জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

মোট প্রশ্ন: ৯১

পৃষ্ঠা এর পরবর্তী

জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?

.
মশা
✓ সঠিক উত্তর
.
মাছি
.
পানি
.
বাতাস

ব্যাখ্যা

জিকা ভাইরাস ডেঙ্গু ভাইরাস, পীতজ্বর ভাইরাস ওয়েস্টনাইল ভাইরাসের সাথে সম্পর্কিত।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

All the logical and mathematical calculations are performed by the computer by its :

.
Mother board
.
Memory
.
Hard Disk
.
CPU
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়বছরের পর বছর নানাভাবে উন্নীত, পরিমার্জিত বিভিন্ন সংস্করন করার ফলে এতে নকশা, আকৃতিগত এবং বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কিন্তু এর মূল কাজের ধরন একই রকম রয়ে গেছে সিপিইউ' প্রধান উপাদানগুলোর মধ্যে আছে এএলইউ (গাণিতিক যুক্তি অংশ), সিইউ (নিয়ন্ত্রণ অংশ) এএলইউ গাণিতিক এবং যুক্তিমুলক কাজগুলো সম্পাদন করে আর সিইউ স্মৃতি থেকে নির্দেশনা নেয়, নির্দেশনাগুলোর সংকেত উদ্ধার করে সেগুলোকে সম্পাদন করে এবং প্রয়োজন মতে এএলইউ থেকে সেবা ব্যবহার করে
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মাইক্রোপ্রসেসর-Microprocessorরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

Records are composed of --- such as name, address and phone number.

.
Fields
✓ সঠিক উত্তর
.
Bytes
.
Information
.
Bits

ব্যাখ্যা

A field consists of a grouping of characters. A data field represents an attribute (a characteristic or quality) of some entity (object, person, place, or event
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ডেটাবেজ (Database)রেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

A barcode reader emits ---

.
Sounds
.
Commands
.
Lights
✓ সঠিক উত্তর
.
Magnetic field

ব্যাখ্যা

A barcode reader is an optical scanner that can read printed barcodes, decode the data contained in the barcode and send the data to a computer. Like a flatbed scanner, it consists of a light source, a lens and a light sensor translating for optical impulses into electrical signals. Additionally, nearly all barcode readers contain decoder circuitry that can analyze the barcode's image data provided by the sensor and sending the barcode's content to the scanner's output port.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ইনপুট ডিভাইস (Input Device)রেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

USB stands for :

.
United Serial Bus
.
Universal Strategic Bus
.
Universal Serial Bus
✓ সঠিক উত্তর
.
Uninterrupted Strategic Bus

ব্যাখ্যা

ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) ইংরেজি USB (Universal Serial Bus) হলো একপ্রকার ক্যাবল প্রটোকল যেটি একধরনের সংযোগ তৈরি করে যার মধ্য দিয়ে একইসাথে বিদ্যুৎ প্রবাহ তথ্য আদান প্রদান হয়ে থাকে ইউএসবি এর ফলে কম্পিউটারের সাথে আনুসঙ্গিক বহনযোগ্য যন্ত্র যেমন: পেনড্রাইভ, বহনযোগ্য হার্ডডিস্ক, এক্সটার্নাল সিডি রম, মাউস, কী - বোর্ড, গেম প্যাড ইত্যাদি শুধু এটুকুই নয়, আরও বহুবিধ যন্ত্রাংশ ব্যাবহার সহজ হয়েছে কেননা ইউএসবি এর মাধ্যমে যন্ত্রাংশ গুলো চালনা করা অধিক সহজতর কারণ এক্ষেত্রে এগুলোতে আলাদা করে কোনো বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন পড়ে না
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Acronymরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

Wi-Fi means :

.
Word Wide Web
.
Wireless Fidelity
✓ সঠিক উত্তর
.
Witeless Friendly
.
Wireless Free
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Acronymরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

Which one of the following is not a web browser?

.
Internet Explorer
.
Google chrome
.
Opera
.
Protal
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, অপেরা মিনি ইত্যাদি
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: ব্রাউজার-Browserরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

কম্পিউটারের জনক কে?

.
প্যাসকেল
.
নেপিয়ার
.
ব্যাবেজ
✓ সঠিক উত্তর
.
মুনার

ব্যাখ্যা

কম্পিউটারের জনক - চার্লস ব্যবেজ, আধুনিক কম্পিউটারের জনক - হাওয়র্ড এইকিন, মিনি কম্পিউটারের জনক - কেনেথ এইচ ওলসেন,
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: কম্পিউটার-Computerরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017

মোবাইল কমিউনিকেশনে 4G -এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

.
ভয়েস টেলিফোনি
.
মোবাইল টিভি
.
ব্রডব্যান্ড
✓ সঠিক উত্তর
.
ইন্টারনেট সেবা

ব্যাখ্যা

ব্রড ব্যান্ড ( Broad Band) উচ্চ গতিসম্পন্ন Bandwidth - যার ডেটা ট্রান্সমিশন হার মেগা bps হতে অতি উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে Broad Band সাধারণত কো - এক্সিয়াল ক্যাবল অপটিক্যাল ফাইবার - ডেটা স্থানান্তরে ব্যবহার করা হয় তাছাড়া, WiMax স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েব কমিউনিকেশন প্রভৃতি ক্ষেএেও এটি ব্যবহৃত হয়
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মোবাইল ইন্টারনেটরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১০

কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?

.
পেন ড্রাইভ
.
ডিভিডি রম ড্রাইভ
.
মডেম
✓ সঠিক উত্তর
.
কোনোটি নয়

ব্যাখ্যা

মডেম হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মডেম-Modemরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১১

”কম্পিউটার মেমোরি” বলতে কি বুঝায়?

.
কম্পিউটার ব্রেইন
.
তথ্য সংগ্রহের স্থান
✓ সঠিক উত্তর
.
কম্পিউটার সফ্‌টওয়্যার
.
কোনোটি নয়

ব্যাখ্যা

কম্পিউটার মেমরি বলতে কোন কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায় এগুলি মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়ে থাকে কম্পিউটার কোন কাজ সম্পাদন করার আগে অ্যাপ্লিকেশন উপাত্ত হার্ড ডিস্ক থেকে সিস্টেম মেমরিতে কপি করে নেয়
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: মেমোরি-Memoryরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১২

x+1x=3 হলে x3+1x3 এর মান কত ?

.
.
.
✓ সঠিক উত্তর
.
বিষয়: গণিতরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৩

X>Y এবং XY

.
X
.
Y
✓ সঠিক উত্তর
.
X-Y
.
x2-Y2
বিষয়: গণিতটপিক: সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)রেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৪

2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা ?

.
মূলদ
.
অমূলদ
✓ সঠিক উত্তর
.
জটিল
.
বাস্তব

ব্যাখ্যা

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
বিষয়: গণিতরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৫

x4-x2+1=0 হলে, x+1x এর মান কত ?

.
1
✓ সঠিক উত্তর
.
2
.
2
.
3
বিষয়: গণিতরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৬

Emperor Akbar ----, was a son of Humayhun.

.
Who is a great ruler
.
Who was a great ruler
✓ সঠিক উত্তর
.
A great ruler
.
Whom we all know

ব্যাখ্যা

Emperor Akbar এর relative pronoun হিসেবে who ব্যবহার হবে।
বিষয়: ইংরেজিটপিক: Appositive Phraseরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৭

I cut myself, here "myself" is a/an ---

.
Pronoun
.
Adjective
.
Adverb
.
Reflexive pronoun
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে pronoun object এর স্থান গ্রহণ করার পূর্বের subject কে নির্দেশ করে তা Reflexive pronoun.
বিষয়: ইংরেজিটপিক: English Grammarরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৮

Which one is not an example of comparative degree

.
Upper
.
Less
.
Worst
✓ সঠিক উত্তর
.
Highest

ব্যাখ্যা

অপশনে worst এবং highest হলো দুটিই Superlative dgree.
বিষয়: ইংরেজিটপিক: Comparative Degreeরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
১৯

It is you who --- to blame.

.
is
.
was
.
are
✓ সঠিক উত্তর
.
were

ব্যাখ্যা

কোনো Noun বা pronoun এর উপর জোর দেয়ার জন্য it is I, it is you, it is he এবং it is they এর পরবর্তী verb পূর্ববতী tense ও person অনুযায়ী হয়।
বিষয়: ইংরেজিটপিক: A list of dramatists, poets, novelists, essayists, woman writers and criticsরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017
২০

Which one is a masculine gender?

.
Cow
.
Ox
✓ সঠিক উত্তর
.
Bitch
.
Hen

ব্যাখ্যা

Bull - Ox.
বিষয়: ইংরেজিটপিক: The Genderরেফারেন্স: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক - 03.02.2017