Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

মোট প্রশ্ন: ৪১

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' হিসেবে পরিচিত কে?

.
বিহারীলাল চক্রবর্তী
✓ সঠিক উত্তর
.
ঈশ্বরগুপ্ত
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
বুদ্ধদেব বসু

ব্যাখ্যা

বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

সন্ধি বিচ্ছেদ করুন : 'প্রাতরাশ'।

.
প্রাত + রাশ
.
প্রাতঃ + রাশ
.
প্রাত + আশ
.
প্রাতঃ + আশ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদের বিসর্গের সঙ্গে পর পদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন - প্রতঃ + আশ = প্রাতরাশ, নিঃ + রব = নীরব।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
নির্নিমেষ
✓ সঠিক উত্তর
.
নির্ণিমেষ
.
ণির্নিমেষ
.
ণির্নিমেশ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা কে?

.
শহীদুল্লা কায়সার
.
আবু ইসহাক
.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
.
মুনির চৌধুরী

ব্যাখ্যা

জহির রায়হান (১৯৩৫ – ১৯৭২) বাংলা উপন্যাস সাহিত্যে উল্লেখযোগ্য নাম। হাজার বছর ধরে (১৯৬৪) উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য উন্যাস তৃষ্ণা (১৯৫৫), শেষ বিকেলের মেয়ে (১৯৬০), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯), আর কত দিন (১৯৭০), কয়েকটি মৃত্যু (১৯৭৫)।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

'Referendum'-- শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ---।

.
গণভোট
✓ সঠিক উত্তর
.
উদ্ধৃতি
.
সংশোধন
.
মার্জনা

ব্যাখ্যা

বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। Referendum শব্দটির বাংলা পারিভাষিক শব্দ গণভোট।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

'ক্ষ' যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

.
ক+ষ
✓ সঠিক উত্তর
.
ক+খ
.
ক+স
.
হ+ম

ব্যাখ্যা

‘ক্ষ’ যুক্ত বর্ণটি অস্পষ্ট যুক্তব্যঞ্জন। যুক্ত হওয়া বর্ণগুলো স্পষ্ট বোঝা যায় না। বর্ণ গুলোকে আয়াস করে বুঝে নিতে হয়। যেমন - ক্ + ষ = ক্ষ, হ্ + ম = হ্ম, ঞ্ + চ = ঞ্চ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: যুক্তবর্ণরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

বাগধারার অর্থ নির্ণয় করুন : 'ছ কড়া ন কড়া'।

.
অতি গরীব
.
ইতস্তত করা
.
দেরি করা
.
সস্তা দর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বক্তব্য বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দগুচ্ছকে বাগধারা বলে। এক বা একাধিক শব্দের মিলনে কোনো লক্ষ্যার্থ প্রকাশ হলো বাগধারার উদ্দেশ্য। ছ কড়া ন কড়া বাগধারার অর্থ সস্তা দর।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

'ডালভাত' কেমন অর্থের শব্দ যোগে দ্বিরুক্ত হয়েছে?

.
সমার্থক
.
মিলনার্থক
.
বিপরীতার্থক
.
ভিন্নার্থক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: দ্বিরুক্ত শব্দ/শব্দদ্বিত্বরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

নিচের কোনটি ইন্টারনেট নেটওয়ার্কের কাঠামোর উদাহরণ?

.
SAN
.
JAN
.
TAN
.
WAN
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রধান Internet Network কাঠামো তিনটি হলো - LAN (Local Area Network), MAN (Metropolitan Area Network) ও WAN ( Wide Area Network)।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১০

কম্পিউটারে যোগ, বিয়োগ্ম গুণ, ভাগ ইত্যাদি অপারেশন কোথায় সংঘটিত হয়?

.
Arithmatic Unit
.
Logic Unit
.
Arithmatic Logic Unit
✓ সঠিক উত্তর
.
Control Unit

ব্যাখ্যা

কম্পিউটার CPU - এর প্রধান অংশ হলো ALU (Arithmetic Logic Unit) । (মাইক্রোপ্রসেসরের) এ অংশে বিভিন্ন গাণিতিক যুক্তির প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। গাণিতিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়াগুলো এখানেই সম্পন্ন হয়।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১১

ফটোশপ কোন ধরনের সফটওয়্যার?

.
অ্যাপ্লিকেশন সফ্‌টওয়্যার
✓ সঠিক উত্তর
.
সিস্টেম সফ্‌টওয়্যার
.
ইউটিলিটি সফ্‌টওয়্যার
.
এডিটর সফ্‌টওয়্যার

ব্যাখ্যা

Photoshop একটি Application Software, যার সাহায্যে ছবি সম্পাদনা করা হয় বলে এটিকে Graphics Software বলে। Adobe ইনকরপোরেটেড প্রবর্তিত এ সফটওয়্যারটি গ্রাফিক্স সফটওয়্যার গুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১২

দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

.
সন্নিহিত কোণ
.
সরলকোণ
.
পূরককোণ
.
সম্পূরক কোণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সম্পূরক কোণের ক্ষেত্রে দুই সমকোণ, পূরক কোণের ক্ষেত্রে এক সমকোণ।
বিষয়: গণিতটপিক: কোণরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৩

জামিল বাজার থেকে টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

.
৫০%
✓ সঠিক উত্তর
.
৩৩%
.
৩০%
.
৩১%

ব্যাখ্যা

লাভ = 100×জিনিসের পার্থক্য/বিক্রয় এর সংখ্যা
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৪

একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট হলো এবং মোট দশ উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?

.
২ জন
.
৩ জন
✓ সঠিক উত্তর
.
৪ জন
.
৫ জন

ব্যাখ্যা

অর্ধেক বোল্ড আউট মানে ৫ জন। এখন স্ট্যাম্প আউট x হলে কট আউট ১.৫x
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৫

একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি দৈর্ঘ্যে ৩ গুণ। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ কড় হবে?

.
৩ গুণ
.
৪ গুণ
✓ সঠিক উত্তর
.
৫ গুণ
.
৮ গুণ

ব্যাখ্যা

ছোট টুকরাটির দৈর্ঘ্য x, বড়টির 3x
বিষয়: গণিতরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৬

৯, ৩৬, ৮১, ১৪৪ ......... এর পরবর্তী সংখ্যাটি কত?

.
১৬৯
.
২২৫
✓ সঠিক উত্তর
.
২৫৬
.
২৫২

ব্যাখ্যা

32 = 9, 62 = 36, 92 = 81, 122 = 144
বিষয়: গণিতটপিক: ক্রম ও ধারা (Sequence & Series)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৭

পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?

.
.
১২
.
১৪
.
১৫
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সংখ্যাগুলো হতে পারে ১,২,৩; ২,৩,৪; ৩,৪,৫; ৪,৫,৬ প্রভৃতিি
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৮

শামীম ও রুমানা একত্রে একটি ভবনের ডিজাইন ১২ দিনে শেষ করতে পারে। শামীম একা ডিজাইনটি ২০ দিনে শেষ করতে পারে। যদি রুমানা একা ডিজাইনটি নিয়ে কাজ করে তাহলে সে কত দিনে ডিজাইনটি শেষ করতে পারবে?

.
২৫
.
৩০
✓ সঠিক উত্তর
.
৩৫
.
৪০

ব্যাখ্যা

1/12 - 1/20 = 1/30 অর্থাৎ 30 দিনে
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৯

ক ঘণ্টায় ১০ কি.মি এবং খ ১৫ কি.মি বেগে একই সময় একই স্থানে থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০ টা বেজে ১০ মিনিটের সময় এবং খ ৯ টা বেজে ৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছাল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কি.মি?

.
১৫ কি.মি
✓ সঠিক উত্তর
.
২৫কি.মি
.
২০ কি.মি
.
২৮ কি.মি

ব্যাখ্যা

বেগ = দূরত্ব/সময়,
বিষয়: গণিতটপিক: সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)রেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
২০

That which cannot be corrected.

.
Unintelligible
.
Indelible
.
Illegible
.
Incorrigible
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Unintelligible - বুঝা অসম্ভব; indelible - দাগ যা সরানো যায় না; illeglible - পড়ার মতো পরিস্কার নয়; incorrigible - যা পরিবর্তন করা যায় না।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015