জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

মোট প্রশ্ন: ৯১

৪১

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

.
নদ
.
কবিরাজ
✓ সঠিক উত্তর
.
ননদ
.
কোনোটি নয়

ব্যাখ্যা

যে শব্দগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ হয় না সেগুলোকে নিত্যপুরুষ বাচক শব্দ হলো - - কবিরাজ, পুরোহিত, জামাতা, কৃতদার, ঢাকী ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪২

নির্ভুল বানান কোনটি?

.
মুহুর্মুহু
✓ সঠিক উত্তর
.
মুহুমূর্হ
.
মুহুর্মহ
.
মুহমর্হ

ব্যাখ্যা

কয়েকটি সঠিক বানান নিচে দেওয়া হলঃ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৩

বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?

.
বেগম সুফিয়া কামাল
.
মহাশ্বেতা দেবী
.
চন্দ্রাবতী
✓ সঠিক উত্তর
.
পদ্মবতী

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম বাংলা কবি চন্দ্রাবতী ( ১৫৫০ - ১৬০০)।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের প্রথমরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৪

ওমর খৈয়াম কোন দেশের কবি?

.
পাকিস্তান
.
ইরাক
.
তুরস্ক
.
কোনোটি নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গণিতবিদ, দার্শনিক, ও কবি ওমর খৈয়াম ইরানের নাগরিক।
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৫

চেটে খাওয়া যায় যা-

.
চাটনি
.
চোষ্য
.
লেহ্য
✓ সঠিক উত্তর
.
চর্ব
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৬

সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার

.
পুর + কার
.
পুর +শকার
.
পুরঃ + কার
✓ সঠিক উত্তর
.
পুরস + কার

ব্যাখ্যা

অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন( ক,খ,প,ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ) হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৭

”চোখের বালি” এর অর্থ কি?

.
চোখের পীড়া
.
শত্রু
✓ সঠিক উত্তর
.
চোখের দৃষ্টি ক্ষয়
.
কোনোটি নয়
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৮

কৃতঘ্ন শব্দের অর্থ কি?

.
যে উপকারীর উপকার করে না
.
যে উপকারীর অপকার করে
✓ সঠিক উত্তর
.
যে উপকারীর উপকার স্বীকার করে না
.
যে উপকারীর উপকার ভুলে যায়

ব্যাখ্যা

যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৪৯

বাক্য সংকোচন করুন- ”চক্ষু দ্বারা গৃহীত”

.
প্রত্যক্ষ
.
সম্মুখ
.
চাক্ষুষ
✓ সঠিক উত্তর
.
প্রত্যক্ষদর্শী

ব্যাখ্যা

অক্ষির সমক্ষে বর্তমান - প্রত্যক্ষ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫০

”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
.
বেগম সুফিয়া কামাল
.
কোনোটি নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - চরণটি কবি অতুল প্রসাদ সেনের লেখা।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫১

”বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার” জন্ম কোন জেলায়?

.
রাজশাহী
.
রংপুর
✓ সঠিক উত্তর
.
দিনাজপুর
.
কুষ্টিয়া

ব্যাখ্যা

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
বিষয়: বাংলাটপিক: বেগম রোকেয়ারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫২

যা স্থায়ী নয়-

.
অস্থায়ী
✓ সঠিক উত্তর
.
ক্ষণস্থায়ী
.
ক্ষণিক
.
নশ্বর

ব্যাখ্যা

যা স্থায়ী নয় - অস্থায়ী।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৩

”আমানত” শব্দের অর্থ কি?

.
কথা রাখা
.
সততা
.
গচ্ছিত
✓ সঠিক উত্তর
.
বিশ্বাস

ব্যাখ্যা

আমানত - গচ্ছিত রাখা।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৪

বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?

.
ধ্বনি, শব্দ, বাক্য
✓ সঠিক উত্তর
.
শব্দ, ধ্বনি, সমাস
.
অনুসর্গ, উপসর্গ, শব্দ
.
ধ্বনি, শব্দ, বর্ণ

ব্যাখ্যা

প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ রয়েছে তা হলো - - ধ্বনি, শব্দ, বাক্য, ও অর্থ।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৫

”গরল” শব্দের বিপরীত শব্দ কি?

.
মৃত
.
অমৃত
✓ সঠিক উত্তর
.
গরল
.
গরজ

ব্যাখ্যা

গরল এর বিপরীত শব্দ - অমৃত।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৬

”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
অব্যয়
.
বিশেষণের ‍বিশেষণ

ব্যাখ্যা

পদ প্রধানত দুই প্রকার।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৭

জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?

.
মশা
✓ সঠিক উত্তর
.
মাছি
.
পানি
.
বাতাস

ব্যাখ্যা

জিকা ভাইরাস ডেঙ্গু ভাইরাস, পীতজ্বর ভাইরাস ওয়েস্টনাইল ভাইরাসের সাথে সম্পর্কিত।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৮

All the logical and mathematical calculations are performed by the computer by its :

.
Mother board
.
Memory
.
Hard Disk
.
CPU
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়বছরের পর বছর নানাভাবে উন্নীত, পরিমার্জিত বিভিন্ন সংস্করন করার ফলে এতে নকশা, আকৃতিগত এবং বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কিন্তু এর মূল কাজের ধরন একই রকম রয়ে গেছে সিপিইউ' প্রধান উপাদানগুলোর মধ্যে আছে এএলইউ (গাণিতিক যুক্তি অংশ), সিইউ (নিয়ন্ত্রণ অংশ) এএলইউ গাণিতিক এবং যুক্তিমুলক কাজগুলো সম্পাদন করে আর সিইউ স্মৃতি থেকে নির্দেশনা নেয়, নির্দেশনাগুলোর সংকেত উদ্ধার করে সেগুলোকে সম্পাদন করে এবং প্রয়োজন মতে এএলইউ থেকে সেবা ব্যবহার করে
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মাইক্রোপ্রসেসর-Microprocessorরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৫৯

Records are composed of --- such as name, address and phone number.

.
Fields
✓ সঠিক উত্তর
.
Bytes
.
Information
.
Bits

ব্যাখ্যা

A field consists of a grouping of characters. A data field represents an attribute (a characteristic or quality) of some entity (object, person, place, or event
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ডেটাবেজ (Database)রেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৬০

A barcode reader emits ---

.
Sounds
.
Commands
.
Lights
✓ সঠিক উত্তর
.
Magnetic field

ব্যাখ্যা

A barcode reader is an optical scanner that can read printed barcodes, decode the data contained in the barcode and send the data to a computer. Like a flatbed scanner, it consists of a light source, a lens and a light sensor translating for optical impulses into electrical signals. Additionally, nearly all barcode readers contain decoder circuitry that can analyze the barcode's image data provided by the sensor and sending the barcode's content to the scanner's output port.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ইনপুট ডিভাইস (Input Device)রেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017