জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

মোট প্রশ্ন: ৯১

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৮১

সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার

.
পুর + কার
.
পুর +শকার
.
পুরঃ + কার
✓ সঠিক উত্তর
.
পুরস + কার

ব্যাখ্যা

অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন( ক,খ,প,ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ) হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮২

”চোখের বালি” এর অর্থ কি?

.
চোখের পীড়া
.
শত্রু
✓ সঠিক উত্তর
.
চোখের দৃষ্টি ক্ষয়
.
কোনোটি নয়
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৩

কৃতঘ্ন শব্দের অর্থ কি?

.
যে উপকারীর উপকার করে না
.
যে উপকারীর অপকার করে
✓ সঠিক উত্তর
.
যে উপকারীর উপকার স্বীকার করে না
.
যে উপকারীর উপকার ভুলে যায়

ব্যাখ্যা

যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৪

বাক্য সংকোচন করুন- ”চক্ষু দ্বারা গৃহীত”

.
প্রত্যক্ষ
.
সম্মুখ
.
চাক্ষুষ
✓ সঠিক উত্তর
.
প্রত্যক্ষদর্শী

ব্যাখ্যা

অক্ষির সমক্ষে বর্তমান - প্রত্যক্ষ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৫

”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
.
বেগম সুফিয়া কামাল
.
কোনোটি নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - চরণটি কবি অতুল প্রসাদ সেনের লেখা।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৬

”বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার” জন্ম কোন জেলায়?

.
রাজশাহী
.
রংপুর
✓ সঠিক উত্তর
.
দিনাজপুর
.
কুষ্টিয়া

ব্যাখ্যা

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
বিষয়: বাংলাটপিক: বেগম রোকেয়ারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৭

যা স্থায়ী নয়-

.
অস্থায়ী
✓ সঠিক উত্তর
.
ক্ষণস্থায়ী
.
ক্ষণিক
.
নশ্বর

ব্যাখ্যা

যা স্থায়ী নয় - অস্থায়ী।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৮

”আমানত” শব্দের অর্থ কি?

.
কথা রাখা
.
সততা
.
গচ্ছিত
✓ সঠিক উত্তর
.
বিশ্বাস

ব্যাখ্যা

আমানত - গচ্ছিত রাখা।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৮৯

বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?

.
ধ্বনি, শব্দ, বাক্য
✓ সঠিক উত্তর
.
শব্দ, ধ্বনি, সমাস
.
অনুসর্গ, উপসর্গ, শব্দ
.
ধ্বনি, শব্দ, বর্ণ

ব্যাখ্যা

প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ রয়েছে তা হলো - - ধ্বনি, শব্দ, বাক্য, ও অর্থ।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৯০

”গরল” শব্দের বিপরীত শব্দ কি?

.
মৃত
.
অমৃত
✓ সঠিক উত্তর
.
গরল
.
গরজ

ব্যাখ্যা

গরল এর বিপরীত শব্দ - অমৃত।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
৯১

”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
অব্যয়
.
বিশেষণের ‍বিশেষণ

ব্যাখ্যা

পদ প্রধানত দুই প্রকার।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017