প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

মোট প্রশ্ন: ৬৭

পৃষ্ঠা এর পরবর্তী

কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

.
পাকিস্তান ও ইরান
.
জাপান ও ফিলিপাইন
✓ সঠিক উত্তর
.
মিয়ানমার ও রাশিয়া
.
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

ব্যাখ্যা

জাপান পূর্ব এশিয়ার দেশ। এটি একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের প্রধান চারটি দ্বীপ হল হোক্কইডো, হনসু, শিকোকু ও কিউসু। আর ফিলিপাইন দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ৭, ১০৭টি দ্বীপ নিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত দ্বীপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?

.
বাংলাদেশ
.
পাকিস্তান
✓ সঠিক উত্তর
.
ভারত
.
থাইল্যান্ড

ব্যাখ্যা

BIMSTEC একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। এঁচোড় প্রতিষ্ঠিত হয় ৬ জুন ১৯৯৭। এর বর্তমান সদস্য সাতটি। যথা - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভুটান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperationরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

.
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
✓ সঠিক উত্তর
.
পুনরায় নির্বাচন দাবি
.
সামরিক আইন জারি করা
.
অনশন ধর্মঘট আহবান

ব্যাখ্যা

বাঙালি জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলোর অন্যতম ভাষণ বলা হয়। এই ভাষণে কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এই ভাষণের মূল বক্তব্য স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ মার্চের ভাষণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

.
এএইচ এম কামারুজ্জামান
.
তাজউদ্দীন আহমদ
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
সৈয়দ নজরুল ইসলাম

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। আর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রপতিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?

.
বব ডিলন
✓ সঠিক উত্তর
.
অমর্ত্য সেন
.
মিলান কুন্ডেরা
.
হারুকি মুরা কামি

ব্যাখ্যা

আমেরিকান সংগীত ঐতিহ্য নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যের ১১৩তম ব্যক্তি হিসেবে নোবেল পান মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলান। দীর্ঘ ২৩ বছর পর কোন মার্কিন সাহিত্যে নোবেল পেলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

মহাস্থানগড়ের পুরাতন নাম কি?

.
সুবর্নগ্রাম
.
পুন্ড্রবর্ধন
✓ সঠিক উত্তর
.
চন্দ্রদ্বীপ
.
সিংহজানী

ব্যাখ্যা

প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুন্ড্রূ। এই জনপদের রাজধানী ছিল পুন্ড্রু নগর। পরবর্তীকালে এর নামকরণ করা হয় মহাস্থানগড়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

NAFTA-এর সদস্য সংখ্যা কত?

.
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement। এটি স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪। নাফটার তিনটি সদস্য দেশ হল - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: NAFTAরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

.
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
.
জাতিপুঞ্জ সৃষ্টি করা
.
অটোম্যানদের জায়গা দখল করা
.
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ড এর কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেন সেটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত। বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রথম বিশ্বযুদ্ধরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

কম্পিউটারে কোনটি নেই?

.

দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা

.

নির্ভুল কাজ করার ক্ষমতা

.

স্মৃতি

.

বুদ্ধি

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কম্পিউটার কার্যক্রমও হয় হার্ডওয়ার ও সফটওয়্যার এর সমন্বয়ে মাধ্যমে যা কোন ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করে। কম্পিউটারে প্রদত্ত তথ্য উপাত্ত বিচার - বিশ্লেষণ করেই কেবল এটি ফলাফল প্রদর্শন করে। কিন্তু কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বিবেচনা নেই।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১০

মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

.
সোহরাওয়ার্দী উদ্যান
✓ সঠিক উত্তর
.
শিশুপার্ক
.
লালদিঘী ময়দান
.
রমনা পার্ক

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে। এ দলিলে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে স্টার কমান্ডের অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী আর মিত্র বাহিনীর পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন এ কে খন্দকার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১১

বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

.

শব্দ শক্তিতে

✓ সঠিক উত্তর
.

আলোক শক্তিতে

.

তাপ শক্তিতে

.

রাসায়নিক শক্তিতে

ব্যাখ্যা

বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১২

মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো--

.
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
✓ সঠিক উত্তর
.
এশিয়া ও আফ্রিকার মাঝে
.
আটলান্টিকের পূর্বে
.
এশিয়া ও ইউরোপের মাঝে

ব্যাখ্যা

মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত। এ অঞ্চলে মাইক্রোনেশিয়া, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও নাউরু এই পাঁচটি স্বাধীন দেশ রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৩

বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

.
১৭
✓ সঠিক উত্তর
.
১৪
.
১৬
.
১৫

ব্যাখ্যা

১৯৭২ সালে সংবিধান রচনার পর থেকে এ পর্যন্ত ১৬ বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম বঙ্গবন্ধুর শাসনামলে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংশোধন করা হয়। প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধীর সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। সর্বশেষ ষোড়শ সংশোধনী পাস হয় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে। সর্বশেষ সংশোধন ২০১৮ সালে। এ পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৪

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

.
মূল মধ্যরেখা
.
কর্কটক্রান্তি রেখা
✓ সঠিক উত্তর
.
মকরক্রান্তি রেখা
.
আন্তর্জাতিক তারিখ রেখা

ব্যাখ্যা

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাট বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সীমা চিহ্নিতকরণ রেখা ও অক্ষরেখারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৫

ব্রিকস এর মূলমন্ত্র কি?

.
সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
✓ সঠিক উত্তর
.
সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা
.
সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
.
সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান

ব্যাখ্যা

ব্রিকস হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির দেশ সমূহের একটি জোট। এ জোটের মূলমন্ত্র হলো সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৬

কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?

.
আত্মজ
.
নন্দন
.
তনয়
.
শৈলজ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৭

কোনটি মূল ধ্বনি নয়?

.
.
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৮

ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি?

.
নিঃস্ব
✓ সঠিক উত্তর
.
ঐচ্ছিক
.
আসক্তি
.
পারত্রিক

ব্যাখ্যা

ঐশ্বর্য বিশেষ্য শব্দের অর্থ: ধন, সম্পত্তি, বিভব। ঐশ্বর্য এর বিপরীত - নিঃস্ব।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
১৯

রাজর্ষি এর ব্যাসব্যাক্য কোনটি?

.
যিনি ঋষি তিনিই রাজা
.
যিনি রাজা তিনিই ঋষি
✓ সঠিক উত্তর
.
যিনি রাজা তিনি ঋষি
.
যিনি ঋষি তিনি রাজা

ব্যাখ্যা

বিশেষণ ও বিশেষ্য পদ মিলেছ সমাস হয় এবং বিশ্বেশ্বর বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারায সমাস। যেমন - যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২০

কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

.
অজ
✓ সঠিক উত্তর
.
ফি
.
অতি
.
খাস

ব্যাখ্যা

বাংলা ব্যাকরণের তৎসম খাঁটি বাংলা বিদেশি উপসর্গ রয়েছে। তৎসম উপসর্গ অতি। খাঁটি বাংলা উপসর্গ আজ। বিদেশি উপসর্গ ফি, খাস।
বিষয়: বাংলাটপিক: খাঁটি বাংলা উপসর্গরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)