Bangladesh Bank - Assistant Director - 1986

মোট প্রশ্ন: ২৩

পৃষ্ঠা এর পরবর্তী

কোনটিতে প্রোটিন নেই ?

.
মাখন
.
ঘি
.
পানি
✓ সঠিক উত্তর
.
দুধ

ব্যাখ্যা

পানির আণবিক সংকেত H2O
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আমিষ (Protein)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ?

.
প্রতিফলন
.
পরিবহণ
.
বিকিরণ
✓ সঠিক উত্তর
.
পরিচালন

ব্যাখ্যা

সূর্য হতে আলো বিকিরণের মাধ্যমে পৃথিবীতে এসে পৌছায়। যা আমাদের গায়ের উপর পরার ফলে আমাদের শরীর গরম হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

কোনটি বস্তু নয় ?

.
মাটি
.
জল
.
লবণ
.
বায়ু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বায়ু এক ধরনের মিশ্র পদার্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

আমাদের দেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে ১৯৮২ সালের কোন মাসে ?

.
জানুয়ারি
.
জুন
✓ সঠিক উত্তর
.
জুলাই
.
ডিসেম্বর

ব্যাখ্যা

১৯৮২ সালের জুন  থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য ‘আন্তর্জাতিক’ বা ‘সিস্টেম অব ইন্টারন্যাশনাল ইউনিট’ (SI) গ্রহণ করা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় ?

.
স্ক্রিনিং
✓ সঠিক উত্তর
.
স্ক্যানিং
.
ট্যানিং
.
গ্যানিং

ব্যাখ্যা

প্রকৃতপক্ষে অনেকগুলো স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র। ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলো স্থিরচিত্র (২৪ ফ্রেম/সেকেণ্ড অথবা বেশি) গ্রহণ করে। এই ছবিগুলোকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয়, তখন আমাদের চোখে এগুলো চলচ্চিত্র বলে মনে হয়। ফ্রেমে এই দ্রুতগতিতে ছবি পরিবর্তনের কারিগরি কৌশলটি আমাদের চোখে ধরা পড়ে না। চলচ্চিত্রকে খুবই ধীরগতিতে দেখলে এসব স্থিরচিত্রকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। অ্যানালগ টিভি ক্যামেরা এসব ছবির পিক্সেলকে সাধারণত ৫২৫টি লাইনে ভাগ করে ‘লাইন বাই লাইন’ বেতারতরঙ্গের মাধ্যমে প্রেরণ করে। একই সঙ্গে শব্দতরঙ্গকে আলাদা সিগন্যালের মাধ্যমে প্রেরণ করে। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে “স্ক্রিনিং” বা ”স্ক্যানিং” বলা হয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: টেলিভিশনরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

কোনটি সার্কভূক্ত দেশের রাজধানী নয় ?

.
ঢাকা
.
কাঠমুন্ড
.
ব্যাংকক
✓ সঠিক উত্তর
.
থিম্পু

ব্যাখ্যা

সার্কভুক্ত দেশগুলো হচ্ছে - বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ এই সবদেশের রাজধানী হচ্ছে যথাক্রমে ঢাকা, নয়া দিল্লি, কলম্বো, ইসলামাবাদ, কাবুল, কাঠমান্ডু, থিম্পু এবং মালে ।থাইল্যান্ড সার্কভুক্ত দেশ নয় । যেহেতু থাইল্যান্ড সার্কভুক্ত দেশ নয় সেহেতু থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সার্কভুক্ত দেশের রাজধানী নয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাজধানীরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

এই বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিটি অন্যদের সাথে একই গোত্রভুক্ত নন ?

.
রোমেল
.
সিজার
.
ইউক্লিড
✓ সঠিক উত্তর
.
নেপোলিয়ন

ব্যাখ্যা

রোমেল, সিজার ও নেপোলিয়ান ৩ জন ই ছিলেন যথাক্রমে জার্মানি, গ্রীস ও ফ্রান্সের সেনাপতি। অন্যদিকে ইউক্লিড ছিলেন একজন গণিতবিদ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশভুক্ত নয় ?

.
থাইল্যান্ড
.
বার্মা
.
উগান্ডা
✓ সঠিক উত্তর
.
ভিয়েতনাম

ব্যাখ্যা

উগান্ডা (উগান্ডা: ইউগান্ডা), আনুষ্ঠানিকভাবে উগান্ডা প্রজাতন্ত্র (সোয়াহিলি: Jamhuri ya Ugandaa nne) পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে দক্ষিণ সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদের একটি উল্লেখযোগ্য অংশ দেশটির দক্ষিণ অংশে কেনিয়া এবং তানজানিয়ার সাথে ভাগ করা রয়েছে। উগান্ডা আছে আফ্রিকান গ্রেট লেক অঞ্চল। উগান্ডাও নীলনদের অববাহিকায় অবস্থিত এবং এর বৈচিত্র্যময় কিন্তু সাধারণত পরিবর্তিত নিরক্ষীয় জলবায়ু রয়েছে। এর জনসংখ্যা ৪২ মিলিয়নেরও বেশি, যার মধ্যে ৮.৫ মিলিয়ন রাজধানী এবং বৃহত্তম শহর কাম্পালায় বাস করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986

বাংলাদেশে সংবাদপত্র পাঠক সংখ্যার হার কত ?

.
প্রতি ৩০০ জনে একজন
✓ সঠিক উত্তর
.
প্রতি ২০০ জনে একজন
.
প্রতি ১০০ জনে একজন
.
প্রতি ৫০ জনে একজন

ব্যাখ্যা

বাংলাদেশের এখন ২৩ শতাংশ মানুষ পত্রিকা পড়ে। সে হিসেবে এদেশে পত্রিকার পাঠক প্রায় ৩ কোটি ৬৮ লাখ। এর মধ্যে ৫৫ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি ২ লাখ ৪০ হাজার পাঠক একাধিক পত্রিকা পড়েন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবাদ পত্র ও সম্পাদকরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১০

বাংলাদেশে কয়টি বিমানবন্দর আছে ?

.
তিনটি
.
চারটি
.
নয়টি
.
এগারটি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর রয়েছে। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিমান বন্দররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১১

বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয় ?

.
১ জানুয়ারি, ১৯৭২
.
১ মার্চ, ১৯৭২
✓ সঠিক উত্তর
.
২৩ মার্চ, ১৯৭২
.
১ জুলাই, ১৯৭২

ব্যাখ্যা

১৯৪৭ সালের দেশ বিভাগের পর, পূর্ব বাংলায় (পাকিস্তান অধিরাজ্যের অংশ) এবং ১৯৫৬ সালে পূর্ব বাংলার পুনঃনামকরণ করা হয় পূর্ব পাকিস্তান; যেখানে পাকিস্তানি রুপিতেও "টাকা" শব্দটি মুদ্রিত ছিল। মুক্তিযুদ্ধের পূর্বে মুদ্রা হিসেবে এই ভূখণ্ডে পাকিস্তানি রুপি প্রচলিত ছিল। ৪ঠা মার্চ ১৯৭২ সালে সরকারী মুদ্রা হিসেবে- "টাকা" -কে ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১২

বাংলাদেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনাঞ্চল ?

.
৫%
.
১৬%
✓ সঠিক উত্তর
.
১২%
.
১৫%

ব্যাখ্যা

পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫৮ শতাংশ। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের আয়তন ও সীমানারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৩

পৃথিবীর সবচাইতে বড় নদী কোনটি ?

.

গংগা

.

মিসিসিপি

.

আমাজান

✓ সঠিক উত্তর
.

নীল নদ

ব্যাখ্যা

নীলনদ (আরবি: النيل‎‎ আন-নীল, মিশরীয় আরবি উপভাষায় el neil; প্রাচীন মিশরীয় ভাষা ইতেরু), আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৪

সিপাহী বিপ্লব হয় কোন সালে ?

.
১৭৫৭
.
১৭৬৯
.
১৮১০
.
১৮৫৭
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সিপাহী বিপ্লব - ভারত - ১৮৫৭
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিপ্লবরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৫

বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি ?

.
মহাপরিচালক
.
ব্যবস্থাপনা পরিচালক
.
গভর্নর
✓ সঠিক উত্তর
.
নির্বাহী পরিচালক

ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ৯জন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের ওপর অর্পিত থাকে। এটির পরিচালনা পর্ষদ একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর, তিন জন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং চার জন এমন ব্যক্তি যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প ও কৃষি খাতে যথেষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন তাদের নিয়ে গঠিত হয়। পর্ষদের সভাপতি হলেন গভর্নর নিজেই। পরিচালনা পর্ষদের সবাই সরকার দ্বারা নির্বাচিত হন। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ ব্যাংক-Bangladesh Bankরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৬

১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন খেলোয়াড় শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছেন ?

.
সক্রেটিস
.
পাটিনি
.
ম্যারাডোনা
✓ সঠিক উত্তর
.
রোমারিও
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৭

জাতিসংঘের সদর দফতর কোন শহরে অবস্থিত ?

.
আমস্টার্ডাম
.
অস্ট্রেলিয়া
.
নিউইয়র্ক
✓ সঠিক উত্তর
.
দি হেগ

ব্যাখ্যা

জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স। ১৯৫২ সালে নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিউইয়র্ক সিটির ম্যানহাটন বরোর টার্টল বে এলাকায় এটি অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৮

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?

.
গ্রীনল্যান্ড
✓ সঠিক উত্তর
.
অস্ট্রেলিয়া
.
ফিলিপাইন
.
ইন্দোনেশিয়া

ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? - গ্রিনল্যান্ড।  গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত  আটলান্টিক মহাসাগরে। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ডেনমার্ক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
১৯

১৯৮০ সালের এশিয়া ক্রীড়া প্রতিযোগিতা হয় কোন শহরে ?

.
হংকং
.
পিয়ংইয়ং
.
নয়াদিল্লী
✓ সঠিক উত্তর
.
সিউল

ব্যাখ্যা

নবম এশিয়ান গেমস ভারতের দিল্লিতে ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ১৯৮২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল । এই ইভেন্টে ৭৪টি এশিয়ান এবং এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে গেছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার তত্ত্বাবধানে এটিই প্রথম এশিয়াড ছিল। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
২০

নেদারল্যান্ডের ( হল্যান্ড ) মুদ্রার নাম কি ?

.
ডলার
.
গিল্ডার
.
ক্রোন
.
ইউরো
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নেদারল্যান্ডসের রাজধানী শহরের নাম আমস্টারডাম। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986