১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

মোট প্রশ্ন: ৭২

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ?

.
ড্যাস
.
কোলন
.
হাইফেন
✓ সঠিক উত্তর
.
সেমিকোলন
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬২

‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

.
দুর+যোগ
.
দুঃ+যোগ
✓ সঠিক উত্তর
.
দু+যোগ
.
দুরোঃ+যোগ

ব্যাখ্যা

‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৩

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?

.
অপাদানে ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্তৃকারকে ৭মী
.
অধিকরনে ৭মী
.
কর্মে ৭মী

ব্যাখ্যা

ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৪

‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ?

.
অপর
.
নিজস্ব
.
স্বকীয়তা
.
পরকীয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৫

‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ-

.
শক্রঘ্ন
.
অরিন্দম
✓ সঠিক উত্তর
.
শক্র হত্যা
.
কৃতঘ্ন

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৬

‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

.
দুর্বল
.
নিস্তেজ
✓ সঠিক উত্তর
.
সতেজ
.
রুগ্ন

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৭

ভাষার মূল উপাদান কী ?

.
বাক্য
.
শব্দ
.
বর্ণ
.
ধ্বনি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৮

নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?

.
সাধু
.
চলিত
✓ সঠিক উত্তর
.
আঞ্চলিক
.
মিশ্র

ব্যাখ্যা

বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি : একটি চলিত রীতি, অন্যটি সাধু রীতি। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা নবীন। নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৬৯

বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু ?

.
একবলার দ্বিগুণ সময়
.
এক সেকেন্ড
✓ সঠিক উত্তর
.
থামার প্রয়োজন নাই
.
এক বলতে যে সময় প্রয়োজন
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৭০

‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?

.
বিরাট আয়োজন
.
সৌভাগ্য লাভ
.
সৌভাগ্যের বিষয়
.
আনন্দের প্রাচুর্য
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৭১

‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?

.
সস্তা দর
✓ সঠিক উত্তর
.
নষ্ট করা
.
দুর্লভ বস্তু
.
আশায় নৈরাশ্য
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
৭২

কোন বানানটি সঠিক ?

.
মুমুর্ষু
.
মুমূর্ষু
✓ সঠিক উত্তর
.
মুমুর্সু
.
মুমুর্ষ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)