৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

মোট প্রশ্ন: ৮৯

পৃষ্ঠা এর পরবর্তী

কোনটি অস্থায়ী মেমোরির কাজ করে?

.
RAAM
.
ROM
.
RAM
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

প্রাইমারি মেমোরি হচ্ছে Ram & Rom. এর মধ্যে Ram (random access memory) হচ্ছে অস্থায়ি মেমোরি। Rom(Read only memory) হচ্ছে স্থায়ি মেমোরি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কাজরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

এক কিলোবাইট সমান কত?

.
১০২৪ বিটস
.
১০০০ বাইটস
.
১০২৪ বাইটস
✓ সঠিক উত্তর
.
৮১৯২ বাইটস

ব্যাখ্যা

বাইট হল তথ্য পরিমাপের একটি একক প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয় আট বিট = বাইট, ১০২৪ বাইট = কিলোবাইট, ১০২৪ কিলোবাইট = মেগাবাইট, ১০২৪ মেগাবাইট = গিগাবাইট, ১০২৪ গিগাবাইট = টেরাবাইট
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিমাপরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?

.
সশ্রম
✓ সঠিক উত্তর
.
বিনাশ্রম
.
সাধারণ শ্রম
.
সবকটি

ব্যাখ্যা

যাবজ্জীবন সাজার অর্থ কী হবে, তা নিয়ে উচ্চ আদালতের আঙিনায় দীর্ঘকাল নানা আইনি প্রশ্ন ঘুরপাক খেয়েছে। এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যাবজ্জীবন সাজার মেয়াদসংক্রান্ত অস্পষ্টতা দূর হলো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই রায়ের সুষম কার্যকারিতা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্রতীয়মান হয় যে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে অবস্থানরত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ হাজারের বেশি কয়েদির কারাজীবনে সরাসরি এই ব্যাখ্যার প্রভাব পড়বে। তবে বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সব থেকে বড় প্রভাব প্রত্যাশিত মৃত্যুদণ্ডাদেশ প্রদানের ক্ষেত্রে। ধীরে ধীরে হলেও এর হার কমে যেতে পারে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?

.
মৃত্যুদণ্ড
✓ সঠিক উত্তর
.
যাবজ্জীবন কারাদণ্ড
.
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
.
২০ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

কোনটি 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'?

.
LINUX
.
MS-DOS
.
Power Point
✓ সঠিক উত্তর
.
MS-Windows 98
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। মিশ্রণে সোনার পরিমাণ কত?

.
১২ গ্রাম
✓ সঠিক উত্তর
.
১৪ গ্রাম
.
১০ গ্রাম
.
৯ গ্রাম

ব্যাখ্যা

মিশ্রনে সোনার পরিমানঃ
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

.
.
.
.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = (বৃত্তের ব্যাস)
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

4.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

.
3/11
.
11/3
.
3/13
.
13/3
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

4.3 একটি দশমিক সংখ্যা ।
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)

ক এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?

.
৩০ টাকা
.
২০ টাকা
.
১৫ টাকা
.
১০ টাকা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মনেকরি, খ এর টাকার পরিমাণ = x
বিষয়: গণিতটপিক: সমীকরণের প্রয়োগ (Application of Equation)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১০

একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?

.
✓ সঠিক উত্তর
.
১১
.
২১
.
২৫

ব্যাখ্যা

ধরি,
বিষয়: গণিতটপিক: গড় (Average)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১১

একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?

.
৩৮৪ টাকা
.
৪০০ টাকা
✓ সঠিক উত্তর
.
৪২০ টাকা
.
৫৭৬ টাকা

ব্যাখ্যা

২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১২

260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?

.
সম্পূরক কোণ
.
প্রবৃদ্ধ কোণ
✓ সঠিক উত্তর
.
পূরক কোণ
.
স্থুলকোণ

ব্যাখ্যা

প্রবৃদ্ধ কোণঃ (reflex angle) ১৮০ ডিগ্রী থেকে বড় মানের এবং ৩৬০ ডিগ্রি থেকে ছোটো মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
বিষয়: গণিতটপিক: কোণরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৩

125×0.0043=?

.
0.001
.
0.793
✓ সঠিক উত্তর
.
0.01

ব্যাখ্যা

৬% হার সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা
৯৫০ টাকার ৮ বছরের সুদ  ×  ×  টাকা = ৪৫৬ টাকা।
এখন, ৭.৫% হার সুদে,
৭.৫ টাকা সুদ হয় ১ বছরে ১০০ টাকায়
৪৫৬ টাকা সুদ হয় ১৯ বছরে × . × 
= ৩২০ টাকায়।
বিষয়: গণিতরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৪

4.3° কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

.
311
.
113
.
313
.
133
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি, পিতার বর্তমান বয়স ৭x বছর এবং পুত্রের বর্তমান বয়স ৩x বছর।
তাহলে, ৪ বছর পূর্বে তাদের বয়স ছিল যথাক্রমে (৭x - ৪) বছর বছর এবং (৩x - ৪) বছর।
প্রশ্নমতেম, x -   x - =   x - x - = 
একে সমাধান করলে পাই x = ৮
পুত্রের বর্তমান বয়স = ৩x = ৩ × ৮ = ২৪ বছর।
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৫

একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 cm হলে, এর ক্ষেত্রফল কত?

.
33cm2
.
43cm2
.
63cm2
.
93cm2
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৬

'azure' means ----

.
red
.
blue
✓ সঠিক উত্তর
.
yellow
.
black

ব্যাখ্যা

azure অর্থ নীল
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৭

O. Henry is famous for ----

.
novel
.
poem
.
drama
.
short story
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: Famous books of different writersরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৮

'Frailty, the name is woman!' is a quotation from---

.
Shakespeare
✓ সঠিক উত্তর
.
Bacon
.
Fielding
.
Jane Austen
বিষয়: ইংরেজিটপিক: English Literatureরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
১৯

A person who writes and edits dictionaries is called a -----

.
lexicographer
✓ সঠিক উত্তর
.
laryngographer
.
lithographer
.
topographer

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: A list of dramatists, poets, novelists, essayists, woman writers and criticsরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)
২০

'Justice delayed is justice denied.' was stated by ----

.
Disrael
.
Emerson
.
Gladstone
✓ সঠিক উত্তর
.
Shakespeare

ব্যাখ্যা

বৃটিশ নেতা William E. Gladstone বলেছেন - " বিচারকার্য যত দেরি হয় তত এটি সুবিচার পায় না"/ "Justice delayed is justice denied". এছাড়া তার আরেকটি বিখ্যাত উক্তি - "Justice hurried is justice barried"/ "বিচার দ্রুত সম্পন্ন মানে বিচারককে কবর দেওয়া"
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014)