceptinally
.
acceptedly

ব্যাখ্যা

Expectantly - প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে, Expectedly - প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে,
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯

At last it was time for the ..... art competition .

.
long awaited
✓ সঠিক উত্তর
.
long waited
.
waited
.
weighted

ব্যাখ্যা

Long awaited - দীর্ঘ প্রতীক্ষিত, দীর্ঘ প্রত্যাশিত ,Long waited - দীর্ঘক্ষণ অপেক্ষা করা,
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১০

His reputation was put at .... after his business failed .

.
stark
.
stake
✓ সঠিক উত্তর
.
steak
.
sterk

ব্যাখ্যা

At stake - বিপদাপন্ন, ঝুঁকিপূর্ণ , Strak - সম্পূর্ণ , কঠিন
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১১

He took a lot of care and .... the table for his guests.

.
laid
✓ সঠিক উত্তর
.
lead
.
lied
.
led

ব্যাখ্যা

Laid - রেখেছিল ,স্থাপন করেছিল, Lead - নেতৃত্ব, সীসা, Led - চালিত ।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১২

'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী?

.
ইঙ্গিত করা
.
ক্রোধ দেখানো
✓ সঠিক উত্তর
.
সতর্ক করা
.
ফাঁকি দেয়া
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৩

'Code ' শব্দের সঠিক পরিভাষা কোনটি?

.
নীতি
.
নিয়ম
.
সংকেত
✓ সঠিক উত্তর
.
বিধি

ব্যাখ্যা

code শব্দের পরিভাষা সংকেত
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৪

'সুলতানার স্বপ্ন' লিখেছেন -

.
কবি সুফিয়া কামাল
.
রোকেয়া সাখাওয়াত হোসেন
✓ সঠিক উত্তর
.
রাবেয়া খাতুন
.
সেলিনা হোসেন
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৫

কোন কবি 'ছন্দের জাদুকর' নামে পরিচিত ?

.
সুকুমার রায়
.
সত্যেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
আল মাহমুদ
.
ভারতচন্দ্র

ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৬

নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?

.
কমা
.
কোলন
.
প্রশ্নবোধক চিহ্ন
.
ব্রাকেট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যতিচিহ্নবিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৭

'তুরুপ ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?

.
ফরাসি
.
ওলন্দাজ
✓ সঠিক উত্তর
.
ফারসি
.
পর্তুগিজ
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৮

'দেখিয়া' শব্দের চলিত রুপ কোনটি?

.
দেখে
✓ সঠিক উত্তর
.
দেখিল
.
দেখিয়াছি
.
দেখাইয়া

ব্যাখ্যা

সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে দেখিয়া - দেখে, তাহার - তার।
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
১৯

'হা -ঘরে' বাগধারাটির অর্থ কী?

.
পেটুক
.
হতভাগ্য
.
ক্ষুধার্ত
.
গৃহহীন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাহ্য। হা ঘরে বাগধারার অর্থ গৃহহীন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯
২০

'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

.
অভাব
.
আধিক্য
.
বিপরীত
✓ সঠিক উত্তর
.
বিধৃত
বিষয়: বাংলারেফারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ০১.১১.২০১৯