Bangladesh Bank - Assistant Director - 2004

মোট প্রশ্ন: ৯৪

৬১

He size of proposed national budget for 2004-05 is Taka ---

.
50,000 Crore
.
22,591 Crore
.
55,550 Crore
.
57,248 Crore
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬২

'International Mother Language Day' is ---

.
16 December
.
26 March
.
9 May
.
21 February
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। ১৮৮টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: International Mother Language Dayরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৩

The Rupsha bridge will establish direct road link between ----

.
Bagerhat and Barisal
.
Khulna and Bagerhat
✓ সঠিক উত্তর
.
Khulna and Gopalgonj
.
Pabna and Kustia

ব্যাখ্যা

খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা সেতু নামেও পরিচিত। এটি খুলনা ও বাগেরহাট জেলায় কে সংযুক্ত করেছে। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বহুমুখী সেতুরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৪

Who was the commander-in-chief of the liberation war of Bangladesh ?

.
Major Zia
.
Col. Shafiullah
.
Nuruddin Khan
.
M A G Osmani

ব্যাখ্যা

এখন কেনো কমান্ডার ইন চিফ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নন এই ব্যাপারে খোদ তাজউদ্দিন আহমেদ (যিনি আসলে মুক্তিযুদ্ধের সত্যিকার সেনাপতি) সুন্দর যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়েছেন-
'সিএনসির(কমান্ডার ইন চিফ) বাংলা তরজমা কিন্তু সর্বাধিনায়ক নয়, প্রধান সেনাপতি। 
আমাদের সরকার সামরিক নয়। সামরিক সরকারের প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি একই ব্যক্তি থাকেন। এজন্য প্রধান সামরিক শাসক ও প্রেসিডেন্ট তিনবাহিনীর পুরো দায়িত্বে থাকেন। এজন্যই তখন সেনাবাহিনী প্রধানকে সর্বাধিনায়ক বলা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিনবাহিনীর তিনজন প্রধান থাকেন। রাষ্ট্রপ্রতি তিন বাহিনীর সমন্বয়ক হিসেবে তিনিই হন সর্বাধিনায়ক।'
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৫

Who is known as the architect of economic reforms in India ?

.
Jyoti
.
Jawaharlal Nehru
.
Bajpayee
.
Monmohon Singh
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৬

'Uttara Gono Bhaban' is located the district of---

.
Rajshahi
.
Chapai Nawabganj
.
Naogaon
.
Natore
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'Uttara Gono Bhaban' is located the district of Natore
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: উত্তরা গণভবনরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৭

Which Banglai poet was awarded the title 'Knight' ?

.
Kazi Nazrul Islam
.
Shukumar Roy
.
Rabindra Nath Tagore
✓ সঠিক উত্তর
.
Satyendranath Datta
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৮

হরতাল কোন দেশী শব্দ ?

.
গুজরাটি
✓ সঠিক উত্তর
.
পাঞ্জাবী
.
তুর্কী
.
চীনা

ব্যাখ্যা

পাঞ্জাবি - চাহিদা, শিখ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৬৯

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

.
কামরুল হাসান
.
সৈয়দ মঈনুল হোসেন
✓ সঠিক উত্তর
.
শিল্পী জয়নুল আবেদিন
.
আলতাফ মাহমুদ

ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭০

'সোজান বাদিয়ার ঘাট' -এর রচয়িতা কে ?

.
কাজী নজরুল ইসলাম
.
জসীমউদ্দীন
✓ সঠিক উত্তর
.
কায়কোবাদ
.
শামসুর রাহমান

ব্যাখ্যা

'সোজান বাদিয়ার ঘাট' - এর রচয়িতা জসীমউদ্দীন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭১

কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্রোপধ্যায় কর্তৃক রচিত নয় ?

.
চরিত্রহীন
.
বড়দিদি
.
দত্তা
.
শ্রীকান্ত

ব্যাখ্যা

চরিত্রহীন, বড়দিদি, দত্তা, শ্রীকান্ত উপন্যাসগুলো বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্রোপধ্যায় কর্তৃক রচিত।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭২

'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে ?

.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
আবুল মনসুর আহমেদ
.
আবুল ফজল

ব্যাখ্যা

'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৩

বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত ?

.
দোঁলনচাপা
.
যৌবনের গান
.
অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
.
বিদ্রোহী
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৪

'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - কোন কবির কবিতা থেকে নেয়া ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
মাইকেল মধুসূদন দত্ত
.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
সুনীল গঙ্গোপাধ্যায়
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৫

মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ?

.
হরিদত্ত
.
ভারতচন্দ্র
✓ সঠিক উত্তর
.
মুকুন্দরাম
.
চন্ডীদাস

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৬

Which blood group is the universal blood receiver in human body ?

.
A + ve
.
B + ve
.
O + ve
.
AB + ve
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্ত বাহিকা (Blood Vessels)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৭

The brain of a computer is --

.
Memory
.
Hardware
.
Software
.
Microprocessore
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মাইক্রোপ্রসেসর বা “অণুপ্রক্রিয়াজাতকারক” বলতে এক শ্রেণীর অতিক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র বা যন্ত্রাংশকে বোঝায়, যেটি ডিজিটাল কম্পিউটার তথা ইলেকট্রনীয় গণকযন্ত্রের কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশের কাজগুলি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় গাণিতিক, যুক্তিভিত্তিক ও নিয়ন্ত্রণমূলক ইলেকট্রনীয় বর্তনী ধারণ করে রাখে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৮

The sum of three consecutive number is 123, The product of two smaller number is :

.
625
.
900
.
1600
.
1680

ব্যাখ্যা

Let,
   the three numbers are x, x+1, x+2
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৭৯

If 20% of X is 0.03 the X equals to

.
150
.
66.67
.
15
.
6.67

ব্যাখ্যা

x এর 20% = 0.03
বিষয়: গণিতটপিক: দশমিক-ভগ্নাংশ (Decimal Fraction)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004
৮০

If p number of pencils cost c cents, how many pencils can be bought for d dollars ?

.
cdp
.
100cd / p
.
dp / 100c
.
100cp / c

ব্যাখ্যা

We know 
     1 dollar= 100 cents
     so, d dollars = 100d cents
বিষয়: গণিতটপিক: সমীকরণের প্রয়োগ (Application of Equation)রেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2004