সোর্স

মোট প্রশ্ন: ৫৫

২১

‘ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?

.
বনজ অর্থনীতি
.
সমুদ্র অর্থনীতি
✓ সঠিক উত্তর
.
খনিজ অর্থনীতি
.
ব্যস্টিক অর্থনীতি

ব্যাখ্যা

সুনীল অর্থনীতি বা Blue Economy অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু - ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। অর্থাৎ, সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু -ইকোনমির বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ সমুদ্র, মাছ এবং মত্স্য সম্পদের মাধ্যমে খাবার চাহিদা মেটায়, মানুষ এবং পন্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহূত হয়। এছাড়াও সমুদ্র নানা ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন বালি, লবণ, কবাল্ট, গ্রাভেল, এবং কপার ইত্যাদির আধার হিসেবে ব্যবহূত হয় এবং তেল ও গ্যাস আহরণ ক্ষেত্র হিসেবে সমুদ্র প্রয়োজন হয়। এসব উপাদান সমষ্টিকেই বলা হয় সুনীল অর্থনীতি (Blue Economy) | সুনীল অর্থনীতির এর মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, সামাজিক পুঁজির সৃষ্টি করা, আয় বাড়ানো এবং সর্বোপরি পরিবেশে সঞ্চয়-বিনিয়োগের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২২

জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়-

.
১৯ মার্চ, ১৯৬৯
.
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
.
১৬ ডিসেম্বর, ১৯৭১
.
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৩

প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে?

.
শারমিন সুলতানা শিরিন
.
জান্নাতুল ফেরদৌস
.
নিশাত মজুমদার
✓ সঠিক উত্তর
.
ওয়াসফিয়া নাজরীন

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী - নিশাত মজুমদার। তিনি প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে, শনিবার সকাল ৯ :৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। ওয়াসফিয়া নাজরীন একজন বাংলাদেশী পর্বতারোহী। তিনি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশী এবং দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে শনিবার সকাল পৌনে ৭টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণ
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

.
৩টি
.
২টি
.
৪টি
✓ সঠিক উত্তর
.
৫টি

ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৫

আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে? 

.
১৮ ডিসেম্বর
✓ সঠিক উত্তর
.
৩০ ডিসেম্বর
.
৫ জুন
.
১৫ জুন
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৬

বাংলাদেশ কত তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ?

.
৫৫
.
৫৬
.
৫৭
✓ সঠিক উত্তর
.
৫৮
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৭

কোনো বস্তুর ওজন কোথায় বেশি?

.
পাহাড়ের উপর
.
বিষুব অঞ্চলে
.
মেরু অঞ্চলে
✓ সঠিক উত্তর
.
খনির ভিতর

ব্যাখ্যা

একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল । যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। পৃথিবী সুষম গোলক নয় তাই পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানের দূরত্ব সমান নয়। যেহেতু g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের ওপর নির্ভরশীল তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যসার্ধ সর্বাধিক বলে g এর মান সবচেয়ে কম। এ অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে তথা g এর মান বাড়ে। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। আবার মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান এ অঞ্চলে সর্বাধিক ফলে এখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৮

‘ইরাটম' কী?

.
উন্নত জাতের পাট
.
উন্নত জাতের ধান
✓ সঠিক উত্তর
.
উন্নত জাতের গম
.
উন্নত জাতের ইক্ষু
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
২৯

‘কিয়োটো প্রটোকল' কীসের সাথে সম্পর্কিত?

.
শান্তি
.
বাণিজ্য
.
কৃষি
.
পরিবেশ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধ করতে ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটোতে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। এ প্রটোকলে ১৮৩টি দেশ স্বাক্ষর করে। এ প্রটোকলের মেয়াদ শেষ হয় ২০২ সালে। ২০১২ সালের ডিসেম্বর মাসে এ চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। এ প্রটোকল বাস্তবায়নের জন্য ১৪৪টি দেশের অনুমোদন প্রয়োজন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩০

‘Leaving no one behind ’- কোনটির মূলনীতি?

.
এমডিজি
.
ডেল্টা প্ল্যান
.
এসডিজি
✓ সঠিক উত্তর
.
রূপকল্প-২০২১
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩১

‘যা বপন করা হয়েছে- এক কথায় প্রকাশ হলো-

.
ব্যস্ত
.
উপ্ত
✓ সঠিক উত্তর
.
গুপ্ত
.
বর্ণিত

ব্যাখ্যা

যা বপন করা হয়েছে - উপ্ত
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩২

অনুসর্গ হলো এক ধরনের-

.
অব্যয়
✓ সঠিক উত্তর
.
ক্রিয়া
.
সর্বনাম
.
সমাপিকা ক্রিয়া

ব্যাখ্যা

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পদ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকেই অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৩

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি ?

.
গীতাঞ্জলি
.
মেঘনাদবধ কাব্য
.
ছায়ানট
✓ সঠিক উত্তর
.
সোজন বাদিয়ার ঘাট

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের ২০ টি কাব্যগ্রন্থ
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৪

‘কুহক' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?

.
কুহকিনী
✓ সঠিক উত্তর
.
কুহকীনি
.
কুহকী
.
কুহকি

ব্যাখ্যা

কুহক অর্থ-
মায়াবী, জাদুকর।
স্ত্রীলিঙ্গ-কুহকিনী।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৫

দন্ত-মূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?

.
.
.
.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জিহ্বার ডগাটি দাঁতের পিছনের শক্ত অংশ বা দন্তমূলে স্পর্শ করে বা তার কাছে  নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি বলা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৬

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

.
পায়ের আওয়াজ পাওয়া যায়
.
একাত্তরের দিনগুলি
.
চিলেকোঠার সেপাই
.
আগুনের পরশমণি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

চিলেকোঠার সিপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি সামাজিক উপন্যাস। '৬৯ - এর গণআন্দোলন এর উপজীব্য। 'আগুনের পরশমনি ' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।'একাত্তের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা (প্রবন্ধ)। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৭

‘বড়র পিরীতি বালির বাঁধ' বাগধারাটির অর্থ হচ্ছে-

.
ভঙ্গুর
✓ সঠিক উত্তর
.
চাপের মুখে ভেঙে যায়
.
একতরফা
.
কোনো বাধ্যবাধকতা নাই

ব্যাখ্যা

 "বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ ভঙ্গুর।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৮

'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?

.
বনানী
.
বুনো
✓ সঠিক উত্তর
.
বন
.
বুন

ব্যাখ্যা

বন্য এর চলিত রূপ হলো বুনো।
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৩৯

নিচের কোনটি একবচনের উদাহরণ?

.
শিক্ষক পড়াচ্ছেন
✓ সঠিক উত্তর
.
মানুষ মরণশীল
.
লোকে বলে
.
রচনাবলি দিও
বিষয়: বাংলারেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)
৪০

কোন বানানটি শুদ্ধ?

.
ভূমিষ্ট
.
ভুমিষ্ট
.
ভূমীষ্ট
.
ভূমিষ্ঠ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যাকরণ ও নির্মিতিরেফারেন্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় || কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী (23-09-2023)