প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

মোট প্রশ্ন: ৬৩

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলাদেশের প্রথম সংবাদ পত্র-

.
আজাদী
✓ সঠিক উত্তর
.
সমাচার দর্পণ
.
বঙ্গদর্শন
.
বেঙ্গল গেজেট
বিষয়: বাংলারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-

.

কমে

.

বাড়ে

✓ সঠিক উত্তর
.

প্রথমে বাড়ে পরে কমে

.

অপরিবর্তিত থাকে

ব্যাখ্যা

বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি - - বাড়ে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?

.
৫ প্রকার
.
৪ প্রকার
.
২ প্রকার
.
৩ প্রকার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মানুষের শরীরে ৩ ধরনের রক্ত কণিকা আছে। যথা - লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। রক্তের উপাদান দুই প্রকার। যথা: রক্তরস ৫৫% ও রক্তকণিকা ৪৫%।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

জেনেটিক কোডের আবিষ্কারক কে?

.

ড. এম স্বামীন খান

.

জোহানসন

.

ড. খোরানা

✓ সঠিক উত্তর
.

ড. রোনাল্ড রস

ব্যাখ্যা

জেনেটিক কোডের আবিষ্কারক ড. হরগোবিন্দ খোরানা (ভারত)। তিনি কৃত্রিম জীন আবিষ্কার করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আবিষ্কার ও আবিষ্কারকরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ-

.

৫ লিটার

✓ সঠিক উত্তর
.

৭ লিটার

.

৮ লিটার

.

১০ লিটার

ব্যাখ্যা

পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ - ৫ লিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের গ্রুপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো--

.
দর্পণের কাজ করে
.
প্রিজমের কাজ করে
✓ সঠিক উত্তর
.
লেন্সের কাজ করে
.
আতসী কাঁচের কাজ করে

ব্যাখ্যা

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

.

কম হয়

.

বেশি হয়

.

একই হয়

✓ সঠিক উত্তর
.

খুব কম হয়

ব্যাখ্যা

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ

.
তরল পদার্থ
.
বায়বীয় পদার্থ
✓ সঠিক উত্তর
.
নরম পদার্থ
.
কঠিন পদার্থ

ব্যাখ্যা

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর তাপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)

সংকর ধাতু পিতলের উপাদান হল---

.
তামা ও টিন
.
তামা ও দস্তা
✓ সঠিক উত্তর
.
তামা ও সীসা
.
তামা ও নিকেল

ব্যাখ্যা

সংকর ধাতু পিতলের উপাদান হল - তামা ও দস্তা।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১০

কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?

.

প্রোটোপ্লাজম

.

ক্রোমোজোম

.

মাইটোকন্ড্রিয়া

✓ সঠিক উত্তর
.

নিউক্লিয়াস

ব্যাখ্যা

কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১১

পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-

.

১০০ কোটি বছর আগে

✓ সঠিক উত্তর
.

১০ লক্ষ বছর আগে

.

১০ কোটি বছর আগে

.

১ কোটি বছর আগে

ব্যাখ্যা

পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ১০০ কোটি বছর আগে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১২

হর্স পাওয়ার হলো-

.

শক্তি পরিমাপের একক

.

ক্ষমতা পরিমাপের একক

✓ সঠিক উত্তর
.

চাপ পরিমাপের একক

.

কাজ পরিমাপের একক

বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৩

কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন-

.

১০০ নিউটন

.

৯.৮ নিউটন

.

১০ নিউটন

.

৯৮ নিউটন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন - ৯৮ নিউটন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৪

পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?

.

ড. অটো

✓ সঠিক উত্তর
.

জেমস ওয়াট

.

কেলভিন

.

কার্নো

ব্যাখ্যা

পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করেন ড. অটো।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৫

টলেমী কে ছিলেন?

.

ঐতিহাসিক

.

দার্শনিক

.

জ্যোতির্বিদ

✓ সঠিক উত্তর
.

চিকিৎসক

বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৬

”ইন্টারনেট” কবে চালু হয়?

.
১৯৬০ সালে
.
১৯৬৯ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৭০ সালে
.
১৯৮১ সালে

ব্যাখ্যা

১৯৬৯ সালের ১৪ জানুয়ারি। ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ। ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয়।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৭

একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

.
৩৬
.
৭২
✓ সঠিক উত্তর
.
১২০
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

if you mean everyday the clock goes back 10 minutes in time
বিষয়: গণিতটপিক: ঘড়ি বিষয়ক অভীক্ষা (Clock Related Test)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৮

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?

.
অর্ধেক
.
সমান
.
দ্বিগুণ
✓ সঠিক উত্তর
.
তিনগুণ

ব্যাখ্যা

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন সবসময় পরিধস্থ কোণের দ্বিগুণ হয়।
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
১৯

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

.

× ( ভূমি × উচ্চতা)

.

দৈর্ঘ্য × প্রস্থ

.

২(দৈর্ঘ্য × প্রস্থ )

.

ভূমি × উচ্চতা

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিক হলো সাধারণ চতুর্ভূজের একটি বিশেষ রূপ। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
বিষয়: গণিতটপিক: পরিমিতি (Mensuration)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)
২০

পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?

.
৪৩ বছর
✓ সঠিক উত্তর
.
৩৩ বছর
.
৫৩ বছর
.
৬৩ বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(বিটা-02) (20-04-2014)