৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)

মোট প্রশ্ন: ৮৯

৪১

মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

.
কাজাখস্তান
✓ সঠিক উত্তর
.
উজবেকিস্তান
.
কিরগিজিস্তান
.
তাজিকিস্তান

ব্যাখ্যা

কাজাকিস্তান মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪২

মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?

.
স্থাপত্য
.
চিত্রকলা
.
বর্ণমালা
✓ সঠিক উত্তর
.
মানচিত্র

ব্যাখ্যা

ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন প্রাচীন সভ্যতারেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৩

দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে--

.
মে, ১৯৪৫
.
জুন, ১৯৪৫
.
জুলাই ১৯৪৫
.
আগস্ট , ১৯৪৫
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জাপানের সম্রাট হিরোহিতো ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পণ ঘোষণা করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাপান-Japanরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৪

আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কোন সালে?

.
১৯৬১
.
১৯৬২
.
১৯৬৩
✓ সঠিক উত্তর
.
১৯৬৪

ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আফ্রিকান ঐক্য-১৯৬৩রেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৫

প্রথম মুসলমান নোবেল বিজয়ী কে?

.
আনোয়ার সাদাত
✓ সঠিক উত্তর
.
ড. ইউনূস
.
নাগিব মাহফুজ
.
আব্দুস সালাম

ব্যাখ্যা

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৬

কমনওয়েলথযুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়?

.
অস্ট্রেলিয়া
.
ভারত
.
কানাডা
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ আফ্রিকা

ব্যাখ্যা

কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কমনওয়েলথরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৭

কোন দেশে সবচেয়ে বেশি আপেল উৎপন্ন হয়?

.
অস্ট্রেলিয়া
.
ভারত
.
চীন
.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আপেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের অবস্থান এর পরেই চীন আছে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৮

গত অলিম্পিকে উসাইন বোল্ট কত সময়ে ১০০ মিটার স্প্রিন্ট জয়ী হয়?

.
৯.৬৬ সেকেন্ড
.
৯.৬৭ সেকেন্ড
.
৯.৬৯ সেকেন্ড
✓ সঠিক উত্তর
.
৯.৭১ সেকেন্ড

ব্যাখ্যা

বোল্ট পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অলিম্পিকরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৪৯

নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে?

.
.
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫০

অস্থায়ী নিষধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন civil prison -এ রাখার আদেশ দেয়া যেতে পারে?

.
১ মাস
.
২ মাস
.
৩ মাস
.
৬ মাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশে অস্থায়ী নিষধাজ্ঞার আদেশ ভঙ্গ করার ক্ষেত্রে, ভঙ্গকারীকে সর্বাধিক ৬ মাস ধরে সিভিল প্রিজনে রাখা যেতে পারে। প্রতিষ্ঠান অনুযায়ী এই সময়কাল পরিবর্তন করা হতে পারে, তবে এটি সাধারণত সর্বাধিক সময়কাল হিসাবে প্রযোজ্য। এই সময়কাল হল আইনগত নির্ধারিত সর্বোচ্চ সময়কাল। যেকোনো অপরাধের জন্য বিধি সম্পাদনের পর ভঙ্গকারীকে আদেশ দেয়া হয় এবং আদালতের নির্ধারিত সময়কাল অতিক্রম করার পর থেকেই সিভিল প্রিজনে রাখা যায়। তবে এটি আইনগত প্রবৃদ্ধি বা কঠিনতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অতিরিক্ত বিশেষ পরিস্থিতিতে সময়কালটি পরিবর্তন হতে পারে। অধিক তথ্যের জন্য আপনাকে স্থানীয় আইনগত পরামর্শ ও আইনগত প্রদর্শনের জন্য একজন আইনজীবীর সাথে পরার্থক্য করা হবে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫১

নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে?

.

.

✓ সঠিক উত্তর
.

.

ব্যাখ্যা

নিষেধাজ্ঞার আদেশকে তিন ভাগে ভাগ করা যায। যেমন: স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫২

অস্থায়ী নিষধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন civil prison -এ রাখার আদেশ দেয়া যেতে পারে?

.
১ মাস
.
২ মাস
.
৩ মাস
.
৬ মাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আদালত আদেশ-৩৯ এর বিধি-১ ও ২ অনুযায়ী যার বিরুদ্ধে অস্হায়ী নিষেধাজ্ঞা জারী করেছে সে নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আবেদনকারী ভায়োলেশন মোকদ্দমা করতে পারবে।এই মোকদ্দমায় আদালত আদেশ-৩৯ এর বিধি-২(৩) অনুযায়ী অস্হায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গকারীকে  অনধিক ৬ মাসের দেওয়ানী জেল দিতে পারবেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: শক্তি ব্যবস্থাপনারেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৩

Mediation - এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে Mediation -এর কাজ শেষ করতে হবে?

.
৩০ দিন
.
৬০ দিন
.
৯০ দিন
✓ সঠিক উত্তর
.
১২০ দিন

ব্যাখ্যা

Mediation অর্থ মধ্যস্থতা। কোন বিষয়ে মধ্যস্থতা হওয়ার ৯০ দিনের মধ্যে মধ্যস্থতায় স্থির কৃত কাজ সম্পন্ন করতে হবে। 
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৪

ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদলতে জমা দিতে হবে?

.
৭ দিন
.
১৫ দিন
✓ সঠিক উত্তর
.
২১ দিন
.
৩০ দিন

ব্যাখ্যা

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অর্ডার ২১ এর বিধি ৮৪ এবং ৮৫ তে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। ডিক্রি জারীর মাধ্যমে আদালত কোন সম্পত্তি নিলামে বিক্রয়ের আদেশ দিলে এবং আদেশ অনুসারে কোন সম্পত্তি নিলামে বিক্রয় করা হলে, নিলাম সম্পন্ন হওয়ার পরপরই ক্রেতা ক্রয়মূল্যের ২৫% নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট জমা দিবে। বাকি ৭৫%, বিক্রয়ের তারিখ হতে ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিচার বিভাগরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৫

Code of Criminal Procedure- এর কোন ধারায় বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন?

.
১৫৬
✓ সঠিক উত্তর
.
১৫৭
.
১৫৮
.
১৫৯

ব্যাখ্যা

ফৌজদারি কার্যবিধির ১৫৬ ধারার বিধান অনুসারে কোনাে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারার ক্ষমতা বলে আমলযােগ্য অপরাধ সংঘটনের সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৬

কম্পিউটারের ব্রেইন হলো --

.
মেমোরি
.
হার্ডডিঙ্ক
.
মনিটর
.
মাইক্রোপ্রসেসর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসর ( Microprocessor) কে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৭

সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?

.
হাইব্রিডের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল
.
সবুজ সারের ম্যাধমে ফসল উৎপাদান
.
পতিত জমির সবুজায়ন
.
ফলন বৃদ্ধির প্রচেষ্টা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিপ্লবরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৮

এন্টিবায়েটিক এর কাজ --

.
শরীরে প্রতিরোধ বাড়িয়ে
.
জীবাণু ধ্বংস করা
✓ সঠিক উত্তর
.
উপকারী জীবাণু জোরদার করে
.
ভাইরাস ধ্বংস করে

ব্যাখ্যা

অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব - রাসায়নিক ঔষধ যা অণুজীবদের নাশ করে বা বৃদ্ধিরোধ করে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৫৯

কাঠ ও কয়লা প্রধানত কি?

.
অক্সিজেন
.
হাইড্রোজেন
.
কার্বন
✓ সঠিক উত্তর
.
ক্লোরিন

ব্যাখ্যা

কাঠ ও কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের খনিজ সম্পদরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
৬০

কোথায় সাঁতার কাটা সহজ?

.
পুকুরে
.
নদীতে
.
বিলে
.
সাগরে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)