১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

মোট প্রশ্ন: ৫১

পৃষ্ঠা এর পরবর্তী

'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

.
অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
.
বিষের বাঁশি
.
দোলন চাঁপা
.
বাঁধনহারা

ব্যাখ্যা

অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি' গানের রচিয়তা কে?

.
আব্দুল গাফ্‌ফার চৌধুরী
✓ সঠিক উত্তর
.
আলতাফ মাহমুদ
.
আব্দুল লতিফ
.
আব্দুল আলীম

ব্যাখ্যা

১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " এ গানের গীতিকার - আব্দুল গাফফার চৌধুরী।
২.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " এ গানের ১ম সুরকার - আব্দুল লতিফ।
৩. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাটপিক: গানের রচয়িতা ও সুরকাররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো -----

.
পরশুরাম
.
নীললোহিত
.
ভানুসিংহ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
গাজী মিয়া

ব্যাখ্যা

ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচিয়তা------

.
রফিকুল ইসলাম
.
রশীদ করিম
.
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
✓ সঠিক উত্তর
.
কর্নেল সিদ্দিক মালিক

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধকালে ইস্টার্ন জোনের ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিংয়ের লেখা বই - ইন্ডিয়াস ওয়ারস সিন্স ইনডিপেনডেন্টস: দ্য লিবারেশন অব বাংলাদেশ (ভলিউম: ওয়ান)।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

ভায়াগ্রা কি?

.
একটি জলপ্রপাত
.
নতুন একটি ঔষধ
✓ সঠিক উত্তর
.
সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
.
নতুন জাহাজের নাম
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?

.
ইনসুলিন
✓ সঠিক উত্তর
.
থাইরক্সিন
.
এনড্রোজেন
.
এস্ট্রোজেন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: হরমোনরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

.
উত্তাপ অনেক বেড়ে যাবে
.
বৃষ্টিপাত কমে যাবে
.
নিম্নভূমি নিমজ্জিত হবে
✓ সঠিক উত্তর
.
সাইক্লোনের প্রবণতা বাড়বে

ব্যাখ্যা

গ্রীনহাউজের পরিণতিতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব যে দেশগুলোতে মারাত্বক আকার ধারণ করবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। পরিবেশবাদী সংস্থা জার্মান ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশকে ৭ম ঝুকিপূর্ন দেশ বলে চিহ্নিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ - ৫ সেন্টিমিটার বৃদ্ধিতে তলিয়েযাবে বাংলাদেশের ১৭% নিম্নাঞ্চল আর সেই সাথে ৩কোটি মানুষ হবে ক্লাইমেট রিফিউজি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

.
ক্লোরোফ্লোরো কার্বন
✓ সঠিক উত্তর
.
কার্বন মনোক্সাইড
.
কার্বন ডাইঅক্সাইড
.
মিথেন

ব্যাখ্যা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন অবমুক্ত হয়ে বায়ুমন্ডলের ওজনস্তরের সাথে সারায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফাটলের সৃষ্টি করছে। ক্লোরোফ্লুরোকার্বন থেকে অতিবেগুনীরশ্মির প্রভাবে ক্লোরিন অনু মুক্ত হয়ে আসে। এই ক্লোরিন অনুই পরবর্তীতে ওজোন অনুর সাথে বিরকিয়ে ঘটিয়ে ক্ষয় করতে থাকে। এইভাবে ওজনস্তরে ফাটলের সৃষ্টি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাত্যহিক জীবনে রসায়নরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?

.
২০ জোড়া
.
২২ জোড়া
.
২৩ জোড়া
✓ সঠিক উত্তর
.
২৫ জোড়া

ব্যাখ্যা

মানবদেহে সাধারণত ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম, এদেরকে অটোজম বলা হয়। বাকি ১ জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১০

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

.
পেপসিন
.
এমাইলেজ
.
রেনিন
✓ সঠিক উত্তর
.
ট্রিপসিন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পাকস্থলী (Stomach)রেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১১

ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?

.
নেনী
.
টমি
.
শেলী
.
ডলি
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ক্লোনিংরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১২

প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় ----

.
ইথেন
.
এমোনিয়া
.
মিথেন
✓ সঠিক উত্তর
.
বিউটেন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাণিজগতের শ্রেণিবিন্যাসরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৩

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

.
কয়লা
.
চুনাপাথর
.
সাদামাটি
.
গ্যাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভূতাত্ত্বিক পরিবেশে সঞ্চিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদসমূহ হচ্ছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, নুড়িপাথর, গন্ডশিলা (Boulder), কাচবালি, নির্মাণকার্যে ব্যবহূত বালু, চীনামাটি, ইটের মাটি, পিট এবং সৈকত বালি ভারি মণিক (Beach Sand Heavy Minerals)।
বিষয়: ভূগোলটপিক: খনিজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৪

নাসা কোন দেশের সংস্থা?

.
জার্মানি
.
রাশিয়া
.
ফ্রান্স
.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নাসা যুক্তরাষ্ট্রের সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৫

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

.
বাংলাদেশ
.
পাকিস্তান
.
সৌদি আরব
.
ইন্দোনেশিয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৬

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

.
ব্যাংকক
.
সিঙ্গাপুর
.
টোকিও
.
ম্যানিলা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ADB HQ - Mandaluyong, Manila, Philippines
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিখ্যাত ব্যাংকরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৭

কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

.
অলিভেটি
.
আইবিএম
.
অ্যাপেল ম্যাকিনটশ
.
মাইক্রোসফট্‌
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট্‌।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৮

যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে?

.
১২ শতাংশ
.
১০ শতাংশ
.
১৩ শতাংশ
✓ সঠিক উত্তর
.
১১ শতাংশ

ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ১৩ শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফিলিস্তিনরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
১৯

বাংলাদেশে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান কত?

.
১.৬৬%
✓ সঠিক উত্তর
.
১০%
.
৬.৫%
.
১৫%

ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৭ - ১৮ অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১.৬০% (প্রাক্কলিত)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের প্রাণিজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২০

বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়োদুধ আমদানি করা হয়?

.
৭৫০ কোটি টাকা
✓ সঠিক উত্তর
.
৪০০ কোটি টাকা
.
৩০০ কোটি টাকা
.
১২৫কোটি টাকা

ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশ ১, ০৪, ০০০ টন গুড়ো দুধ আমদানি করে। যার বাজারমূল্য ছিল ৩, ৬০০ কোটি টাকা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)