Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

মোট প্রশ্ন: ৪১

পৃষ্ঠা এর পরবর্তী

কম্পিউটারের একটি ক্যারেক্টারের জন্য কতটুকু মেমোরি প্রয়োজন?

.
১ কিলো বাইট
.
১ মেগা বাইট
.
১ টেরাবাইট
.
১ গিগা বাইট

ব্যাখ্যা

কম্পিউটারে যে কোনো তথ্যের একটি ক্যারেক্টার প্রকাশ করার জন্য ১ বাইট বা ৮ বীটের প্রয়োজন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

বাংলাপিডিয়ার প্রকাশক ---

.
বাংলা একাডেমি
.
এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ
✓ সঠিক উত্তর
.
ঢাকা বিশ্ববিদ্যাল
.
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

ব্যাখ্যা

এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৫ জানুয়ারি ১৭৮৪ কলকাতায়। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি বিচারক স্যার উইলিয়াম জোনস। ৩ জানুয়ারি ১৯৫২ প্রতিষ্ঠিত হয় পাকিস্তান এশিটিক সোসাইটি পাকিস্তান এশিয়টিক সোসাইটি - এর নাম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি করা হয় ১৯৭২ সালে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাপিডিয়া প্রথম প্রকাশিত হয় ২০০৩ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাপিডিয়ারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

কোন দেশের লিখিত সংবিধান নেই?

.
যুক্তরাজ্য
✓ সঠিক উত্তর
.
জাপান
.
ফ্রান্স
.
যুক্তরাষ্ট্র

ব্যাখ্যা

যুক্তরাজ্য, সৌদিআরব, স্পেন ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। জাপানের সংবিধানকে শান্তিবাদী সংবিধান বলা হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। চীনের সংবিধান একটি অস্থায়ী সংবিধান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অলিখিত সংবিধানরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

.
৫ জুন
.
২৪ অক্টোবর
.
১০ ডিসেম্বর
✓ সঠিক উত্তর
.
১১ মার্চ

ব্যাখ্যা

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব মানবাধিকার দিবসরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

চলন বিলের মধ্য প্রবাহিত হয়েছে কোন নদী?

.
আত্রাই
✓ সঠিক উত্তর
.
করতোয়া
.
মহানন্দা
.
আড়িয়াল খাঁ

ব্যাখ্যা

বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল। চলন বিল পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত। চলন বিল বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস। এ বিলের আয়তন ৩৬৮ বর্গ কি.মি. । চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম আত্রাই।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটম্যান্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত?

.
সাতক্ষীরা
.
মেহেরপুর
.
টুঙ্গিপাড়া
✓ সঠিক উত্তর
.
নাটোর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

.
লালমনিরহাট
✓ সঠিক উত্তর
.
দিনাজপুর
.
নীলফামারী
.
রংপুর

ব্যাখ্যা

বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত। হিলি স্থলবন্দর দিনাজপুরের হামিপুরে এবং বিরল স্থলবন্দর দিনাজপুরের বিরলে অবস্থিত। চিলাহাটি বিমানবন্দর নীলফামারীর ডোমারে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্থল বন্দররেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেকোনো ছবি এর জন্য যথার্থ ফাইল এক্সটেনশন কোনটি?

.
.doc
.
.tif
✓ সঠিক উত্তর
.
.ping
.
.gief
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চলচ্চিত্ররেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015

কম্পিউটারে যোগ, বিয়োগ্ম গুণ, ভাগ ইত্যাদি অপারেশন কোথায় সংঘটিত হয়?

.
Arithmatic Unit
.
Logic Unit
.
Arithmatic Logic Unit
✓ সঠিক উত্তর
.
Control Unit

ব্যাখ্যা

কম্পিউটার CPU - এর প্রধান অংশ হলো ALU (Arithmetic Logic Unit) । (মাইক্রোপ্রসেসরের) এ অংশে বিভিন্ন গাণিতিক যুক্তির প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। গাণিতিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়াগুলো এখানেই সম্পন্ন হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১০

কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় কোনটি?

.
স্ক্যানার
.
কীবোর্ড
.
মাউস
.
মনিটর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কম্পিউটার ইনপুট ডিভাইস হলো - কী বোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার ইত্যাদি হলো কম্পিউটারের আউটপুট ডিভাইস।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১১

কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে CAN পূর্ণরুপ কি?

.
Controller Area Network
✓ সঠিক উত্তর
.
Campus Area Network
.
Complex Area Network
.
Consumer Area Network

ব্যাখ্যা

কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে CAN এর পূর্ণরূপ হলো – Controller Area Network ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১২

কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে দরকার?

.
কীবোর্ড
.
মাউস
.
হাব
✓ সঠিক উত্তর
.
মনিটর

ব্যাখ্যা

বিভিন্ন কম্পিউটার যে যোগাযোগ (Communication) ব্যবস্থা (System) দ্বারা পরস্পর যুক্ত থাকে তাকে কম্পিউটারে নেটওয়ার্ক বলে। কম্পিউটর নেটওয়ার্কে যে সংগঠন গুলো ব্যবহার করা হয় তাদের একটি হলো স্টার নেটওয়ার্ক। মাইক্রো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপনরের জন্য এই হাব বা সু্চ ব্যবহৃত হয়। এছাড়াও ট্রি - নেটওয়ার্কের ক্ষেত্রেও হাবের ব্যবহার রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৩

ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?

.
স্ট্রাসবার্গ
✓ সঠিক উত্তর
.
হামবার্গ
.
লিঅঁ
.
রোম

ব্যাখ্যা

ইউরোপীয় পার্লামেন্টের কর্মস্থল ৩টি। ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ ও স্ট্রাসবার্গ (ফ্রান্স)। ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় বা প্রশাসনিক দপ্তর লুক্সেমবার্গ। ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন বসে স্ট্রাসবার্গ (ফ্রান্স) ও ব্রাসেলসে (বেলজিয়াম)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৪

হংকং কত সালে চীনের অন্তর্ভুক্ত হয়?

.
১৯৯৭
✓ সঠিক উত্তর
.
১৯৯৮
.
১৯৯৯
.
২০০০

ব্যাখ্যা

হংকং ব্রিটেনের একটি উপনিবেশ ছিল । হংকং ১৫৬ বছর ব্রিটেনের অধীনে ছিল। হংকং –এর শে ব্রিটিশ গভর্নর ক্রীস প্যাটেন। ১১ এপ্রিল ১৯৯৭ ব্রিটেন হংকং – এর সর্বশেষ নৌ ঘাঁটিটি বন্ধ করে দেয়। ১ জুলাই ১৯৯৭ ব্রিটেন চীনের কাছে হংকংকে হস্তান্তর করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চীনরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৫

বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' হিসেবে পরিচিত কে?

.
বিহারীলাল চক্রবর্তী
✓ সঠিক উত্তর
.
ঈশ্বরগুপ্ত
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
বুদ্ধদেব বসু

ব্যাখ্যা

বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৬

সন্ধি বিচ্ছেদ করুন : 'প্রাতরাশ'।

.
প্রাত + রাশ
.
প্রাতঃ + রাশ
.
প্রাত + আশ
.
প্রাতঃ + আশ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদের বিসর্গের সঙ্গে পর পদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন - প্রতঃ + আশ = প্রাতরাশ, নিঃ + রব = নীরব।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৭

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
নির্নিমেষ
✓ সঠিক উত্তর
.
নির্ণিমেষ
.
ণির্নিমেষ
.
ণির্নিমেশ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৮

'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা কে?

.
শহীদুল্লা কায়সার
.
আবু ইসহাক
.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
.
মুনির চৌধুরী

ব্যাখ্যা

জহির রায়হান (১৯৩৫ – ১৯৭২) বাংলা উপন্যাস সাহিত্যে উল্লেখযোগ্য নাম। হাজার বছর ধরে (১৯৬৪) উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য উন্যাস তৃষ্ণা (১৯৫৫), শেষ বিকেলের মেয়ে (১৯৬০), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯), আর কত দিন (১৯৭০), কয়েকটি মৃত্যু (১৯৭৫)।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
১৯

'Referendum'-- শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ---।

.
গণভোট
✓ সঠিক উত্তর
.
উদ্ধৃতি
.
সংশোধন
.
মার্জনা

ব্যাখ্যা

বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। Referendum শব্দটির বাংলা পারিভাষিক শব্দ গণভোট।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015
২০

'ক্ষ' যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

.
ক+ষ
✓ সঠিক উত্তর
.
ক+খ
.
ক+স
.
হ+ম

ব্যাখ্যা

‘ক্ষ’ যুক্ত বর্ণটি অস্পষ্ট যুক্তব্যঞ্জন। যুক্ত হওয়া বর্ণগুলো স্পষ্ট বোঝা যায় না। বর্ণ গুলোকে আয়াস করে বুঝে নিতে হয়। যেমন - ক্ + ষ = ক্ষ, হ্ + ম = হ্ম, ঞ্ + চ = ঞ্চ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: যুক্তবর্ণরেফারেন্স: Mercantile Bank Ltd - Probationary Officer - 14.08.2015