Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

মোট প্রশ্ন: ৭৮

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
সেলিমা রহমান
.
জসীমউদ্‌দীন

ব্যাখ্যা

ব্যাখাঃ বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ক্রীড়া সঙ্গীতের রচিয়তা যথাক্রমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেলিমা রহমান। অন্যদিকে জসীমউদ্দীন কে পল্লিকবি বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সঙ্গীতরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬২

বর্তমানে যে যে নোট সরকারি মুদ্রা ---

.
১,২ ও ৫ টাকা
✓ সঠিক উত্তর
.
১, ২ ও ১০ টাকা
.
৫, ১০ ও ২০ টাকা
.
১, ২ ও ২০ টাকা

ব্যাখ্যা

ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশের ১, ২, ও ৫ টাকার নোট সরকারি নেট, যেখানে অর্থসচিব এর সাক্ষর থাকে। আর ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ও ১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট, যে নোট গুলোতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্বাক্ষর থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৩

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -----

.
১.২%
✓ সঠিক উত্তর
.
১.৫%
.
২.২%
.
২.৫%

ব্যাখ্যা

ব্যাখাঃ ২০১৫ সালের মানব উন্নয়ন রিপোর্ট ও বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.২% । আর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ %।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতিরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৪

সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?

.
কুতুবদিয়া
.
সোনাদিয়া
.
নারিকেল জিঞ্জিরা
✓ সঠিক উত্তর
.
নিঝুম দ্বীপ

ব্যাখ্যা

ব্যাখ্যা: বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। এটি বাংলাদেশে সর্ব দক্ষিণে একটি প্রশাসনিক এলাকা এবং বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। সোনাদিয়া ও কুতুবদিয়া দ্বীপ কক্সবাজার জেলায়। অন্যদিকে নোয়াখালী জেলার হাতিয়ায় অবস্থিত একটি দ্বীপ নিঝুম দ্বীপ ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৫

২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার অর্জন করে?

.
বাংলাদেশ নৌবাহিনী
✓ সঠিক উত্তর
.
বাংলাদেশ সেনাবাহিনী
.
বাংলাদেশ বিমানবাহিনী
.
বাংলাদেশ পুলিশ

ব্যাখ্যা

ব্যাখাঃ ১৯৭৭ সাল থেকে প্রবর্তন করা স্বাধীনতা পুরস্কারে বাংলাদেশের নৌ বাহিনী ভূষিত হয়েছে ২০১৬ সালে । আর বাংলাদেশের সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশে পুরস্কার অর্জন করে যথাক্রমে ২০০৭ ও ২০১১ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পুরস্কার ও সম্মাননারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৬

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?

.
ক্যারিবিয়ান সাগর
✓ সঠিক উত্তর
.
ভারত মহাসাগর
.
ভূমধ্যসাগর
.
আরব সাগর

ব্যাখ্যা

ব্যাখাঃ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ অবস্থিত ক্যারিবিয়ান সাগরে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৭

হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?

.
রোমান
.
গ্রীক
.
সিন্ধু
✓ সঠিক উত্তর
.
চৈনিক

ব্যাখ্যা

ব্যাখাঃ হরোপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার দুটি শহর। হরোপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগো মারি জেলায় এবং মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন প্রাচীন সভ্যতারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৮

Six Machine কোন ক্রিকেটারের আত্মজীবনী?

.
ক্রিস গেইল
✓ সঠিক উত্তর
.
শচীন টেন্ডুলকার
.
শহীদ আফ্রিদী
.
সাকিব আল হাসান

ব্যাখ্যা

ব্যাখাঃ ওয়েস্ট ইন্ডিজ দানব ক্রিকেটার ক্রিস গেইলের আত্নজীবনি মূলক গ্রন্থ হলো " six Machine " যা ২০১৬ সালে প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্রিকেট -Cricketরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৬৯

ফিফা র‍্যাংকিং -এ বর্তমান শীর্ষ দেশ----

.
বেলজিয়াম
.
আর্জেন্টিনা
✓ সঠিক উত্তর
.
ব্রাজিল
.
জার্মানি

ব্যাখ্যা

ব্যাখাঃ ২০১৬ সালে ডিসেম্বর মাসে করা সর্বশেষ ফিফা র্যাংকিং অনুযায়ী শীর্ষ দেশ আর্জেন্টিনা। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল , তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও চিলি
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭০

ধান উৎপাদনে বাংলাদেশ কততম?

.

তৃতীয়

✓ সঠিক উত্তর
.

পঞ্চম

.

ষষ্ঠ

.

সপ্তম

ব্যাখ্যা

কৃষিবিদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭১

পানামা খাল কোন মহাদেশে?

.
এশিয়া
.
উত্তর আমেরিকা
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ আমেরিকা
.
আফ্রিকা

ব্যাখ্যা

ব্যাখাঃ পানামা খাল উত্তর আমেরিকার সবচেয়ে দক্ষিনের দেশ পানামার মাঝে অবস্থিত একটি চৌবাচ্চা সিস্টেমের খাল। যার পূর্বপাশে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭২

ভূটানের মুদ্রার নাম কী?

.
ক্রোনা
.
রুপিয়া
.
গুলট্রাম
✓ সঠিক উত্তর
.
গোর্দি

ব্যাখ্যা

ব্যাখাঃ দক্ষিন এশিয়ার দেশ ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। আর রুপিয়া নামে মুদ্রা আছে মালদ্বীপ ও ইন্দোনেশিয়া।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৩

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কততম?

.
১০ম
.
১১ তম
✓ সঠিক উত্তর
.
১২ তম
.
১৩ তম

ব্যাখ্যা

ব্যাখাঃ বর্তমানে গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর । ১০তম গভর্নর ছিলেন ড. আতিউর রহমান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ ব্যাংক-Bangladesh Bankরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৪

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

.
Central Bank of Uk
.
Reserve Bank of Uk
.
Bank of England
✓ সঠিক উত্তর
.
State bank of London

ব্যাখ্যা

ব্যখা: যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম বযাংক অব ইংল্যান্ড
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিখ্যাত ব্যাংকরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৫

বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?

.
ঢাকা
.
কুমিল্লা
.
চট্টগ্রাম
✓ সঠিক উত্তর
.
সিলেট

ব্যাখ্যা

ব্যাখাঃ বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদে। ২১ তলা এ ভবনটি ২০১৬ সালে ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়। এর মালিকানা চট্টগ্রাম চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ডাস্ট্রির।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৬

RDS-এর পূর্ণরুপ কী?

.
Rural Development Skill
.
Regional Development Scheme
.
Rural Development Scheme
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

ব্যাখাঃ RDS এর পূর্ণরুপ - Rural Development Scheme
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৭

'কপর্দকহীন' অর্থ ----

.
বোকা
.
নিঃস্ব
✓ সঠিক উত্তর
.
অসহায়
.
মলিন

ব্যাখ্যা

Hints: " কপর্দকহীন " এর অর্থ = " নিঃস্ব"
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
৭৮

হাদীসের সনদ বলতে বুঝায় ----

.
হাদীসের বিশুদ্ধতা
.
হাদীসের কিতাব
.
হাদীসের মূল্য বক্তব্য
.
হাদীসের বর্ণনা সূত্র
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016