প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

মোট প্রশ্ন: ২২

পৃষ্ঠা এর পরবর্তী

যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন ---

.
বন্দুক লাফিয়ে ওঠে
.
বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
✓ সঠিক উত্তর
.
বন্দুক সামনে এগিয়ে যায়
.
বন্দুক আদৌ নড়ে না

ব্যাখ্যা

ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্যকোন বল কাজ না করলে তাদের মোট ভোরের পরিবর্তন হয় না। সুতরাং বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলি যে ভরবেগের সামনে এগিয়ে যায় বন্দুক একই ভরবেগের পিছিয়ে আসে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?

.
ভারত মহাসাগর
.
উত্তর মহাসাগর
.
প্রশান্ত মহাসাগর
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ মহাসাগর

ব্যাখ্যা

প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১৫, ৫৫, ৫৭, ০০০ বর্গ কিমি। এটি দক্ষিনে এন্টারটিকা পর্যন্ত বিস্তৃত পশ্চিম এশিয়া ও অস্ট্রেলিয়া এবং এরপূর্বে রয়েছে দুই আমেরিকা মহাদেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

আগ্রার দুর্গের নির্মাতা কে?

.
সম্রাট শাহজাহান
✓ সঠিক উত্তর
.
সম্রাট হুমায়ুন
.
সম্রাট আওরঙ্গজেব
.
সম্রাট জাহাঙ্গীর

ব্যাখ্যা

ষোড়শ শতাব্দীর মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব আগ্রার দুর্গে বসবাস করেছেন। সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাজাহান দুর্গটিকে আরও আকর্ষণীয় করে নির্মাণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে?

.
উরুগুয়ে
✓ সঠিক উত্তর
.
জার্মান
.
প্যারাগুয়ে
.
ঘানা

ব্যাখ্যা

২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকা। এ আসরে চ্যাম্পিয়ন হয় স্পেন রানার্সআপ নেদারল্যান্ডস এবং তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও উরুগুয়ে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

.
শুক্র
.
বুধ
.
বৃহস্পতি
✓ সঠিক উত্তর
.
মঙ্গল

ব্যাখ্যা

বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। এর ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১, ৩০০গুন বড়। বৃহস্পতি এর ওজন সৌরজগতের অন্য সব গ্রহের ওজন এর দ্বিগুণ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

.
২৩ মার্চ
.
২১ জুন
✓ সঠিক উত্তর
.
২২ সেপ্টেম্বর
.
২২ ডিসেম্বর

ব্যাখ্যা

২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। এ তারিখে সূর্যের উত্তরায়ন এর ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দ্রুত দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল ---

.
Barometer
.
Lactometer
.
Phonograph
✓ সঠিক উত্তর
.
Odometer

ব্যাখ্যা

ব্যারোমিটার হচ্ছে বায়ুমন্ডলের চাপ নির্ণয়ক যন্ত্র; ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র; শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম ফনোগ্রাফ এবং অডিওমিটার হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ --

.
নেপাল
.
মায়ানমার
.
ভারত
✓ সঠিক উত্তর
.
ভূটান

ব্যাখ্যা

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। একই সালের ৬ ডিসেম্বর ভুটানের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)

পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

.
১৭৫৬ সালে
.
১৭৫৭ সালে
✓ সঠিক উত্তর
.
১৭৫৮ সালে
.
১৭৬০ সালে

ব্যাখ্যা

১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজদৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ আধ ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুন নবাব পরিচিত হন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পলাশীর যুদ্ধ-১৭৫৭রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১০

বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?

.
২০ মে ২০১০
.
২১ মে ২০১০
.
২২ মে ২০১০
.
২৩ মে ২০১০
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মুসা ইব্রাহীম এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী। ২৩ মে ২০১০ বাংলাদেশের সময় ভোর ছয়টায় তিনি এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে তিনি আনুষ্ঠানিক স্বীকৃতি পান ২৬ মে ২০১০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১১

'স্ক্যানার' হলো একটি ---

.
আউটপুট ডিভাইস
.
ইনপুট ডিভাইস
✓ সঠিক উত্তর
.
কো-অর্ডিনেটিং ডিভাইস
.
মিক্সড ডিভাইস

ব্যাখ্যা

স্ক্যানার এর মত কম্পিউটারের অন্যান্য ইনপুট যন্ত্রের মধ্যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, কার্ড রিডার মাইক্রোফোন ইত্যাদি প্রধান। অন্যদিকে আউটপুট যন্ত্র এর মধ্যে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ইত্যাদি প্রধান।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১২

'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---

.
ক্রিকেটার হিসাবে
.
সাঁতারু হিসাবে
.
ফুটবলার হিসাবে
✓ সঠিক উত্তর
.
দৌড়বিদ হিসাবে

ব্যাখ্যা

ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার জার্মানির বিখ্যাত ফুটবলার। ১৯৭৪ সালে তার অধিনায়কত্বে এবং ১৯৯০ সালে তার কোচিং নেতৃত্বে জার্মানি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৩

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ---

.
সৈয়দ নজরুল ইসলাম
.
তাজউদ্দিন আহমেদ
✓ সঠিক উত্তর
.
ক্যাপ্টেন মনসুর আলী
.
শাহ আব্দুল হামিদ

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান। এবং প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রধানমন্ত্রীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৪

২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

.
নেদারল্যান্ড
.
জাপান
.
ইতালি
.
জার্মানি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৮ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় জার্মানিতে ২০০৬ সালের ৯ জুন থেকে ৯ জুলাই। ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। উল্লেখ্য ২০১৪ সালে ব্রাজিল ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৫

পৃথিবীর একমাত্র উপগ্রহ ---

.
সূর্য
.
বুধ
.
চন্দ্র
✓ সঠিক উত্তর
.
শুক্র

ব্যাখ্যা

পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এর বেশ প্রায় ১২, ৬৬৭ কিলোমিটার। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই এখানে ৩৬৫ দিনে এক বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৬

চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---

.
ভয়েজার-১
.
অ্যাপোলো-১১
✓ সঠিক উত্তর
.
ভয়েজার-২
.
চ্যালেঞ্জার

ব্যাখ্যা

১৯৬৬ সালে ৩ ফেব্রুয়ারি ৯ নবযান চাঁদে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানী যান। কিন্তু ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো - ১১ প্রথমবারের মতো মনুষ্য নিয়ে অবতরণ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৭

বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---

.
পাক্‌শী
.
লালমনিরহাট
.
পাহাড়তলী
.
ঢাকা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশ রেলওয়ের এর সার্বিক সদর দপ্তর ঢাকা রমনার আব্দুল গনি রোডে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রেল পথরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৮

'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?

.
ময়মনসিংহ
.
সিলেট
✓ সঠিক উত্তর
.
কক্সবাজার
.
চট্টগ্রাম

ব্যাখ্যা

খাসিয়া মঙ্গোলিয়ার বংশোদ্ভূত উপজাতি। এরা বাংলাদেশের অন্যতম মাতৃতান্ত্রিক গোষ্ঠী। এদেশি খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে আগত। তারা আসামি এসেছিল সম্ভবত তিব্বত থেকে। বাংলাদেশ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে খাসিয়া বাস করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: খাসিয়ারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
১৯

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---

.
ঢাকায়
.
কোলকাতায়
.
মেহেরপুরে
✓ সঠিক উত্তর
.
চট্টগ্রামে

ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম বা মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আমবাগানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)
২০

বাংলাদেশের জাতীয় উদ্যান ---

.
রমনা উদ্যান
.
বোটানিক্যাল উদ্যান
✓ সঠিক উত্তর
.
বলধা গার্ডেন
.
সোহরাওয়ার্দী উদ্যান
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (13-08-2010)