Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014

মোট প্রশ্ন: ৪৯

২১

Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word: APPLAUD

.
request
.
criticise
✓ সঠিক উত্তর
.
pray
.
flatter

ব্যাখ্যা

APPLAUD - করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো, প্রশংসা করা।
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২২

Select from the options, the pair having a similar relationship to the first pair: Promise : Fulfill : :

.
Pawn : Redeem
.
Pledge : Deny
.
Law : Enforce
✓ সঠিক উত্তর
.
Confession : Hedge

ব্যাখ্যা

Promise (প্রতিশ্রুতি) : Fulfill (প্রতিপালন করা) । অর্থাৎ প্রতিশ্রুতি প্রতিপালন করাক জন্যই
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৩

Select from the options, the pair having a similar relationship to the first pair: Debate : Forensic : :

.
Drama : Histrionic
.
Opera : Spoken
.
Concerto : Harmanising
.
Argument : Domestic
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Debate (বিতর্ক/তর্ক যুদ্ধ) is a part of forensic (মামলা পরিচালন নৈপুণ্য/ আদালত সম্পর্কীয়) (a) Drama (নাটক) is a part of Histrionic (নাটকীয়) [No meaning] (b) Opera (গীতিনাট্য) is a part of Spoken (যা বলা হয়েছে) [no meaning]
বিষয়: ইংরেজিটপিক: Pair of Wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৪

Select from the options, the pair having a similar relationship to the first pair: Notable : Notorious : :

.
Philanthropic : Benevolent
.
Philandering : Pleasant
.
Nefarious : Secret
.
Philanthropic : Miserly
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Notable (উল্লেখযোগ্য/বিখ্যাত) is opposite word of Notorious (কুখ্যাত)। এক্ষেত্রে আমাদের পরস্পর বিপরীত দুটি word খুঁজে বের করতে হবে।
বিষয়: ইংরেজিটপিক: Pair of Wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৫

Select from the options, the pair having a similar relationship to the first pair: Earnest : Immoral : :

.
Land : Evil
.
Dissolute : Lascivious
.
Restrained : Wanton
✓ সঠিক উত্তর
.
Shore : Reef

ব্যাখ্যা

Earnest (আগ্রহ, আন্তরিক, অকপট) : Immoral (নীতি - গর্হিত, কুকর্ম) এই শব্দ দুটিও পরস্পর বিপরীত অর্থই বোঝায়। তাই অপশন গুলোর মধ্যে দুটি বিপরীত pair of word খুঁজে বের করতে হবে।
বিষয়: ইংরেজিটপিক: Pair of Wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৬

Select from the options, the pair having a similar relationship to the first pair: Cloud : Storm : :

.
Container : Contained
.
Portent : Disaster
.
Cumulus : Gale
✓ সঠিক উত্তর
.
Thunder : Lightning

ব্যাখ্যা

Cloud (মেঘ) is an indication of storm (ঝড়)। এবার bridge sentence টি অপশনগুলোতে প্রয়োগ করব।
বিষয়: ইংরেজিটপিক: Pair of Wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৭

Fill in the blanks : Much as Rome ----roads through Europe in the years of the Roman Empire, britain ----Railways and strung telegraph wires in India,

.
had built, built
✓ সঠিক উত্তর
.
built, built
.
builds, is building
.
had built, was building

ব্যাখ্যা

দুইটি Past ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে সেটি past perfect , অন্যটি past indefinite হবে।
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৮

Fill in the blanks : "Well" is usually an adverb and so describes ----, but when it refers to health it can be an adjective and describle ---

.
Adjectives, Verbs
.
Nouns, Pronouns
.
Adjectives, Nouns
.
Verbs, Nouns
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

adverb সমূহ midify করে verb, adjective করে Noun কে।
বিষয়: ইংরেজিটপিক: The Adverbরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
২৯

Fill in the blanks : Each of the students who filled out the admission form ----the test.

.
have appeared at
.
has appeared at
✓ সঠিক উত্তর
.
are appearing at
.
is appearing

ব্যাখ্যা

Each দিয়ে singular Noun বোঝায়। তাই has অথবা is হবে। কিন্তু পরীক্ষা দেয়া অর্থে appear at হওয়ায় (b) সঠিক।
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩০

Fill in the blanks : One -third of the students-----present in the class.

.
is
.
are
✓ সঠিক উত্তর
.
remains
.
do not

ব্যাখ্যা

ভগ্নাংশবাচক word বা phrase - এর পর of + plural countable noun আসলে verb ও plural হয়। সুতরাং (b) সঠিক।
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩১

Fill in the blanks : Let's discuss--the ways of improving the basic skills of English.

.
about
.
on
.
no preposition needed
✓ সঠিক উত্তর
.
of

ব্যাখ্যা

Discuss - এর পরে কোনো prepositonএর দরকার হয় না।
বিষয়: ইংরেজিটপিক: Englishরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩২

Select from the alternative, the word that conveys the same meaning as the word given in capital letter : PRECARIOUS

.
temporal
.
dangerous
.
heavy
.
unstable
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

PRECARIOUS - পরের ইচ্ছাধীন, অনিশ্চিত, দৈবাধীন। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) temporal - সময়গত, পার্থিব, (b) dangerous - বিপজ্জনক, বিপৎসংকুল। (c) heavy - ভারী, ওজনবিশিষ্ট, (d) Unstable - পরিবর্তনশীল, অস্থিতিশীল। তাই অর্থগুলোর মধ্যে সাদৃশ্য পাওয়া যায় (d) এর সাথে।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৩

Select from the alternative, the word that conveys the same meaning as the word given in capital letter : RECKLESS

.
rude
.
uncontrolled
✓ সঠিক উত্তর
.
adventurous
.
strong

ব্যাখ্যা

RECKLESS - বেপরোয়া, অপরিণামদর্শী, অসংযত, অবিবেচক। প্রদত্ত অপশন গুলোর মধ্যে (a) Rude - অভদ্র, অমার্জিত, রূঢ়। (b) Uncontrolled - বেয়াড়া, নিয়ন্ত্রণহীন, অদম্য, অবাধ্য। (c) adventurous - রোমাঞ্চপ্রিয়, অভিযান প্রিয়। (d) Strong - শক্ত, দৃঢ়। তাই প্রদত্ত অপশনগুলো থেকে (b) এর সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৪

Select from the alternative, the word that conveys the same meaning as the word given in capital letter : SUNDRY

.
complex
.
express
.
unmatched
.
various
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

SUNDRY - নানাবিধ, বিবিধ, হরেকরকম। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) complex জটিল, দুরূহ, মিশ্র, যৌগিক। (b) express - অভিব্যক্ত করা, প্রকাশ করা। (c) Unmatched - অতুলনীয়, অপ্রতিসম, সামঞ্জস্যহীন। (d) various - বিভিন্ন, বিবিধ, কতিপয়, ভিন্ন ভিন্ন। তাই দেখা যাচ্ছে অপশনগুলোর মধ্যে (d) হলো same meaning.
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৫

Select from the alternative, the word that conveys the same meaning as the word given in capital letter : TORTUOUS

.
extreme
.
indirect
✓ সঠিক উত্তর
.
uneven
.
incidental

ব্যাখ্যা

TORTUOUS - আঁকাবাঁকা, অসরল, জটিল, প্যাঁচানো। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) extreme - চরমসীমা, চরমমাত্রা; (b) indirect - অসরল, বক্র, কুটিল, বাঁকা, তির্যক। (c) unveven - অমসৃণ, অসম, বিষম, অসমতল, বিজোড়। (d) incidental - প্রাসঙ্গিক, আনুষাঙ্গিক, ঘটনাযোগ্য। তাই Similar word হলো অপশন (b) তে দেওয়া word টি।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৬

Select from the alternative, the word that conveys the same meaning as the word given in capital letter : MELEE

.
kindness
.
brawl
✓ সঠিক উত্তর
.
simple song
.
primitive dance

ব্যাখ্যা

MELEE - দাঙ্গা, এলোমেলো লড়াই, বিশৃঙ্খল মানুষের ভিড়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) kindness - দয়ারপরবশ। (b) Brawl - তুমুল ঝগড়া বা যুদ্ধ, তর্জনগর্জন সহ। (c) simple song - সাধারণ সঙ্গীত। (d) primitive dance আদিম নৃত্য। সুতরাং অপশনগুলোর মধ্যে (b) হলো similar word।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৭

Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word: DISCORDANT

.
harsh
.
different
.
harmonious
✓ সঠিক উত্তর
.
separate

ব্যাখ্যা

DISCORDANT - বিসদৃশ, বেসুরো। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) harsh - রূঢ়, কর্কশ, নিষ্ঠুর, কঠোর। (b) Different - ভিন্ন, অন্যরকম, আলাদা। (c) harmonious - মিল, ঐকতান। (d) Separate - পৃথক, আলাদা। তাই অপশনগুলোর মধ্যে (c) তে দেওয়া word টি opposite meaning প্রকাশ করে।
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৮

Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word: PUNCTILIOUS

.
former
.
careless
✓ সঠিক উত্তর
.
observant
.
moderate

ব্যাখ্যা

PUNCTILIOUS - কেতাদুরস্ত, শিষ্টাচার সম্পন্ন, যথাযথ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (a) Former - আগেকার, পূর্বের। (b) careless যত্নহীন, অসাবধান, অসতর্ক, অমনোযোগী। (c) observant - দৃষ্টিশীল, মনোযোগী। (d) moderate - সংযত, মধ্যপন্থী, পরিমি। উপরের অপশনগুলোর মধ্যে (b) হলো বিপরীত।
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৩৯

Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word: PROFOUND

.
superficial
✓ সঠিক উত্তর
.
obscure
.
intense
.
hidden

ব্যাখ্যা

PROFOUOND - গভীর, অগাধ, সুগভীর, প্রগাঢ়।
বিষয়: ইংরেজিটপিক: phraseরেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014
৪০

Number of States with observer status in SAARC is

.
7
.
9
✓ সঠিক উত্তর
.
5
.
8

ব্যাখ্যা

There are nine (9) observers to SAARC as follows:
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: SAARC-সার্করেফারেন্স: Mercantile Bank Ltd - Management Trainee Officer - 21.11.2014