প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
মোট প্রশ্ন: ৬৭
২১
২১
ষোলকলা অর্থ-
ক.✓ সঠিক উত্তর
সম্পূর্ণ
খ.
সুন্দর কলা
গ.
ষোলটি কলা
ঘ.
একটাকা
ব্যাখ্যা
ষোলোকলা একটি বাগধারা, যার অর্থ সম্পূর্ণ, পুরোপুরি।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
ষোলকলা অর্থ-
ক.✓ সঠিক উত্তর
সম্পূর্ণ
খ.
সুন্দর কলা
গ.
ষোলটি কলা
ঘ.
একটাকা
ব্যাখ্যা
ষোলোকলা একটি বাগধারা, যার অর্থ সম্পূর্ণ, পুরোপুরি।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২২
২২
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?
ক.
২
খ.
৩
গ.
৪
ঘ.✓ সঠিক উত্তর
১
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?
ক.
২
খ.
৩
গ.
৪
ঘ.✓ সঠিক উত্তর
১
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৩
২৩
বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
ক.✓ সঠিক উত্তর
শাহ মুহম্মদ সগীর
খ.
ভারত চন্দ্র রায়
গ.
শামসুর রাহমান
ঘ.
কবি কংক
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রাচীন কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
ক.✓ সঠিক উত্তর
শাহ মুহম্মদ সগীর
খ.
ভারত চন্দ্র রায়
গ.
শামসুর রাহমান
ঘ.
কবি কংক
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রাচীন কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৪
২৪
বাক্য সংকোচন কী?
ক.
ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
খ.
অসম্পূর্ণ বাক্য
গ.
ক্ষুদ্রতম বাক্য
ঘ.✓ সঠিক উত্তর
একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
ব্যাখ্যা
একটি মাত্র শব্দ ভাবকে প্রকাশ করাই হল বাক্য সংকোচন। অন্যভাবে বলা যায় একাধিক পথ বা উপবাক্য কে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংকোচন বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাক্য সংকোচন কী?
ক.
ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
খ.
অসম্পূর্ণ বাক্য
গ.
ক্ষুদ্রতম বাক্য
ঘ.✓ সঠিক উত্তর
একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
ব্যাখ্যা
একটি মাত্র শব্দ ভাবকে প্রকাশ করাই হল বাক্য সংকোচন। অন্যভাবে বলা যায় একাধিক পথ বা উপবাক্য কে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংকোচন বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৫
২৫
কোন বানানটি শুদ্ধ?
ক.✓ সঠিক উত্তর
অসমীচীন
খ.
অসমিচিন
গ.
অসমীচিন
ঘ.
অসমিচীন
ব্যাখ্যা
সঠিক বানান - অসমীচীন। অসমীচীন শব্দের অর্থ - অশোভন,অসুন্দর,রুচিবিরোধী,কুদর্শন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
কোন বানানটি শুদ্ধ?
ক.✓ সঠিক উত্তর
অসমীচীন
খ.
অসমিচিন
গ.
অসমীচিন
ঘ.
অসমিচীন
ব্যাখ্যা
সঠিক বানান - অসমীচীন। অসমীচীন শব্দের অর্থ - অশোভন,অসুন্দর,রুচিবিরোধী,কুদর্শন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৬
২৬
মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক.
মনের মাঝি
খ.✓ সঠিক উত্তর
মন রূপ মাঝি
গ.
মন মাঝির ন্যায়
ঘ.
মন ও মাঝি
ব্যাখ্যা
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাস কি বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন মন রূপ মাঝি = মন মাঝি।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক.
মনের মাঝি
খ.✓ সঠিক উত্তর
মন রূপ মাঝি
গ.
মন মাঝির ন্যায়
ঘ.
মন ও মাঝি
ব্যাখ্যা
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাস কি বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন মন রূপ মাঝি = মন মাঝি।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৭
২৭
কোন বানানটি শুদ্ধ?
ক.
মুমুর্ষূ
খ.
মূমূর্ষ
গ.
মূমূর্ষু
ঘ.✓ সঠিক উত্তর
মুমূর্ষু
ব্যাখ্যা
সঠিক বানান - মুমূর্ষু। মুমূর্ষু শব্দের অর্থ - মরণাপন্ন,মরতে বসেছে এমন।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
কোন বানানটি শুদ্ধ?
ক.
মুমুর্ষূ
খ.
মূমূর্ষ
গ.
মূমূর্ষু
ঘ.✓ সঠিক উত্তর
মুমূর্ষু
ব্যাখ্যা
সঠিক বানান - মুমূর্ষু। মুমূর্ষু শব্দের অর্থ - মরণাপন্ন,মরতে বসেছে এমন।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৮
২৮
বাংলা ভাষার মধ্যযুগ--
ক.
১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ
খ.
৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
গ.✓ সঠিক উত্তর
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ.
৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
বাংলা ভাষার ভাষাবিদ গত বাংলা ভাষাকে তিনটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন যুগ ৬৫০ - ১২০০, মধ্যযুগ ১২০১ - ১৮০০ ও আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাংলা ভাষার মধ্যযুগ--
ক.
১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ
খ.
৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
গ.✓ সঠিক উত্তর
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ.
৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
বাংলা ভাষার ভাষাবিদ গত বাংলা ভাষাকে তিনটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন যুগ ৬৫০ - ১২০০, মধ্যযুগ ১২০১ - ১৮০০ ও আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৯
২৯
”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?
ক.
অপাদানে সপ্তমী
খ.
স্থানাধিকরণে সপ্তমী
গ.✓ সঠিক উত্তর
ভাবাধিকরণে সপ্তমী
ঘ.
কালাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?
ক.
অপাদানে সপ্তমী
খ.
স্থানাধিকরণে সপ্তমী
গ.✓ সঠিক উত্তর
ভাবাধিকরণে সপ্তমী
ঘ.
কালাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩০
৩০
শশব্যস্ত কোন সমাস?
ক.✓ সঠিক উত্তর
কর্মধারয়
খ.
তৎপুরুষ
গ.
বহুব্রীহি
ঘ.
অব্যয়ীভাব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
শশব্যস্ত কোন সমাস?
ক.✓ সঠিক উত্তর
কর্মধারয়
খ.
তৎপুরুষ
গ.
বহুব্রীহি
ঘ.
অব্যয়ীভাব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩১
৩১
”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক.
অনতিক্রম্য
খ.
অলঙ্ঘ্য
গ.✓ সঠিক উত্তর
দূরতিক্রম্য
ঘ.
দুর্গম
ব্যাখ্যা
যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক.
অনতিক্রম্য
খ.
অলঙ্ঘ্য
গ.✓ সঠিক উত্তর
দূরতিক্রম্য
ঘ.
দুর্গম
ব্যাখ্যা
যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩২
৩২
কোনটি আদি স্বরাগম?
ক.
রত্ন > রতন
খ.✓ সঠিক উত্তর
স্ত্রী > ইস্ত্রী
গ.
গ্রাম > গেরাম
ঘ.
স্নেহ > সিনেহ
ব্যাখ্যা
উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন স্ত্রী > ইস্ত্রী।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
কোনটি আদি স্বরাগম?
ক.
রত্ন > রতন
খ.✓ সঠিক উত্তর
স্ত্রী > ইস্ত্রী
গ.
গ্রাম > গেরাম
ঘ.
স্নেহ > সিনেহ
ব্যাখ্যা
উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন স্ত্রী > ইস্ত্রী।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৩
৩৩
বাক্য সংকোচন : হাতির বাসস্থান
ক.✓ সঠিক উত্তর
গজগৃহ
খ.
হাতি গৃহ
গ.
গুরুগৃহ
ঘ.
খাদা
ব্যাখ্যা
হাতির সমার্থক শব্দ হস্তি, গজ ইত্যাদি। 'গজ''গৃহ' সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গজগৃহ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাক্য সংকোচন : হাতির বাসস্থান
ক.✓ সঠিক উত্তর
গজগৃহ
খ.
হাতি গৃহ
গ.
গুরুগৃহ
ঘ.
খাদা
ব্যাখ্যা
হাতির সমার্থক শব্দ হস্তি, গজ ইত্যাদি। 'গজ''গৃহ' সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গজগৃহ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৪
৩৪
কোন দুটি রচনা একই শ্রেণির?
ক.✓ সঠিক উত্তর
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
খ.
ডাকঘর ও শ্রীকান্ত
গ.
নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
ঘ.
লালসালু ও বলাকা
ব্যাখ্যা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অন্যদিকে ডাকঘর নাটক ও শ্রীকান্ত উপন্যাসের লেখক হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটক ও বিষাদ সিন্ধু উপন্যাসের লেখক হলেন যথাক্রমে দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেন।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
কোন দুটি রচনা একই শ্রেণির?
ক.✓ সঠিক উত্তর
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
খ.
ডাকঘর ও শ্রীকান্ত
গ.
নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
ঘ.
লালসালু ও বলাকা
ব্যাখ্যা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অন্যদিকে ডাকঘর নাটক ও শ্রীকান্ত উপন্যাসের লেখক হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটক ও বিষাদ সিন্ধু উপন্যাসের লেখক হলেন যথাক্রমে দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেন।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৫
৩৫
অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক.✓ সঠিক উত্তর
ন আদর
খ.
আদরের অভাব
গ.
অনেক আদর
ঘ.
নাই আদর
ব্যাখ্যা
বাংলা সমাস নঞ তৎপুরুষ সমাস এবং নঞ বহুব্রীহি সমাসে 'অ' নাবোধক হিসেবে ব্যবহৃত হয়। নঞ তৎপুরুষে অ - নং, নয় ব্যবহৃত হয় আর নঞ বহুব্রীহিতে নেই, নাই, নয় ইত্যাদি ব্যবহৃত হবার পর যা যার ব্যবহৃত হয়। অনাদর নঞ তৎপুরুষ সমাস তাই এর ব্যাসবাক্য হবে ন আদর।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক.✓ সঠিক উত্তর
ন আদর
খ.
আদরের অভাব
গ.
অনেক আদর
ঘ.
নাই আদর
ব্যাখ্যা
বাংলা সমাস নঞ তৎপুরুষ সমাস এবং নঞ বহুব্রীহি সমাসে 'অ' নাবোধক হিসেবে ব্যবহৃত হয়। নঞ তৎপুরুষে অ - নং, নয় ব্যবহৃত হয় আর নঞ বহুব্রীহিতে নেই, নাই, নয় ইত্যাদি ব্যবহৃত হবার পর যা যার ব্যবহৃত হয়। অনাদর নঞ তৎপুরুষ সমাস তাই এর ব্যাসবাক্য হবে ন আদর।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৬
৩৬
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?
ক.✓ সঠিক উত্তর
১০
খ.
৮
গ.
১১
ঘ.
৯
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি। যথা - এ, ও, ও, ও, ঙ, ও, ৎ, ঁঁ, ং, ঃ।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?
ক.✓ সঠিক উত্তর
১০
খ.
৮
গ.
১১
ঘ.
৯
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি। যথা - এ, ও, ও, ও, ঙ, ও, ৎ, ঁঁ, ং, ঃ।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৭
৩৭
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
ক.✓ সঠিক উত্তর
খ, ঝ
খ.
ক, খ
গ.
ত, দ
ঘ.
চ, জ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ রয়েছে। অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ অ - যোগ করতে হয় আর মহাপ্রাণ বর্ণে অ + হ উচ্চারণ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
ক.✓ সঠিক উত্তর
খ, ঝ
খ.
ক, খ
গ.
ত, দ
ঘ.
চ, জ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ রয়েছে। অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ অ - যোগ করতে হয় আর মহাপ্রাণ বর্ণে অ + হ উচ্চারণ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৮
৩৮
Seismograph কি?
ক.
পানির প্রবাহ মাপার যন্ত্র
খ.
বায়ু মাপার যন্ত্র
গ.✓ সঠিক উত্তর
ভূমিকম্প মাপার যন্ত্র
ঘ.
বৃষ্টিপাত মাপার যন্ত্র
ব্যাখ্যা
Seismograph বা সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। সিসমোমিটার ও সিসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
Seismograph কি?
ক.
পানির প্রবাহ মাপার যন্ত্র
খ.
বায়ু মাপার যন্ত্র
গ.✓ সঠিক উত্তর
ভূমিকম্প মাপার যন্ত্র
ঘ.
বৃষ্টিপাত মাপার যন্ত্র
ব্যাখ্যা
Seismograph বা সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। সিসমোমিটার ও সিসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৯
৩৯
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক.✓ সঠিক উত্তর
শব্দ শক্তিতে
খ.
আলোক শক্তিতে
গ.
তাপ শক্তিতে
ঘ.
রাসায়নিক শক্তিতে
ব্যাখ্যা
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক.✓ সঠিক উত্তর
শব্দ শক্তিতে
খ.
আলোক শক্তিতে
গ.
তাপ শক্তিতে
ঘ.
রাসায়নিক শক্তিতে
ব্যাখ্যা
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪০
৪০
In order to access the world wide web you need---
ক.✓ সঠিক উত্তর
An internet connection, an Internet service provider & Browser
খ.
Internet Explorer
গ.
Modem & Browser
ঘ.
Nothing
ব্যাখ্যা
ইন্টারনেট প্রবেশ করতে হলে Internet connection, service provider (যেমন - GP banglalink etc) ও browser (যেমন - Chrome Firefox etc) প্রয়োজন হয়.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
In order to access the world wide web you need---
ক.✓ সঠিক উত্তর
An internet connection, an Internet service provider & Browser
খ.
Internet Explorer
গ.
Modem & Browser
ঘ.
Nothing
ব্যাখ্যা
ইন্টারনেট প্রবেশ করতে হলে Internet connection, service provider (যেমন - GP banglalink etc) ও browser (যেমন - Chrome Firefox etc) প্রয়োজন হয়.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)