প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
মোট প্রশ্ন: ২৪
পৃষ্ঠা ১ এর ২পরবর্তী
১
১
পৃথিবীর নিকটতম গ্রহ ----
ক.
মঙ্গল
খ.
বুধ
গ.✓ সঠিক উত্তর
শুক্র
ঘ.
বৃহস্পতি
ব্যাখ্যা
পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এরমধ্যে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
পৃথিবীর নিকটতম গ্রহ ----
ক.
মঙ্গল
খ.
বুধ
গ.✓ সঠিক উত্তর
শুক্র
ঘ.
বৃহস্পতি
ব্যাখ্যা
পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এরমধ্যে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
২
২
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক.
১০.৫৬মিনিট
খ.
৯.১২ মিনিট
গ.
৭.৯৬ মিনিট
ঘ.✓ সঠিক উত্তর
৮.৩২ মিনিট
ব্যাখ্যা
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক.
১০.৫৬মিনিট
খ.
৯.১২ মিনিট
গ.
৭.৯৬ মিনিট
ঘ.✓ সঠিক উত্তর
৮.৩২ মিনিট
ব্যাখ্যা
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৩
৩
কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
ক.
১৯০৩ সালে
খ.
১৯০৪ সালে
গ.
১৯০৫ সালে
ঘ.✓ সঠিক উত্তর
১৯০৬ সালে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আওয়ামী মুসলিম লীগরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
ক.
১৯০৩ সালে
খ.
১৯০৪ সালে
গ.
১৯০৫ সালে
ঘ.✓ সঠিক উত্তর
১৯০৬ সালে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আওয়ামী মুসলিম লীগরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৪
৪
বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?
ক.
সুরম্য অট্রালিকা
খ.
কার্জন হল
গ.
হাইকোর্ট
ঘ.✓ সঠিক উত্তর
এর সবগুলিই
ব্যাখ্যা
লর্ড কার্জন ১৬ অক্টোবর, ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে দুই ভাগে বিভক্ত করেন। একটি 'পূর্ববঙ্গ ও আসাম' অপরটি 'পশ্চিমবঙ্গ'। পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গবঙ্গ রদ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গভঙ্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?
ক.
সুরম্য অট্রালিকা
খ.
কার্জন হল
গ.
হাইকোর্ট
ঘ.✓ সঠিক উত্তর
এর সবগুলিই
ব্যাখ্যা
লর্ড কার্জন ১৬ অক্টোবর, ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে দুই ভাগে বিভক্ত করেন। একটি 'পূর্ববঙ্গ ও আসাম' অপরটি 'পশ্চিমবঙ্গ'। পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গবঙ্গ রদ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গভঙ্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৫
৫
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
ক.
এ. কে. ফজলুল হক
খ.
ইস্কান্দার মির্জা
গ.✓ সঠিক উত্তর
চৌধুরী খালেকুজ্জামান
ঘ.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
ক.
এ. কে. ফজলুল হক
খ.
ইস্কান্দার মির্জা
গ.✓ সঠিক উত্তর
চৌধুরী খালেকুজ্জামান
ঘ.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৬
৬
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
ক.✓ সঠিক উত্তর
গান্ধীজি
খ.
মাওলানা শওকত আলী
গ.
জহরলাল নেহেরু
ঘ.
বিপিনচন্দ্র পাল
ব্যাখ্যা
অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। অসহযোগ আন্দোলনের সময়কাল ছিল ১৯২০ - ১৯২২ সাল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অসহযোগ আন্দোলনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
ক.✓ সঠিক উত্তর
গান্ধীজি
খ.
মাওলানা শওকত আলী
গ.
জহরলাল নেহেরু
ঘ.
বিপিনচন্দ্র পাল
ব্যাখ্যা
অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। অসহযোগ আন্দোলনের সময়কাল ছিল ১৯২০ - ১৯২২ সাল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অসহযোগ আন্দোলনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৭
৭
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক.
জয়নুল আবেদীন
খ.✓ সঠিক উত্তর
কামরুল হাসান
গ.
হাসেম খান
ঘ.
হামিদুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২ সালে। সংবিধানের ৪(২) নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত এবং অনুপাত ১০ : ৬।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক.
জয়নুল আবেদীন
খ.✓ সঠিক উত্তর
কামরুল হাসান
গ.
হাসেম খান
ঘ.
হামিদুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২ সালে। সংবিধানের ৪(২) নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত এবং অনুপাত ১০ : ৬।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৮
৮
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক.
১২ ডিসেম্বর
খ.
১৩ ডিসেম্বর
গ.✓ সঠিক উত্তর
১৪ ডিসেম্বর
ঘ.
১১ ডিসেম্বর
ব্যাখ্যা
প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক.
১২ ডিসেম্বর
খ.
১৩ ডিসেম্বর
গ.✓ সঠিক উত্তর
১৪ ডিসেম্বর
ঘ.
১১ ডিসেম্বর
ব্যাখ্যা
প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
৯
৯
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?
ক.
৭ মার্চ ১৯৭১
খ.
২৫ মার্চ ১৯৭১
গ.✓ সঠিক উত্তর
১০ এপ্রিল ১৯৭১
ঘ.
১৭ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিক জারি করা হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে। একই দিনে মুজিবনগর সরকার গঠিত হয়। আর এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীনতার ঘোষণারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?
ক.
৭ মার্চ ১৯৭১
খ.
২৫ মার্চ ১৯৭১
গ.✓ সঠিক উত্তর
১০ এপ্রিল ১৯৭১
ঘ.
১৭ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিক জারি করা হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে। একই দিনে মুজিবনগর সরকার গঠিত হয়। আর এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীনতার ঘোষণারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১০
১০
বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক.
পাঁচ
খ.
ছয়
গ.✓ সঠিক উত্তর
সাত
ঘ.
আট
ব্যাখ্যা
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক.
পাঁচ
খ.
ছয়
গ.✓ সঠিক উত্তর
সাত
ঘ.
আট
ব্যাখ্যা
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১১
১১
আলোর বর্ণ নির্ধারণকরে তার -
ক.
বিস্তার
খ.
গতিবেগ
গ.✓ সঠিক উত্তর
তরঙ্গদৈর্ঘ্য
ঘ.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
আলোর বর্ণ নির্ধারণকরে তার -
ক.
বিস্তার
খ.
গতিবেগ
গ.✓ সঠিক উত্তর
তরঙ্গদৈর্ঘ্য
ঘ.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১২
১২
ফরমালিন হলো ফরমালডিহাইডের ---
ক.✓ সঠিক উত্তর
৪০% জলীয় দ্রবণ
খ.
৩০% জলীয় দ্রবণ
গ.
২০% জলীয় দ্রবণ
ঘ.
১০% জলীয় দ্রবণ
ব্যাখ্যা
ফলমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটি পচন নিবারণে এবং বস্তর জৈব সংরক্ষণে ব্যবহার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
ফরমালিন হলো ফরমালডিহাইডের ---
ক.✓ সঠিক উত্তর
৪০% জলীয় দ্রবণ
খ.
৩০% জলীয় দ্রবণ
গ.
২০% জলীয় দ্রবণ
ঘ.
১০% জলীয় দ্রবণ
ব্যাখ্যা
ফলমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটি পচন নিবারণে এবং বস্তর জৈব সংরক্ষণে ব্যবহার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৩
১৩
গোধুলীর কারণ কি?
ক.
প্রতিফলন
খ.✓ সঠিক উত্তর
বিক্ষেপণ
গ.
প্রতিসরণ
ঘ.
ব্যতিচার
ব্যাখ্যা
ভূ - পৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে। ফলে সূর্য থেকে আগত রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করে এবং প্রতিসরিত হয়ে ক্রমশ অভিলম্বের দিকে সরে আসে। কাজেই সূর্যাস্তের পরও আলোক রশ্মি আমাদের চোখে আপতিত হয়। এ ঘটনাকে গোধূলি বলে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
গোধুলীর কারণ কি?
ক.
প্রতিফলন
খ.✓ সঠিক উত্তর
বিক্ষেপণ
গ.
প্রতিসরণ
ঘ.
ব্যতিচার
ব্যাখ্যা
ভূ - পৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় বায়ুর ঘনত্ব ততই কমতে থাকে। ফলে সূর্য থেকে আগত রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করে এবং প্রতিসরিত হয়ে ক্রমশ অভিলম্বের দিকে সরে আসে। কাজেই সূর্যাস্তের পরও আলোক রশ্মি আমাদের চোখে আপতিত হয়। এ ঘটনাকে গোধূলি বলে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৪
১৪
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক.
নির্গমনমুখ
খ.
যুক্তি বর্তনী
গ.
স্মৃতি
ঘ.✓ সঠিক উত্তর
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলে। এটি কম্পিউটারের মস্তিষ্ক নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক.
নির্গমনমুখ
খ.
যুক্তি বর্তনী
গ.
স্মৃতি
ঘ.✓ সঠিক উত্তর
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলে। এটি কম্পিউটারের মস্তিষ্ক নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৫
১৫
মাছির পা থাকে ---
ক.✓ সঠিক উত্তর
৬টি
খ.
৪টি
গ.
৮টি
ঘ.
১০টি
ব্যাখ্যা
মাছির ৬ টি পা থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
মাছির পা থাকে ---
ক.✓ সঠিক উত্তর
৬টি
খ.
৪টি
গ.
৮টি
ঘ.
১০টি
ব্যাখ্যা
মাছির ৬ টি পা থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৬
১৬
করোটিতে কয়টি অস্থি থাকে?
ক.
২৭
খ.
২৮
গ.✓ সঠিক উত্তর
২৯
ঘ.
৩০
ব্যাখ্যা
মানব দেহের পরিণত করোটি সাধারণত ২৯টি হাড় নিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
করোটিতে কয়টি অস্থি থাকে?
ক.
২৭
খ.
২৮
গ.✓ সঠিক উত্তর
২৯
ঘ.
৩০
ব্যাখ্যা
মানব দেহের পরিণত করোটি সাধারণত ২৯টি হাড় নিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৭
১৭
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়--
ক.✓ সঠিক উত্তর
দ্বিগুণ
খ.
তিনগুণ
গ.
চারগুণ
ঘ.
ছয়গুণ
ব্যাখ্যা
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়--
ক.✓ সঠিক উত্তর
দ্বিগুণ
খ.
তিনগুণ
গ.
চারগুণ
ঘ.
ছয়গুণ
ব্যাখ্যা
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৮
১৮
পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
ক.
মেরু অঞ্চলে
খ.
শীত প্রধান অঞ্চলে
গ.
নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ.✓ সঠিক উত্তর
নিরক্ষীয় অঞ্চলে
ব্যাখ্যা
সূর্যের তাপে ভু পৃষ্ঠের কাছের জলীয় বাষ্পপূর্ন বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভূত হয়, এর ফলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
ক.
মেরু অঞ্চলে
খ.
শীত প্রধান অঞ্চলে
গ.
নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ.✓ সঠিক উত্তর
নিরক্ষীয় অঞ্চলে
ব্যাখ্যা
সূর্যের তাপে ভু পৃষ্ঠের কাছের জলীয় বাষ্পপূর্ন বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভূত হয়, এর ফলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
১৯
১৯
পৃথিবীর শক্তির মূল উৎস ---
ক.
অভিকর্ষ শক্তি
খ.
মাধ্যাকর্ষণ শক্তি
গ.
পারমাণবিক শক্তি
ঘ.✓ সঠিক উত্তর
সূর্য
ব্যাখ্যা
সূর্যই প্রায় সকল শক্তির উৎস । এছাড়াও পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের নিউক্লিয় শক্তি ও পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত উত্তপ্ত গলিত পদার্থ থেকে প্রাপ্ত শক্তি ও শক্তির উৎস হিসেবে বিবেচিত হচ্ছে । পৃথিবীতে যত শক্তি আছে তার প্রায় সবটাই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্যকিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
পৃথিবীর শক্তির মূল উৎস ---
ক.
অভিকর্ষ শক্তি
খ.
মাধ্যাকর্ষণ শক্তি
গ.
পারমাণবিক শক্তি
ঘ.✓ সঠিক উত্তর
সূর্য
ব্যাখ্যা
সূর্যই প্রায় সকল শক্তির উৎস । এছাড়াও পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের নিউক্লিয় শক্তি ও পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত উত্তপ্ত গলিত পদার্থ থেকে প্রাপ্ত শক্তি ও শক্তির উৎস হিসেবে বিবেচিত হচ্ছে । পৃথিবীতে যত শক্তি আছে তার প্রায় সবটাই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্যকিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
২০
২০
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.
২৫০ নটিক্যাল মাইল
খ.
২২৫ নটিক্যাল মাইল
গ.✓ সঠিক উত্তর
২০০ নটিক্যাল মাইল
ঘ.
১৫০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের মোট সীমানা ৫১৩৮ কিলোমিটার। এর মধ্যে জলসীমা ৭১১ কিলোমিটার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্রসীমারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.
২৫০ নটিক্যাল মাইল
খ.
২২৫ নটিক্যাল মাইল
গ.✓ সঠিক উত্তর
২০০ নটিক্যাল মাইল
ঘ.
১৫০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের মোট সীমানা ৫১৩৮ কিলোমিটার। এর মধ্যে জলসীমা ৭১১ কিলোমিটার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্রসীমারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(শরৎ-01) (13-08-2010)