১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

মোট প্রশ্ন: ৫১

২১

সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?

.
প্রফেসর ড. আব্দুস সালাম
.
প্রফেসর নরম্যান বোরলগ
✓ সঠিক উত্তর
.
ড. আব্দুল কাদের
.
ড. স্বামিনাথন

ব্যাখ্যা

সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন প্রফেসর নরম্যান বোরলগ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২২

রপ্তানি আয়ে বর্তমানে প্রাণিসম্পদের অবদান কত?

.
৪.৯ ভাগ
✓ সঠিক উত্তর
.
১০ ভাগ
.
১২ ভাগ
.
১৩ ভাগ

ব্যাখ্যা

২০১৭ - ১৮ অর্থবছরে রপ্তানি আয়ে প্রাণিসম্পদের (মৎস ও চামড়া) অবদান ছিল ৪.৭৯ শতাংশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের প্রাণিজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৩

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

.
কয়লা
.
চুনাপাথর
.
সাদামাটি
.
গ্যাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভূতাত্ত্বিক পরিবেশে সঞ্চিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদসমূহ হচ্ছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, নুড়িপাথর, গন্ডশিলা (Boulder), কাচবালি, নির্মাণকার্যে ব্যবহূত বালু, চীনামাটি, ইটের মাটি, পিট এবং সৈকত বালি ভারি মণিক (Beach Sand Heavy Minerals)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: খনিজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৪

যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?

.
জর্জ ওয়াশিংটন
.
আব্রাহাম লিংকন
✓ সঠিক উত্তর
.
রুজভেল্ট
.
কেনেডি

ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৫

বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

.
১৬ বছর
.
১৮ বছর
✓ সঠিক উত্তর
.
২০ বছর
.
২১ বছর

ব্যাখ্যা

বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স ১৮ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৬

কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির ----

.
১৬ শতাংশ
.
২০ শতাংশ
.
২৫ শতাংশ
✓ সঠিক উত্তর
.
৩০ শতাংশ

ব্যাখ্যা

একটি দেশের আয়তনের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির পরিমাণ প্রায় আঠারো শতাংশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৭

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস -----

.
১৪ ডিসেম্বর
✓ সঠিক উত্তর
.
১৬ ডিসেম্বর
.
২১ ডিসেম্বর
.
২৩ ডিসেম্বর

ব্যাখ্যা

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস - - - - ১৪ ডিসেম্বর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবসরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৮

উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

.
রাজশাহী
.
নওগাঁ
.
বগুড়া
.
নাটোর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নাটোরশহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দিঘাপতিয়ারাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামেরউপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। ১৯৪৭ সালে তৎকালীনপাকিস্তান সরকার জমিদারী প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজ প্রাসাদটি পরিত্যাক্ত থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: উত্তরা গণভবনরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
২৯

১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?

.
রোনালদো
.
জিদান
.
সুকের
✓ সঠিক উত্তর
.
বেবেতা

ব্যাখ্যা

সর্বশেষ ২০২২  কাতার বিশ্বকাপে ৮টি গোল করে গোল্ডেন বুট পান এমবাপ্পে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩০

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

.
জেনেভা
.
প্যারিস
.
লন্ডন
.
রোম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা Food and Agriculture Organization । উন্নত ও উন্নয়নশীল দুই ধরনের দেশেই সক্রিয়। বিভিন্ন দেশকে আধুনিক ও উন্নত কৃষি, বনায়ন ও মৎস্য চাষে সহায়তা করে। ফলে সবার জন্য খাদ্যের নিশ্চয়তার সুযোগ তৈরি হয়। লাতিন ভাষায় এর স্লোগান ‘ফিয়াত পানিস’—‘সবার জন্য রুটি’। সদস্যসংখ্যা ১৯৭টি রাষ্ট্র। এফএওর সদস্য সংগঠন ইউরোপীয় ইউনিয়ন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩১

বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?

.
আশি
.
একাশি
✓ সঠিক উত্তর
.
ষাট
.
চৌষট্টি

ব্যাখ্যা

হযরত খানজাহান (রঃ) কর্তৃক নির্মিত অপূর্ব কারম্নকার্য খচিত পাঁচ শতাব্দীরও অধিক কালের পুরাতন বিশালায়তন এ মসজিদটি তাঁর দরগাহ হতে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। স্থাপত্য কৌশলে ও লাল পোড়া মাটির উপর লতাপাতার অলংকরণে মধ্য যুগীয় স্থাপত্য শিল্পে এ মসজিদ এক বিশেষ স্থান অধিকার করে আছে। যদিও ইহা ষাটগম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃত পক্ষে চতুস্কোনের বুরম্নজের উপর চারটি গম্বু^জসহ এতে মোট ৭৪টি গুম্বজ আছে এবং মধ্যের সারির বাংলা চালের অনুরূপ ৭টি চৌচালা গম্বু^জসহ এতে মোট ৮১টি গম্বু^জ আছে। বিশেষভাবে লক্ষনীয় যে, এর প্রার্থনা কক্ষের চৌচালা ছাদ ও গম্বু^জগুলি ইট ও পাথরের ষাটটি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: খান জাহান আলীরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩২

স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

.
১৯টি
.
৯টি
.
৮টি
.
১১টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা আমরা সবাই জানি। জানি আমাদের মুক্তির কথা, স্বাধীনতার কথা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ, মানে সে সময়ের পূর্ব পাকিস্তানকে যে কতগুলো সেক্টরে ভাগ করা হয়েছিল, তাও জানো নিশ্চয়ই। যুদ্ধ করার জন্য পুরো দেশটাকে ১১টা ভাগে ভাগ করা হয়েছিল। এগুলোই হচ্ছে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর। চলো আজ জেনে নিই কোন কোন জেলা নিয়ে কোন কোন সেক্টর গঠিত হয়েছিল এবং কারা ছিলেন কমান্ডার।

সেক্টর ১
ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল সেক্টর ১। এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।

সেক্টর ২
ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল সেক্টর ২। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর হায়দার।

সেক্টর ৩
ঢাকার কিছু অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লা ছিল সেক্টর ৩ এর আওতায়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর নুরুল্লাহ।

সেক্টর ৪

সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল সেক্টর ৪। সেক্টর কমান্ডার ছিলেন মেজর সি এর দত্ত।

সেক্টর ৫

সেক্টর ৫ গঠিত হয় সিলেট জেলার অংশ বিশেষ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে। মেজর মীর শওকত আলী ছিলেন সেক্টর কমান্ডার।

সেক্টর ৬
রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা নিয়ে গঠিত হয় সেক্টর ৬। সেক্টর কমান্ডার ছিলেন ইউং কমান্ডার বাশার।

সেক্টর ৭

দিনাজপুরের দক্ষিণ অঞ্চল, রাজশাহী, পাবনা, বগুড়া ও রংপুরের কিছু অংশ ছিল এই সেক্টরের অন্তর্ভুক্ত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কাজী নুরুজ্জামান।

সেক্টর ৮
কুষ্টিয়া, যশোর, খুলনা ও ফরিদপুরের কিছু অংশ ছিল সেক্টর ৭ এর অন্তর্ভুক্ত। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম এ মঞ্জুর।

সেক্টর ৯
খুলনার কিছু অংশ, বরিশাল ও পটুয়াখালী নিয়ে গঠিত হয় সেক্টর ৯। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল ও তারপর মেজর জয়নাল আবেদীন।

সেক্টর ১০
এ সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও আভ্যন্তরীন নৌ - পরিবহন। এ সেক্টরে নৌ কমান্ডোরা যখন যে সেক্টরে মিশনে নিয়োজিত থাকতেন, তখন সে সেক্টরের কমান্ডারের নির্দেশে কাজ করতেন।

সেক্টর ১১
কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় সেক্টর ১১। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফট্যান্যান্ট এম হামিদুল্লাহ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সেক্টর ও সেক্টর কমান্ডারগণরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৩

বাংলাদেশের জাতীয় পাখি -----

.
ময়না
.
কাক
.
শালিক
.
দোয়েল
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৪

রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ----

.
পললগঠিত সমভূমি
.
বরেন্দ্রভূমি
✓ সঠিক উত্তর
.
চলনবিল
.
পাহাড়পুর

ব্যাখ্যা

রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত - - - - বরেন্দ্রভূমি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৫

বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

.
১৭.৫০ শতাংশ
✓ সঠিক উত্তর
.
১২ শতাংশ
.
১৬ শতাংশ
.
৯ শতাংশ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৬

বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -----

.
৪.৮ কিমি
✓ সঠিক উত্তর
.
৭.২ কিমি
.
৬ কিমি
.
৬.২ কিমি

ব্যাখ্যা

Padma Bridge:
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু সেতু-Bangbandhu Bridgeরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৭

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি?

.
বলাকা
.
শাপলা
.
কাছিবেষ্টিত নোঙর
✓ সঠিক উত্তর
.
রণতরী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নৌ বাহিনীরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৮

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

.
ময়মনসিংহে
.
বগুড়ায়
.
সোনারগাঁওয়ে
✓ সঠিক উত্তর
.
রাঙামাটিতে

ব্যাখ্যা

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: লোকশিল্প জাদুঘররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৩৯

কসোভো কোথায় অবস্থিত?

.
ইউরোপে
✓ সঠিক উত্তর
.
সার্বিয়ায়
.
রুমানিয়ায়
.
গ্রিসে

ব্যাখ্যা

কসোভো ইউরোপের নবীনতম স্বাধীন দেশ, যার রাজধানী প্রিস্টিনা। ১৭ ফেব্রুয়ারী ২০০৮ সালে দেশটি সার্বিয়ার নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কসোভোরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪০

গিন্ডার কোন দেশের মুদ্রার নাম?

.
নরওয়ে
.
নেদারল্যান্ডস
✓ সঠিক উত্তর
.
রুমানিয়া
.
গ্রিসে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)