প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

মোট প্রশ্ন: ১৩

পৃষ্ঠা এর

বরেন্দ্রভূমি বলা হয় ---

.
ময়নামতি ও লালমাই পাহাড়কে
.
শালবন বিহারকে
.
মধুপুর ও ভালয়ালের গড়কে
.
রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দেশের উত্তর - পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী বিভাগের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯, ৩২০ বর্গ কিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বরেন্দ্ররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম ---

.
কুশিয়ারা
.
বরাক
.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
নবগঙ্গা

ব্যাখ্যা

মেঘনা বাংলাদেশের বৃহত্তম তথা দীর্ঘতম, গভীরতম নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকে কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত। সুরমা মেঘনা নদী প্রবাহ মদনা নামক স্থানের পড়ে প্রায় ২৬ কিমি ভাটিতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এর কাছে ধলেশ্বরীর নাম ধারণ করে। নদীর নামকরণ মেঘনা নামের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য একটি কিঞ্চিৎ বিভ্রান্তকর। এর অসুবিধা দূর করার জন্য আজমিরীগঞ্জের ভাটিতে প্রবাহ সেখানে ধনু এবং ঘোড়া ওরা নদীর মিলিত স্রোত এর সঙ্গে মিশেছে। সে পর্যন্ত নদীটির নাম সুরমা হিসেবে চিহ্নিত করা হয়। এ স্থানটি কুলিয়ারচরের পূর্বদিকে অবস্থিত। এই সঙ্গমস্থল এরপর থেকেই নদীটি মেঘনা নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

.
৯.১২ মিনিট
.
৮.৩২ মিনিট
✓ সঠিক উত্তর
.
৭.৯৬ মিনিট
.
১০.৫৬ মিনিট

ব্যাখ্যা

আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। অপরের দিকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিমি। এ হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৫০০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

.
নূরুল আমীন
.
খাজা নাজিমউদ্দীন
✓ সঠিক উত্তর
.
মোহাম্মদ আলী
.
লিয়াকত আলী খান

ব্যাখ্যা

১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিহত হলে খাজা নাজিমুদ্দিন ১৭ অক্টোবর অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন। ১৯৫১ সালের ২৪ অক্টোবর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫২ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে তিনি সমালোচিত আনন্দিত হন। ১৯৫৩ সালের ১৭ এপ্রিল প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ খাজা নাজিমুদ্দিন কে পদচ্যুত করে বগুড়ার মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: একুশে ফেব্রুয়ারী, ১৯৫২রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

.
ইংরেজরা
.
ফরাসিরা
.
পর্তুগিজরা
✓ সঠিক উত্তর
.
ওলন্দাজরা

ব্যাখ্যা

১৪৮৭ সালের বার্থোলোমিউ দিয়াজ নামে এক পর্তুগিজ নাবিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমানায় 'উত্তমাশা অন্তরীপ' প্রদক্ষিণ করে ভারত আগমনের জল পথের সন্ধান দেন। ১৪৯৮ সালে ভাস্কোদাগামা 'উত্তমাশা অন্তরীপ' অতিক্রম করে তিনটি বাণিজ্যতরী নিয়ে ভারতের কালিকট বন্দরে আগমন করেন। এভাবেই পর্তুগিজরা প্রথম বাংলায় আসে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

'গ্রান্ড ট্রাঙ্ক রোডের'নির্মাতা ---

.
বাবর
.
আকবর
.
শাহজাহান
.
শেরশাহ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'গ্রান্ড ট্রাঙ্ক রোড' ষোড়শ শতাব্দীতে সম্রাট শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। ব্রিটিশ আমলে শূন্য চলাচলের সুবিধা এবং ডাক বিভাগের উন্নতির উদ্দেশ্য সড়কের সংস্কার করে কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এ সময় এই সড়কটির নাম দেওয়া হয় 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

.
বখতিয়ার খলজী
✓ সঠিক উত্তর
.
ইলিয়াস শাহ
.
হুসেন শাহ
.
শিরান খলজী

ব্যাখ্যা

বক্তিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দের শেষ অথবা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলার উত্তর - পশ্চিমাংশে করে সেখানে মুসলিম শাসনের সূচনা করেন। উত্তরা আফগানিস্তানের গরমশির (আধুনিক দোস্ত ই মার্গ) এলাকার বাসিন্দা একটি আর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ---

.
দশমিক
.
বাইনারী
✓ সঠিক উত্তর
.
হেক্সাডেসিমেল
.
অক্টাল

ব্যাখ্যা

কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ এর জন্য সাধারণত বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে কোন বড় সংখ্যা লেখার জন্য অক্টাল হেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটারে দশমিক পদ্ধতির ব্যবহার হয় না।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)

কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

.
২৬ মার্চ, ১৯৭২
.
১৬ ডিসেম্বর, ১৯৭২
✓ সঠিক উত্তর
.
১৭ এপ্রিল ১৯৭১
.
১৬ ডিসেম্বর, ১৯৭৩

ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। বাংলাদেশের সাংবিধানিক যাত্রার সূচনা হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের আওতায় জারিকৃত একটি অস্থায়ী সংবিধান এর মাধ্যমে। এ ঘোষণাপত্রের স্থলাভিষিক্ত হয় ১৯৭২ সালের বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)
১০

সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় ---

.
১৯৭৭ সালে
.
১৯৭৮ সালে
.
১৯৭৯ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৮০ সালে

ব্যাখ্যা

পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধনী করা হয় এবং এতে ১৮ অনুচ্ছেদে নামে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান সংশোধনীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)
১১

প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ----

.
ঢাকায়
.
নয়াদিল্লিতে
.
কলম্বোতে
.
কাঠমান্ডুতে
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)
১২

বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?

.
১ জানুয়ারি, ১৯৯২
✓ সঠিক উত্তর
.
১ জানুয়ারি, ১৯৯৩
.
১ জানুয়ারি, ১৯৯১
.
১ জানুয়ারি, ১৯৯০

ব্যাখ্যা

দেশে ১৯৯২ সালের ১ জানুয়ারি প্রাথমিকভাবে ৬৮টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)
১৩

শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

.
পরভোজী
.
স্বভোজী
✓ সঠিক উত্তর
.
পরাশ্রয়ী
.
মৃতজীবী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (08-01-2010)