Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

মোট প্রশ্ন: ৭৮

পৃষ্ঠা এর পরবর্তী

ইসলামী পরিভাষায় ভূমি কর হচ্ছে ---

.
ওশর
.
খারাজ
✓ সঠিক উত্তর
.
জিজিয়া
.
ফাই

ব্যাখ্যা

ব্যাখাঃ পবিত্র কুরআনে সূরা বাকারায় বর্ণিত রয়েছ - তোমাদের ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
তুর্কি
✓ সঠিক উত্তর
.
ফারসি
.
উর্দু
.
খাঁটি বাংলা

ব্যাখ্যা

বাবা’ শব্দটি তুর্কি থেকে এসেছে । সংস্কৃত ভাষার বাবাকে পিতা, জনক বলে। উর্দুতে বাবাকে আব্বা বলে।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

'তামার বিষ' বাগধারার প্রকৃত অর্থ কী?

.
নির্দয়
.
অর্থের কুপ্রভাব
✓ সঠিক উত্তর
.
তামা থেকে উৎপন্ন বিষ
.
ভীষণ বিষাক্ত

ব্যাখ্যা

‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ - অর্থের কুপ্রভাব। যেমন: হঠাৎ বড় লোক কিনা তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

'শেষের কবিতা' কী ধরনের গ্রন্থ?

.
কাব্য
.
উপন্যাস
✓ সঠিক উত্তর
.
নাটক
.
প্রহসন

ব্যাখ্যা

‘শেষের কবিতা’ একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ‘প্রবাসী’ পত্রিকায় ১৯২৮ সালে। গ্রন্থকারে প্রকাশিত হয় ১৯২৯ সালে।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

'তটিনী'--এর সমার্থক শব্দ কোনটি?

.
জলধি
.
নদী
✓ সঠিক উত্তর
.
সলিল
.
আকাশ

ব্যাখ্যা

‘তটিনী’ –এর সমার্থক শব্দ হলো ‘নদী’। নদীর আরও কয়েকটি সমার্থক শব্দ - প্রবাহিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী। জলধি - পাথার, সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু। সলিল - উদক, পর, বারি, অম্বু, নীর, পানি। আকাশ - অম্বর, গগন, আসমান, দ্যুলোক, অভ্র।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

'লাভ করার ইচ্ছা' এক কথায় ----

.
লোভ
.
লিপ্সা
✓ সঠিক উত্তর
.
লোভী
.
বুভুক্ষা

ব্যাখ্যা

লাভ করার ইচ্ছা - এর এক কথায় প্রকাশ - লিপ্সা, ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা কত?

.
২ কোটির বেশি
.
৪ কোটির বেশি
.
৫ কোটির বেশি
.
৬ কোটির বেশি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ব্যাখাঃ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার কারীর সংখ্যা ৬ কোটির ও বেশি।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

Synonym for the word 'vigour'--

.
Warmth
.
Courage
.
Boldness
.
Strength
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016

Antonym for the word 'enormous'----

.
Soft
.
Weak
.
Tiny
✓ সঠিক উত্তর
.
Average

ব্যাখ্যা

Enormous – প্রচুর।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১০

The verb form of 'necessity'----

.
Necessity
.
Necessiate
.
Necessitise
.
Necessitate
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১১

Antonym of 'bankrupt'----

.
Thoughtless
.
Changeable
.
C. Show
.
Wealthy
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১২

He died ----his country.

.
by
.
on
.
of
.
for
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৩

An ordinance is ---

.
a book
.
a law
✓ সঠিক উত্তর
.
a newspaper
.
a manuscript
বিষয়: ইংরেজিটপিক: Substitutionsরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৪

Who is called the 'poet of beauty'?

.
William Wordsworth
.
P.B. Shelley
.
John Keats
✓ সঠিক উত্তর
.
Shakespeare
বিষয়: ইংরেজিটপিক: Poet Laureateরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৫

'Out of out' means -----?

.

Not at all

.

Brave

.

Thoroughly

✓ সঠিক উত্তর
.

none of these

বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৬

'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম' এর ইংরেজি ---

.
Struggle this time is the struggle for liberation
✓ সঠিক উত্তর
.
this is liberation war.
.
This year's fight is fight for liberation.
.
This year's war is liberation war.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৭

Laugh শব্দটি Noun হচ্ছে----

.
Laugh
.
Laughing
.
Laughble
.
Laughter
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Laugh - (verb) শব্দ করে হাসা।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৮

Which one is plural?

.
physics
.
Ethics
.
Scissors
✓ সঠিক উত্তর
.
News
বিষয়: ইংরেজিটপিক: The Numberরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
১৯

কোনটি Reflexive pronoun?

.
He
.
Each
.
Myself
✓ সঠিক উত্তর
.
Who
বিষয়: ইংরেজিটপিক: Reflexive Pronounsরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016
২০

------is it difficult ----dispose ---waste?

.
where, to , for
.
where, for, such
.
why, with, in
.
why, to , of
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: Islami Bank Ltd - Field Officer (RDS) - 17.06.2016