প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)

মোট প্রশ্ন: ২৪

পূর্ববর্তীপৃষ্ঠা এর
২১

ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

.
বরাইল
.
কাঞ্চন জঙ্গা
.
কৈলাস
✓ সঠিক উত্তর
.
গডউইন অস্টিন

ব্যাখ্যা

ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে চীনের তিব্বতে অবস্থিত হিমালয় পর্বতমালার কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র চীন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হিমালয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
২২

মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?

.
চাঁদপুরের কাছে
.
ভৈরব বাজারে
✓ সঠিক উত্তর
.
গোয়ালন্দে
.
নারায়ণগঞ্জ

ব্যাখ্যা

কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
২৩

ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --

.
৩টি অঞ্চলে
✓ সঠিক উত্তর
.
৪টি অঞ্চলে
.
৫টি অঞ্চলে
.
৬টি অঞ্চলে

ব্যাখ্যা

প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা:
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
২৪

ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

.
কোরায়েশী আন্দোলন
.
হাসেমী আন্দোলন
.
ফরায়েজী আন্দোলন
✓ সঠিক উত্তর
.
সৈয়দী আন্দোলন

ব্যাখ্যা

ফরায়েজি আন্দোলন অর্থ ফরজ পালনের জন্য আন্দোলন। হাজী শরীয়তউল্লাহ ১৮১৮ সালে ফরায়েজি আন্দোলন শুরু করেন। ১৮৪০ সালে হাজী শরীয়তউল্লাহর মৃত্যু হলে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফরায়েজী আন্দোলন (১৮৪২)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)