প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

মোট প্রশ্ন: ২৩

পৃষ্ঠা এর পরবর্তী

প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?

.
কাঠমুণ্ডু
✓ সঠিক উত্তর
.
ঢাকা
.
নয়াদিল্লী
.
কলম্বো

ব্যাখ্যা

প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কাঠমুণ্ডু।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---

.
১৯৬০ সালে
.
১৯৬২ সালে
.
১৯৬৫ সালে
.
১৯৬৬ সালে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - - - ১৯৬৬ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?

.
রাঙামাটির চন্দ্রঘোনায়
✓ সঠিক উত্তর
.
সিলেটের ছাতকে
.
পাবনার পাকশীতে
.
কুষ্টিয়ার জগতিতে

ব্যাখ্যা

কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

.
শূন্য
.
অসীম
✓ সঠিক উত্তর
.
ভূপৃষ্ঠের সমান
.
ভূপৃষ্ঠ থেকে কম

ব্যাখ্যা

একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

.
ওয়াট
.
ওয়াট-ঘণ্টা
.
কিলোওয়াট-ঘণ্টা
✓ সঠিক উত্তর
.
কুলম্ব

ব্যাখ্যা

বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?

.
নেপাল
.
পাকিস্তান
.
ভুটান
.
বাংলাদেশ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমজাদ হোসেন সিয়াম একজন পাকিস্তানি কূটনীতিক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: SAARC-সার্করেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?

.
মোহাম্মদ রেজা পাহলভি
.
আয়াতুল্লাহ আলী খামেনি
.
রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
✓ সঠিক উত্তর
.
আহমাদিনেজাদ

ব্যাখ্যা

ইরানের ইসলামি বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইরানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?

.
সচেতনতা সৃষ্টি
✓ সঠিক উত্তর
.
শিক্ষার ব্যবস্থা
.
আক্রান্তদের এড়িয়ে চলা
.
আক্রোন্তদের প্রতি যত্নবান হওয়া

ব্যাখ্যা

এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কার্যকরী হচ্ছে সচেতনতা সৃষ্টি।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

.
৩,৮৪,০০০ কিমি
✓ সঠিক উত্তর
.
৩,৯৫,০০০ কিমি
.
৪,০৫,০০০ কিমি
.
৪,২০,০০০ কিমি

ব্যাখ্যা

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩, ৮৪, ০০০ কিমি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১০

বাংলাদেশ সরকার কোন সালে 'জাতীয় পরিবেশ নীতি' ঘোষণা করে?

.
১৯৯৫
.
১৯৯৭
.
১৯৯৯
.
১৯৯২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশ সরকার ১৯৯২ সালে 'জাতীয় পরিবেশ নীতি' ঘোষণা করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১১

কত সালে জাতিসংঘ গঠিত হয়?

.
১৯৪৩
.
১৯৪৪
.
১৯৪৫
✓ সঠিক উত্তর
.
১৯৪৬

ব্যাখ্যা

১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১২

ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় ----

.
অক্সিজেন
✓ সঠিক উত্তর
.
হাইড্রোজেন
.
নাইট্রোজেন
.
কার্বন

ব্যাখ্যা

ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় - - অক্সিজেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৩

কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় ---

.
স্মৃতি অংশ
.
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
.
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
✓ সঠিক উত্তর
.
শক্ত ধাতব অংশ

ব্যাখ্যা

কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় - - - কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৪

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

.
১২ ভাগ
.
১৫.৮ ভাগ
.
১৯ ভাগ
.
২৫ ভাগ
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৫

কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?

.
বেলে মাটি
✓ সঠিক উত্তর
.
এটেল মাটি
.
দোআঁশ মাটি
.
এর কোনোটিই নয়

ব্যাখ্যা

মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম বেলে মাটিতে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাটি, পানি, তেল, গ্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৬

পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---

.
কমে যায়
✓ সঠিক উত্তর
.
বেশি হয়
.
অপরিবর্তিত থাকে
.
কোনোটিই সঠিক নয়

ব্যাখ্যা

পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল - - - কমে যায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৭

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

.
জাভা
.
গ্রীনল্যান্ড
✓ সঠিক উত্তর
.
আইসল্যান্ড
.
মাদাগাস্কার

ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৮

কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ----

.
শনিবার রাত্রি ১০টা
✓ সঠিক উত্তর
.
শনিবার দুপুর ৪টা
.
শুক্রবার রাত্রি ১০টা
.
শনিবার ভোর ৪টা

ব্যাখ্যা

কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে - - - - শনিবার রাত্রি ১০টা।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
১৯

১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?

.
আরবীয়দের
.
মিশরীয়দের
✓ সঠিক উত্তর
.
দাবিয়ুসের
.
ক্যাম্বসেসের

ব্যাখ্যা

১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি মিশরীয়দের।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মিশরীয় সভ্যতারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)
২০

এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন কে?

.
হুসেন শাহ
.
সম্রাট জাহাঙ্গীর
.
রাজা টোডরমল
✓ সঠিক উত্তর
.
ইংরেজরা

ব্যাখ্যা

এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন রাজা টোডরমল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(করতোয়া-04) (24-02-2012)