প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

মোট প্রশ্ন: ১৭

পৃষ্ঠা এর

একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---

.
আরও ডুববে
✓ সঠিক উত্তর
.
ভাসবে
.
একই থাকবে
.
ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর

ব্যাখ্যা

আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি প্রসারিত করবে। অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----

.
বিষুবরেখা
.
সুমেরু
.
কুমেরু
✓ সঠিক উত্তর
.
দ্রাঘিমা রেখা

ব্যাখ্যা

মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সীমা চিহ্নিতকরণ রেখা ও অক্ষরেখারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

.
মৌসুমী বায়ুর প্রভাবে
.
সামুদ্রিক বায়ুর প্রভাবে
✓ সঠিক উত্তর
.
স্থলবায়ুর প্রভাবে
.
আয়ন বায়ুর প্রভাবে

ব্যাখ্যা

দিনের বেলা সূর্যের তাপে সমুদ্রবর্তী স্থল ভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। এই সামুদ্রিক বায়ুর কারণে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম সমুদ্র থেকে দূরবর্তী দিনাজপুর অপেক্ষা গ্রীষ্মকালে শীতল ও শীতকালে উষ্ণ থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চট্টগ্রাম জেলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

.
চারটি
✓ সঠিক উত্তর
.
তিনটি
.
দুইটি
.
পাঁচটি

ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদান 4 টি। যথাঃ জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার, সার্বভৌম। এ চার উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন রাষ্ট্রিয় তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?

.
সিলেট
✓ সঠিক উত্তর
.
রাঙামাটি
.
রংপুর
.
কুমিল্লা

ব্যাখ্যা

মণিপুরী নৃত্যের ভারতের উত্তর - পূর্ব সীমান্ত রাজ্য মনিপুরী উদ্ভূত। মৈরাং (মতান্তরে সিলেটের কমলগঞ্জ) ছিল মনিপুরী সংস্কৃতির কেন্দ্রস্থল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিনোদনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

.
রাষ্ট্রপতির কাছে
.
জনগণের কাছে
.
প্রধানমন্ত্রীর কাছে
.
জাতীয় সংসদের কাছে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জাতীয় সংসদ বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট একমাত্র আইনসভা। দেশের সংবিধানের বিধানাবলী - সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের ওপর ন্যস্ত। সংবিধানে ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মন্ত্রীপরিষদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

.
স্পীকার
.
রাষ্ট্রপতি
✓ সঠিক উত্তর
.
প্রধান বিচারপতি
.
প্রধানমন্ত্রী

ব্যাখ্যা

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙ্গে দেওয়ার অধিকার রাস্ট্রপতির এক্তিয়ারভুক্ত। তবে সংবিধানে বর্ণিত কয়েকটি পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসন এর ক্ষেত্রে স্পিকার সংসদ আহ্বান করতে পারেন। প্রতিবছর সংসদের অন্যূন দুটি অধিবেশন অনুষ্ঠানের বিধান রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

.
আব্দুর রহমান
.
মোহাম্মদ ইদ্রিস
.
ব্রজেন দাস
✓ সঠিক উত্তর
.
এদের কেউই না

ব্যাখ্যা

ব্রজেন দাস ইংলিশ চ্যানেল সাতরে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু। তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ - বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: খেলাধূলায় বাংলাদেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)

একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?

.
শূন্য হবে
✓ সঠিক উত্তর
.
কমবে
.
বাড়বে
.
পরিবর্তন হবে না

ব্যাখ্যা

বালিকাটি দোলনা থেকে উঠে দাঁড়ালে তার অভিকর্ষজ ত্বরণের মান কমবে এবং দোলনকাল বাড়বে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১০

ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---

.
সেক্সট্যান্ট
.
ম্যানোমিটার
.
ক্রেসকোগ্রাফ
.
সিসমোগ্রাফ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভূমিকম্প নির্ণয়ের জন্য সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। সেক্সট্যান্ট জাহাজের অবস্থান নির্ণয়ের জন্য নক্ষত্রের উচ্চতা মাপার কাজে ব্যবহৃত হয়। ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়কারী যন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভূমিকম্প-Earthquakeরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১১

ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

.
সিরাজ শাহ
.
মোহসীন আলী
.
মজনু শাহ
✓ সঠিক উত্তর
.
জহির শাহ

ব্যাখ্যা

মজনু শাহ মাদারিয়া তরিকার সুফি সাধক এবং বাংলায় ফকির - সন্ন্যাসী বিদ্রোহের নায়ক। মজনু শাহ ছিলেন মেওয়াটের অধিবাসী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য আন্দোলন ও তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১২

ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?

.
১৪৮৭ সালে
✓ সঠিক উত্তর
.
১৩৮৭ সালে
.
১৫৮৭ সালে
.
১৬৮৭ সালে

ব্যাখ্যা

১৪৮৭ সালের বার্থোলোমিউদিয়াজ নামে এক পর্তুগিজ নাবিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমানায় উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতের জলপথের সন্ধান দেন। ১৪৯৮ সালে ভাস্কো - ডা - গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে তিনটি বাণিজ্যতরী নিয়ে ভারতের কালিকট বন্দরে আগমন করেন। এভাবেই পর্তুগিজরা প্রথম বাংলায় আসে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১৩

প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

.
সুলতান সিকান্দার শাহ
.
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
✓ সঠিক উত্তর
.
নবাব সিরাজউদ্দৌলা
.
নবাব আলীবর্দী খাঁ

ব্যাখ্যা

মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সুলতানাতকে সুদৃঢ় করেন। তিনি সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ উপাধি নিয়ে ১৩৪২ খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসনে আরোহন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন বাংলার জনপদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১৪

উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

.
লর্ড মাউন্টব্যাটেন
✓ সঠিক উত্তর
.
লর্ড মিন্টো
.
লর্ড কার্জন
.
লর্ড ওয়াভেল

ব্যাখ্যা

লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত উপমহাদেশের শেষ ভাইসরয় গভর্নর জেনারেল ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১৫

সুন্দরবন কোন ধরনের বন?

.
রেইন
.
কনিয়ার
.
ম্যানগ্রোভ
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গড়ান বনভূমি। সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুন্দরবনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১৬

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

.

যমুনা

.

পদ্মা

.

ইছামতী

✓ সঠিক উত্তর
.

মেঘনা

ব্যাখ্যা

মেঘনা নদী বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম ও গভীরতম নদী। মেঘনা নদীর দুটি অংশে বিভক্ত। কুলিয়ারচর থেকে ষাটনল পর্যন্ত আপার মেঘনা নদীর অংশ অপেক্ষাকৃত ছোট। ষাটনল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অংশ লোয়ার মেঘনা নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম ও উচ্চতমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)
১৭

পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?

.
হোয়াংহো
.
নীল
.
আমাজান
✓ সঠিক উত্তর
.
কঙ্গো

ব্যাখ্যা

নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। কিন্তু পানি ধারণ ক্ষমতার দিক দিয়ে আমাজান পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে প্রশস্ত নদী। আমাজান পাঁচটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(ইছামতি-03) (08-01-2010)