রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

মোট প্রশ্ন: ২৬

পৃষ্ঠা এর পরবর্তী

জাতীয় জাদুঘরের স্থপতি --

.
সৈয়দ মাইনুল হোসেন
✓ সঠিক উত্তর
.
মোস্তফা মনোয়ার
.
মাজহারুল ইসলাম
.
কাজী আরিফ

ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাদুঘররেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?

.
নাটক
.
উপন্যাস
✓ সঠিক উত্তর
.
কাব্য
.
ছোটগল্প

ব্যাখ্যা

কাশবনের কন্যা ঔপন্যাসিক শামসুদ্দীন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---

.
সুবেদার ইসলাম খান
.
মীরজুমলা
.
মুরশীদ কুলী খান
.
শায়েস্তা খান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মোঘল আমলের অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মান করান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সাত গম্বুজ মসজিদরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

নোয়াখালীর পূর্ব নাম --

.
নাসিরাবাদ
.
পূর্বাশা
.
সুধারাম
✓ সঠিক উত্তর
.
সুবর্ণগ্রাম

ব্যাখ্যা

নোয়াখালীর পূর্ব নাম দুটি পাওয়া যায় - ১. সুধারাম ২. ভুলুয়া ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন ---

.
ইসলাম খান
.
মীর জুমলা
.
শায়েস্তা খান
✓ সঠিক উত্তর
.
শাহজাদা আযম

ব্যাখ্যা

ছোট কাটারা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। শায়েস্তা খাঁ এটি সারাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য নির্মাণ করেন। আনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে এই ইমারতটির নির্মান কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে বুড়িগঙ্গা নদীর তীরে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঐতিহাসিক স্থান ও নিদর্শনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

বাংলাদেশের কোথায় মৌর্য শীললিপি পাওয়া গেছে?

.
কুমিল্লার ময়নামতি
.
রাজশাহীর পাহাড়পুর
.
বগুড়ার মহাস্থানগড়
✓ সঠিক উত্তর
.
নারায়ণগঞ্জের সোনারগাঁও
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মৌর্য যুগে বাংলারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---

.
যমুনা নদী হতে
.
পদ্মা নদী হতে
.
ব্রহ্মপুত্র নদী হতে
✓ সঠিক উত্তর
.
মেঘনা নদী হতে

ব্যাখ্যা

শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

সনেটের কটি অংশ?

.
১টি
.
২টি
✓ সঠিক উত্তর
.
৩টি
.
৪টি

ব্যাখ্যা

চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। ইংরেজিতে চতুর্দশপদী কবিতাকে সনেট (sonnet) বলা হয় এর বৈশিষ্ট্য হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে। এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)

'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

.
কাজী নজরুল ইসলাম
.
মোহাম্মদ বরকতুল্লাহ
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
মোহাম্মদ লুৎফর রহমান

ব্যাখ্যা

‘সাম্য' (১৮৭৯) গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ গ্রন্থের প্রবন্ধসমূহে ইউরােপের সাম্যচিন্তার ধারার ইতিহাস, সমাজ ও অর্থনৈতিক প্রগতিশীল চিন্তা, সমাজে সাম্য প্রতিষ্ঠা কামনা এবং কৃষকদের দুঃখের কারণ হিসেবে অর্থনৈতিক শােষণকে চিহ্নিত করা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত। এটি বাজার থেকে প্রত্যাহার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত গ্রন্থরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১০

কোনটি বেশি স্থিতিস্থাপক?

.
ইস্পাত
✓ সঠিক উত্তর
.
রাবার
.
কাচ
.
পানি
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১১

বাংলা ছন্দ কত রকমের?

.
এক রকমের
.
দুই রকমের
.
তিন রকমের
✓ সঠিক উত্তর
.
চার রকমের

ব্যাখ্যা

বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত - মধুর ও তরঙ্গ - ঝঙ্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলাছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় -
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১২

কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

.
ত্রিপুরা
.
মিজোরাম
✓ সঠিক উত্তর
.
মণিপুর
.
মেঘালয়

ব্যাখ্যা

কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৩

পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ --

.
কানাডা
.
চিলি
✓ সঠিক উত্তর
.
যুক্তরাজ্য
.
যুক্তরাষ্ট্র
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৪

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

.
শূন্যতায়
.
কঠিন পদার্থে
✓ সঠিক উত্তর
.
তরল পদার্থে
.
বায়বীয় পদার্থে

ব্যাখ্যা

বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৫

কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম?

.
কালো
.
সাদা
✓ সঠিক উত্তর
.
বেগুনি
.
লাল

ব্যাখ্যা

সাদা রঙের বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে ফলে সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম। কালো রঙের বস্তু আলোর সকল রং শোষণ করে। সুতরাং কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৬

বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

.
যমুনা
.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
সুরমা
.
ধলেশ্বরী

ব্যাখ্যা

বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৭

গঠন অনুসারে বাক্য কত প্রকার?

.
তিন প্রকার
✓ সঠিক উত্তর
.
দুই প্রকার
.
পাঁচ প্রকার
.
ছয় প্রকার
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৮

সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় ---

.
প্রক্রিয়াকরণ
.
প্রোগ্রাম
✓ সঠিক উত্তর
.
নিয়ন্ত্রণ
.
স্মৃতি

ব্যাখ্যা

কম্পিউটার বা মেশিনের মাধ্যমে কোন সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় নিদের্শ দেয়া হয়, সেই নিদের্শমালার সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
১৯

যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় ---

.
সূর্যগ্রহণ
.
চন্দ্রগ্রহণ
✓ সঠিক উত্তর
.
পূর্ণিমা
.
অমাবস্যা

ব্যাখ্যা

চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখনপৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)
২০

সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় ---

.
১৩ মিলিয়ন গুণ
.
১০ মিলিয়ন গুণ
.
১.৩ মিলিয়ন গুণ
✓ সঠিক উত্তর
.
১.০ মিলিয়ন গুণ

ব্যাখ্যা

ব্যাসার্ধের বিচারে, পৃথিবী থেকে সূর্যের পরিমাণ প্রায় ১০৯ গুণ বেশি। সূর্যের ব্যাস প্রায় ৮৬৪,৯৪৮ মাইল এবং পৃথিবীর ব্যাস মাত্র ৭,৯২৬ মাইল। পৃথিবী সূর্যের দৈর্ঘ্য জুড়ে ১০৯ বার প্রান্ত থেকে শেষ অবধি লাইন করা যাবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(হাসনাহেনা-01) (09-12-2011)