১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)

মোট প্রশ্ন: ৫১

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৪১

নেপালের পার্লামেন্টের নাম কি?

.
ফেদেরাল পার্লামেন্ট
✓ সঠিক উত্তর
.
পঞ্চায়েত
.
কংগ্রেস
.
মজলিস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নেপালরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪২

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

.
গ্রিসে
.
ইতালিতে
.
তুরস্কে
✓ সঠিক উত্তর
.
স্পেনে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৩

গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

.
মি. জে এইচ বি হেলেন
.
লর্ড লিনলিথগো
✓ সঠিক উত্তর
.
লর্ড ক্লাইভ
.
ওয়ারেন হেস্টিংস

ব্যাখ্যা

গবাদি পশুর জাত উন্নয়নে পাক - ভারত উপমহাদেশে ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিনলিথগো।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৪

বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?

.
সিরাজগঞ্জ
✓ সঠিক উত্তর
.
দিনাজপুর
.
বরিশাল
.
ফরিদপুর

ব্যাখ্যা

বাংলাদেশের গো - চারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ অঞ্চলে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সিরাজগঞ্জ জেলারেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৫

বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

.
২০০ মার্কিন ডলার
.
২২৫ মার্কিন ডলার
.
২৪০ মার্কিন ডলার
.
২৬০ মার্কিন ডলার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২০১৭ - ১৮ অর্থবছরে চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ১, ৭৫২ মার্কিন ডলার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাথাপিছু আয়রেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৬

বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ----

.
২ ডিসেম্বর, ১৯৯৭
✓ সঠিক উত্তর
.
৩ ডিসেম্বর, ১৯৯৭
.
২২ ডিসেম্বর, ১৯৯৭
.
৩ জানুয়ারি, ১৯৯৮

ব্যাখ্যা

বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় - - - - ২ ডিসেম্বর, ১৯৯৭।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ চুক্তিরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৭

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

.
জেনেভা
.
নিউইয়র্ক
✓ সঠিক উত্তর
.
হেগ
.
প্যারিস

ব্যাখ্যা

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক এ অবস্থিত.
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৮

'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

.
অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
.
বিষের বাঁশি
.
দোলন চাঁপা
.
বাঁধনহারা

ব্যাখ্যা

অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৪৯

'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি' গানের রচিয়তা কে?

.
আব্দুল গাফ্‌ফার চৌধুরী
✓ সঠিক উত্তর
.
আলতাফ মাহমুদ
.
আব্দুল লতিফ
.
আব্দুল আলীম

ব্যাখ্যা

১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " এ গানের গীতিকার - আব্দুল গাফফার চৌধুরী।
২.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " এ গানের ১ম সুরকার - আব্দুল লতিফ।
৩. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। " গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাটপিক: গানের রচয়িতা ও সুরকাররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৫০

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো -----

.
পরশুরাম
.
নীললোহিত
.
ভানুসিংহ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
গাজী মিয়া

ব্যাখ্যা

ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)
৫১

'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচিয়তা------

.
রফিকুল ইসলাম
.
রশীদ করিম
.
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
✓ সঠিক উত্তর
.
কর্নেল সিদ্দিক মালিক

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধকালে ইস্টার্ন জোনের ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিংয়ের লেখা বই - ইন্ডিয়াস ওয়ারস সিন্স ইনডিপেনডেন্টস: দ্য লিবারেশন অব বাংলাদেশ (ভলিউম: ওয়ান)।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (প্রাণিসম্পদ) (11-12-1998)