বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

মোট প্রশ্ন: ৭২

পৃষ্ঠা এর পরবর্তী

কোন সভ্যতা সবচাইতে প্রাচীন?

.
মেসোপটেমীয়
✓ সঠিক উত্তর
.
মিশরীয়
.
চৈনিক
.
পারসিক

ব্যাখ্যা

মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-

.
স্থলবেষ্টিত রাষ্ট্র
.
নিরপেক্ষ রাষ্ট্র
.
বাফার রাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
জিরো সাম রাষ্ট্র

ব্যাখ্যা

বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ, যেসব দেশ আয়তনে ছোট, কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

IMF এর সদর দফতর কোথায় অবস্থিত?

.
ওয়াশিংটন ডিসি
✓ সঠিক উত্তর
.
নিউইয়র্ক
.
জেনেভা
.
রোম

ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি তে অবস্থিত। এটি 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

.
কাস্পিয়ান হ্রদ
.
বৈকাল হ্রদ
✓ সঠিক উত্তর
.
মানস সরোবর
.
ডেড সী
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়?

.
নরওয়ে
.
সুইডেন
.
ফিনল্যান্ড
.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

.
২টি
.
৩টি
✓ সঠিক উত্তর
.
১টি
.
৪টি

ব্যাখ্যা

বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ০৩ টি এবং অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে ১২ টি।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

'সোয়াচ অব নো গ্রাউন্ড'-

.
একটি খেলার মাঠ
.
পোল গ্রাউন্ড এর নাম
.
একটি প্লাবন ভূীমর নাম
.
বঙ্গোপসাগরের একটি খাদ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এটি গঙ্গা খাদ নামে পরিচিত। এখানে কয়েক প্রজাতির ডলফিন, তিমি ও হাঙ্গরসহ বিচিত্র জাতের বড় বড় মাছ পাওয়া যায়। জেলেরা তাদের বাঁশের হিসাব 'বাম' অনুযায়ী কোন হিসাব না পেয়ে নাম রাখেন 'না বাম'। এটি বিশ্বের ১১টি বড় উপত্যকার অন্যতম।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

.
দ্রাবিড়
.
নেগ্রিটো
.
ভোটচিন
.
অস্ট্রিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)

বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?

.
১৯৭২-১৯৯৭
.
১৯৭৩-১৯৭৮
✓ সঠিক উত্তর
.
১৯৭৪-১৯৭৯
.
১৯৭৫-১৯৮০

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সময়ের জন্য
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১০

বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

.
৯টি
.
১১টি
✓ সঠিক উত্তর
.
১২টি
.
১৩টি

ব্যাখ্যা

১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১১

বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

.
২ কোটি ৪০ লক্ষ একর
.
২ কোটি ৫০ লক্ষ একর
.
২ কোটি ২৫ লক্ষ একর
✓ সঠিক উত্তর
.
২ কোটি ২১ লক্ষ একর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১২

আইন প্রণয়ন এর ক্ষমতা-

.
আইন মন্ত্রণালয়ের
.
রাষ্ট্রপতির
.
স্পীকারের
.
জাতীয় সংসদের
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আইন প্রণয়ন স‌াধারণত আইন-সভার কো‌নো সদ‌স্যের দ্বারা প্রস্তা‌বিত হয়, যেখা‌নে সে‌টির ব‌্যাপা‌রে আইন-সভার সদস‌্যারা তর্ক-‌বিতর্ক ক‌রেন এবং প্রায় সময়ই তা অনু‌মোদ‌ন প্রদা‌নের পূ‌র্বে সং‌শোধন করা হয়। বে‌শিরভাগ বড় আইনসভা কো‌নো সভায় প্রস্তা‌বিত বি‌লের এক‌টি ছোট অংশ পাস করে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৩

ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে?

.
৩০ মে, ২০১৮
.
৭ই মার্চ, ২০১৭
.
৩০ অক্টোবর, ২০১৭
✓ সঠিক উত্তর
.
৩০ মার্চ, ২০২১

ব্যাখ্যা

১৩টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। ১৩ তম হিসাবে মাহাতো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর কুড়মালি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়, যা নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষায় ১ম অনুবাদ। নিউজউইক ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৪

নিচের কোন শব্দটি জাপানি ভাষার?

.
বাবা
.
রিকশা
✓ সঠিক উত্তর
.
আয়না
.
ডাক্তার
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৫

'পতাকা' এর সমার্থক শব্দ কোনটি?

.
কেতন
✓ সঠিক উত্তর
.
মাৰ্গ
.
নলিন
.
ভাজন

ব্যাখ্যা

পতাকা: নিশান, ঝান্ডা, ধ্বজা, কেতন।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৬

'গুড়ে বালি' কথাটির অর্থ কি?

.
বাতাসে বালি
.
আশায় নৈরাশ্য
✓ সঠিক উত্তর
.
ভালোতে খারাপ
.
গোবরে পদ্মফুল
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৭

যা কষ্টে লাভ করা যায়-

.
অলভ্য
.
দুর্লভ
✓ সঠিক উত্তর
.
দুর্জয়
.
কষ্টসাধ্য
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৮

'সবুজপত্র' কি?

.
নাটক
.
উপন্যাস
.
সাময়িকপত্র
✓ সঠিক উত্তর
.
গদ্যসংকলন

ব্যাখ্যা

সবুজপত্র হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা। রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়, প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত এটি ছিল একটি মাসিক পত্রিকা। এর প্রথম প্রকাশ হয় বাংলা ১৩২১ সালের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
১৯

'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?

.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
এয়াকুব আলী চৌধুরী
.
কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যা

রূপসী বাংলা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। এটি তাঁর সপ্তম কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে দুঘর্টনায় অকালমৃত্যুর পর এর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)
২০

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

.
ছোটগল্প
.
নাটক
.
কাব্য
✓ সঠিক উত্তর
.
উপন্যাস

ব্যাখ্যা

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বিশ্ব সাহিত্যের (বিশেষ করে গ্রিক) প্রাচীনতম শাখা নাটক। আধুনিক সাহিত্যের প্রাচীনতম জনপ্রিয় শাখা উপন্যাস, ছোটগল্প হচ্ছে সর্বশেষ সংযোজন।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বিমান এয়ারলাইন্স || গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট (01-09-2023)