Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

মোট প্রশ্ন: ৯২

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

.
কয়লা
.
গ্যাস
✓ সঠিক উত্তর
.
চুনাপাথর
.
সাদামাটি
বিষয়: ভূগোলটপিক: খনিজ সম্পদরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

কোনটি মাদার বোর্ড (Mother-Board)-এর অংশ নয়?

.
সি পি উই (CPU)
.
মেমোরি
.
পাওয়ার সাপ্লাই
✓ সঠিক উত্তর
.
রেজিস্টার

ব্যাখ্যা

Computer এর সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ মাদারবোর্ড।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মাদারবোর্ড- Motherboardরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

নিচের কোনটি আউটপুট ডিভাইস?

.
মাইক্রোফোন
.
সিডি ড্রাইভ
.
মনিটর
✓ সঠিক উত্তর
.
জয়স্টিক

ব্যাখ্যা

মনিটর বা ডিসপ্লে হল কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। একটি মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস, সার্কিট, আবরণ, এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: আউটপুট ডিভাইস (Output Device)রেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে-

.
এ এল ইউ (ALU)
.
মেমরি
✓ সঠিক উত্তর
.
ক্যাশ মেমরি
.
কন্ট্রোল ইউনিট

ব্যাখ্যা

প্রাইমারি মেমোরি কম্পিউটারের প্রাইমারি মেমেরি সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে তৈরী দ্রুতগতি সম্পন্ন মেমোরি। কম্পিউটার অপারেশনের সময় প্রোগ্রাম এবং ডাটা সংরক্ষণের জন্য প্রাইমারি মেমোরি ব্যবহৃত হয়।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মেমোরি-Memoryরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

একটি প্রিন্টারের আউটপুট-এর মান পরিমাপ করা হয়-

.
Dot per second
.
Dot per inch
✓ সঠিক উত্তর
.
Dot matrix per minute
.
Dot printed per sq. inch

ব্যাখ্যা

DPI = Dots Per Inch; Term used to express resolution of an image.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: আউটপুট ডিভাইস (Output Device)রেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

'INF' কোন ধরনের ফাইল?

.
সিস্টেম ফাইল
✓ সঠিক উত্তর
.
ইমেজ ফাইল
.
হাইপারটেক্সট ফাইল
.
ডকুমেন্ট ফাইল

ব্যাখ্যা

সিস্টেম অ্যাট্রিবিউটযুক্ত ফাইল বা ফোল্ডারটি বোঝায় যে উইন্ডোজ বা অন্য কোনও প্রোগ্রাম আইটেমটিকে অপারেটিং সিস্টেমের সামগ্রিক ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখায়। সিস্টেম অ্যাট্রিবিউট থাকা ফাইল এবং ফোল্ডারগুলিতে সাধারণত একা থাকা উচিত।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ফাইল এক্সটেনশন- File Extensionরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে-

.
ই-নিউজ (E-News)
.
বি ডি নিউজ (BD News)
✓ সঠিক উত্তর
.
এন টি ভি নিউজ (NTV News)
.
প্রথম আলো নিউজ (Prothom Alo News)

ব্যাখ্যা

বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে - বিডি নিউজ।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ইন্টারনেট-Internetরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

নিচের কোনটি সেকেন্ডারি স্টোর ডিভাইজ (Secondary Store Device)-এর উদাহরণ নয়?

.
হার্ড ডিস্ক (Hard disk)
.
র‌্যাম (RAM)
✓ সঠিক উত্তর
.
ম্যাগনেটিক টেপস্‌ (Magnetic Tapes)
.
সি ডিস (CDs)
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: সি প্রোগ্রামিং C-Programmingরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014

নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস (Input device)?

.
সি আর টি মনিটর (CRT Monitor)
.
স্পিকার (Speaker)
.
প্রিন্টার (Printer)
.
কী-বোর্ড (Key Board)
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কীবোর্ড হলো এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ইনপুট ডিভাইস (Input Device)রেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১০

নিচের কোনটি অপটিক্যাল ডিভাইস-এর উদাহরণ?

.
হার্ড ডিস্ক (Heard disk)
.
র‌্যাম (RAM)
.
সি পি ইউ (CPU)
.
সিডি ড্রাইভ (CD Drive)
✓ সঠিক উত্তর
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: CD ROMরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১১

ATM এর পূর্ণরূপ হচ্ছে-

.
Alternative Teller Machine
.
Automatic Transfer Money
.
Automated Teller Machine
✓ সঠিক উত্তর
.
All Time Money

ব্যাখ্যা

"একটি এটিএম একটি ব্যাংক বা অন্য বিল্ডিং প্রাচী'র মধ্যে নির্মিত একটি মেশিন, যা একটি বিশে'ষ কার্ড ব্যবহার করে মানুষ তাদের ব্যাংক একাউন্ট থেকে টাকা' নিতে পারবেন। এটিএম ‘'স্বয়ংক্রিয় টেলার মেশিন’' এর জন্য একটি সংক্ষেপক। "ATM" এর পূর্ণরূপ হচ্ছে, Automated Teller Machine."
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Acronymরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১২

নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার-এর উদাহরণ?

.
ফায়ার ফক্স (Fire Fox)
.
নোটপ্যাড (Notepad)
.
উইন্ডোজ ৯৮ (Windows 98)
✓ সঠিক উত্তর
.
এভিরা (Avira)

ব্যাখ্যা

উইন্ডোজ ৯৮ (কোড নামMemphis) মাইক্রোসফটের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: সিস্টেম সফটওয়্যার- System Softwareরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৩

সাবমেরিন ক্যাবল প্রযক্তিতে নিচের কোন ধরনের মাধ্যমে ব্যবহৃত হয়?

.
VAST
.
শব্দ তরঙ্গ
.
চুম্বক তরঙ্গ
.
অপটিক্যাল ফাইবার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

অপটিক্যাল ফাইবার(ইংরেজি: Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত বিশুদ্ধ কাঁচ (সিলিকা) অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়।
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ক্যাবল (Cable)রেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৪

VAST বলতে কি বুঝায়?

.
Very Swift Automatic Terminal
.
Very Standard Automobile Test
.
Very Small Aperture Terminal
✓ সঠিক উত্তর
.
Very Static Aligned Terminal

ব্যাখ্যা

A very - small - aperture terminal (VSAT) is a two - way satellite ground station with a dish antenna that is smaller than 3.8 meters. The majority of VSAT antennas range from 75 cm to 1.2 m. Data rates, in most cases, range from 4 kbit/s up to 16 Mbit/s.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Acronymরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৫

Apple প্রযুক্তির সাথে নিচের কোন ব্যক্তি ওতপ্রোতবাবে জড়িত ছিলেন?

.
এ্যাডওয়ার্ড স্নোডেন
.
ফিলিপ কটলার
.
স্টিভ জবস
✓ সঠিক উত্তর
.
মাইকেল শুমেকার
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠানরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৬

কম্পিউটারের মেমোরি নিম্নের কোনটি?

.
কী-বোর্ড
.
মাইক্রোপ্রসেসর
.
রম (ROM)
✓ সঠিক উত্তর
.
মাদার বোর্ড
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মেমোরি-Memoryরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৭

3-3 এর মান নিচের কোনটি?

.
1/9
.
27
.
1/3
.
1/27
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৮

যদি xy=y-1 হয়, তবে x এর মান কোনটি হবে?

.
1
✓ সঠিক উত্তর
.
y-1
.
y-2
.
1y
বিষয়: গণিতরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
১৯

4n=64 হলে n এর মান নিচের কোনটি হবে?

.
1
.
3
✓ সঠিক উত্তর
.
4
বিষয়: গণিতরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014
২০

x4×x14 এর সঠিক মান কোনটি?

.
x
✓ সঠিক উত্তর
.
x
.
x14
.
1
বিষয়: গণিতরেফারেন্স: Sonali Bank Ltd - Senior Officer - 22.08.2014