Bangladesh Bank - Assistant Director - 1986

মোট প্রশ্ন: ২৩

পূর্ববর্তীপৃষ্ঠা এর
২১

কোনটি বস্তু নয় ?

.
মাটি
.
জল
.
লবণ
.
বায়ু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বায়ু এক ধরনের মিশ্র পদার্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
২২

আমাদের দেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে ১৯৮২ সালের কোন মাসে ?

.
জানুয়ারি
.
জুন
✓ সঠিক উত্তর
.
জুলাই
.
ডিসেম্বর

ব্যাখ্যা

১৯৮২ সালের জুন  থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য ‘আন্তর্জাতিক’ বা ‘সিস্টেম অব ইন্টারন্যাশনাল ইউনিট’ (SI) গ্রহণ করা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986
২৩

টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় ?

.
স্ক্রিনিং
✓ সঠিক উত্তর
.
স্ক্যানিং
.
ট্যানিং
.
গ্যানিং

ব্যাখ্যা

প্রকৃতপক্ষে অনেকগুলো স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র। ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলো স্থিরচিত্র (২৪ ফ্রেম/সেকেণ্ড অথবা বেশি) গ্রহণ করে। এই ছবিগুলোকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয়, তখন আমাদের চোখে এগুলো চলচ্চিত্র বলে মনে হয়। ফ্রেমে এই দ্রুতগতিতে ছবি পরিবর্তনের কারিগরি কৌশলটি আমাদের চোখে ধরা পড়ে না। চলচ্চিত্রকে খুবই ধীরগতিতে দেখলে এসব স্থিরচিত্রকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। অ্যানালগ টিভি ক্যামেরা এসব ছবির পিক্সেলকে সাধারণত ৫২৫টি লাইনে ভাগ করে ‘লাইন বাই লাইন’ বেতারতরঙ্গের মাধ্যমে প্রেরণ করে। একই সঙ্গে শব্দতরঙ্গকে আলাদা সিগন্যালের মাধ্যমে প্রেরণ করে। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে “স্ক্রিনিং” বা ”স্ক্যানিং” বলা হয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: টেলিভিশনরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 1986