রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

মোট প্রশ্ন: ২৫

পৃষ্ঠা এর পরবর্তী

কোনটি জৈব সার নয়?

.
সবুজ সার
.
গোবর সার
.
কম্পোষ্ট সার
.
ইউরিয়া সার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ইউরিয়া জৈব সার নয় ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ ---

.
জাপান
.
যুক্তরাজ্য
.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
জার্মানি

ব্যাখ্যা

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যথাক্রমে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

'দারফুর' কোথায় অবস্থিত?

.
কঙ্গো
.
নাইজেরিয়া
.
জিম্বাবুয়ে
.
সুদান
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

ইউরোপিয়ান ইউনিয়নের 'সদর দফতর' কোথায় অবস্থিত?

.
লন্ডন
.
ব্রাসেলস
✓ সঠিক উত্তর
.
হেগ
.
প্যারিস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ---

.
ভ্যাটিকান সিটি
✓ সঠিক উত্তর
.
মালদ্বীপ
.
সিঙ্গাপুর
.
আয়ারল্যান্ড

ব্যাখ্যা

পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?

.
.
✓ সঠিক উত্তর
.
.

ব্যাখ্যা

কুমিল্লা আখাউড়া - ভৌরব এবং ঢাকা শহর ফরিদপুর, নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল 2 নং সেক্টরের অধীনে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আলোচিত যুদ্ধরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?

.
সৌদি আরব
.
ইরান
.
মিসর
.
ইরাক
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?

.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
পদ্মা
.
সুরমা
.
যমুনা

ব্যাখ্যা

বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী মেঘনা। আসামের পার্বত্য অঞ্চল থেকে 'বরাক' নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলীতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরো দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় ৬৫০ মাইল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)

বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

.
২৪০০ বর্গমাইল
✓ সঠিক উত্তর
.
১৯৫০ বর্গমাইল
.
১৭৬০ বর্গমাইল
.
১২২৫ বর্গমাইল

ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তন ১০, ০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অন্তর্গত ৬০১৭ বর্গ কিলোমিটার বা ২৪০০ বর্গ মাইল। ইউনেস্কো ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুন্দরবনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১০

প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

.
৭ বছর
.
৬ বছর
.
৫ বছর
✓ সঠিক উত্তর
.
৩ বছর

ব্যাখ্যা

প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নির্বাচন কমিশনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১১

ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেছিলেন ---

.
নবাব সলিমুল্লাহ
.
মির্জা আহমেদ খান
.
মির্জা গোলাম পীর
✓ সঠিক উত্তর
.
শায়েস্তা খান

ব্যাখ্যা

খ এবং গ অপশন দুইটির ব্যক্তি একই।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: তারা মসজিদরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১২

ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?

.
১৭৮১ থেকে ১৮৪০ পর্যন্ত
.
১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত
✓ সঠিক উত্তর
.
১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত
.
১৭১৯ থেকে ১৮৬২ পর্যন্ত

ব্যাখ্যা

সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে (১৭৬০ - ১৮০০ খ্রিস্টাব্দ) ভারতবর্ষের বাংলাতে সন্ন্যাসী ও ফকির বা মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝানো হয়ে থাকে। ঐতিহাসিক এ আন্দোলন ফকির - সন্ন্যাসী বিদ্রোহ নামেও পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলায় স্বাধীকার আন্দোলন ও অন্যান্য আন্দোলনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৩

ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

.
নিউইয়র্ক
.
প্যারিস
✓ সঠিক উত্তর
.
রোম
.
জেনেভা
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization (ইউনেস্কো)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৪

দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ---

.
উত্তর কোরিয়া
.
দক্ষিণ কোরিয়া
.
চীন
.
ভিয়েতনাম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মহাদেশীয় দক্ষিণ - পূর্ব এশিয়া, যা এশিয়া মহাদেশের মূল ভূ - খণ্ডের দক্ষিণ - পূর্ব কোণায় অবস্থিত একটি উপদ্বীপ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া মহাদেশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৫

আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

.
১৯৬৬ সালে
.
১৯৬৭ সালে
.
১৯৬৮ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৭৯ সালে

ব্যাখ্যা

আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই মামলার আসামি ছিল ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আগরতলা মামলারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৬

বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

.
পাঁচ
.
সাত
✓ সঠিক উত্তর
.
আট
.
দশ

ব্যাখ্যা

বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৭

কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

.
১৯৯৫
.
১৯৯৪
.
১৯৯৩
.
১৯৯২
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাবরী মসজিদরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৮

কোনটি ক্ষুদ্রতম?

.
সেন্টিমিটার
✓ সঠিক উত্তর
.
ডেসিমিটার
.
হেকটোমিটার
.
কিলোমিটার

ব্যাখ্যা

সেন্টিমিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এক ধরনের একক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্ষুদ্রতমরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
১৯

কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?

.
UNDP
.
UNICEF
.
UNESCO
✓ সঠিক উত্তর
.
এর কোনোটিই নয়

ব্যাখ্যা

৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুন্দরবনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)
২০

'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?

.
ওয়াশিংটন
.
প্যারিস
.
মস্কো
.
লন্ডন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘররেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (09-12-2011)