Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

মোট প্রশ্ন: ৬৪

পৃষ্ঠা এর পরবর্তী

নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?

.
ঢাকী
✓ সঠিক উত্তর
.
সেবিকা
.
মালী
.
সুন্দর

ব্যাখ্যা

বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের লিঙ্গান্তর হয় না।অর্থাৎ কতগুলো শব্দ কেবল পুরুষবাচক হয় আবার শব্দ কেবল স্ত্রীবাচক হয়।এদেরকে নিত্য পুরুষ বাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন:
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

নিচের কোন খাঁটি বাংলা শব্দে 'এ' ধ্বনির বিকৃত উচ্চারন করা হয়েছে?

.
গেঁজেল
.
এখন
.
একচোট
.
খেমটা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে।এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে।এগুলোর বিকৃত উচ্চারণ রয়েছে।যেমন:
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

'গেরাম' কোন জাতীয় শব্দ?

.
অর্ধতৎসম
✓ সঠিক উত্তর
.
তদ্ভব
.
দেশি
.
তৎসম
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
তুর্কি
✓ সঠিক উত্তর
.
আরবি
.
ফারসি
.
উর্দু
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

'পাঞ্জেরি' শব্দের অর্থ কি?

.
সমুদ্র
.
অন্ধকার
.
আলোক বর্তিকা
✓ সঠিক উত্তর
.
পথিক
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী ধ্বনি রয়েছে?

.
২টি
.
৩টি
✓ সঠিক উত্তর
.
৪টি
.
৫টি

ব্যাখ্যা

ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

'শিশুটি মা মা বলে কাঁদছে' এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

.
স্বল্পকাল স্থায়ী
.
আগ্রহ
✓ সঠিক উত্তর
.
আধিক্য
.
তীব্রতা

ব্যাখ্যা

দ্বিরুক্ত শব্দের অর্থ - দুইবার উক্ত হয়েছে এমন।বাংলা ভাষায় কোন কোন শব্দ,পদ বা অনুকার শব্দ,একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে,সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।যেমন:
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?

.
ভাষা সংক্ষেপন
.
শব্দের মিলন
.
নতুন হসব্দ গঠন
✓ সঠিক উত্তর
.
বাক্যে অলঙ্কার

ব্যাখ্যা

ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন।শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।যেমন:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015

'কৃষ্ণ' এর অর্ধ তৎসম শব্দ কোনটি?

.
পুত্র
.
কিষ্ণ
.
কিষাণ
.
কেষ্ট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ - তৎসম শব্দ বলে।তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। যেমন: কৃষ্ণ (তৎসম) > কেষ্ট।
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১০

'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

.
নিকৃষ্ট
✓ সঠিক উত্তর
.
বিকৃত
.
বিপরীত
.
দুর্নাম

ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি।তন্মধ্যে "অপ" উপসর্গ একটি।"অপ" উপসর্গটি বিপরীত,নিকৃষ্ট, স্থানান্তর,বিকৃত অর্থে ব্যবহৃত হয়।যেমন:
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১১

কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?

.
পাল আমলে
✓ সঠিক উত্তর
.
সেন আমলে
.
গুপ্ত আমলে
.
পাঠান আমলে

ব্যাখ্যা

পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১২

'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?

.
চন্ডীমঙ্গল
.
মনসামঙ্গল
✓ সঠিক উত্তর
.
ধর্মমঙ্গল
.
অন্নদামঙ্গল

ব্যাখ্যা

'চাঁদ সওদাগর' বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র।
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৩

বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে?

.
নাসির মাহমুদ
.
শাহ মুহাম্মদ সগীর
.
আলাওল
✓ সঠিক উত্তর
.
সৈয়দ সুলতানা

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি আলাওল।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৪

বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি ?

.
বঙ্গদর্শন
.
সমাচার দর্পন
.
সবুজপত্র
.
সনবাদ প্রভাকর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৫

চতুর্দশপদী কবিতায় কতটি পঙক্তি থাকে ?

.
৭টি
.
১০টি
.
১৪টি
✓ সঠিক উত্তর
.
২৪টি
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৬

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

.
সোনার তরী
.
বলাকা
.
চিত্রা
.
শেষের কবিতা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় - শেষের কবিতা।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৭

ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি?

.
V
.
T
✓ সঠিক উত্তর
.
W
.
Y
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৮

দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয়?

.
স্টার্চ
.
গ্লুকোজ
.
সুক্রোজ
.
ল্যাকটোজ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শর্করা (Carbohydrate)রেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
১৯

কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?

.
পৃথিবীর কেন্দ্রে
.
মরু অঞ্চলে
.
মেরু অঞ্চলে
✓ সঠিক উত্তর
.
নিরক্ষীয় অঞ্চলে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015
২০

এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে _________।

.
রো কলাম
.
স্প্রেডসিট
.
সেল
✓ সঠিক উত্তর
.
b ও c

ব্যাখ্যা

এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদান কে বলে - সেল।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: Krishi Bank - Officer (Cash) - 04.09.2015