প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

মোট প্রশ্ন: ৬৭

২১

ষোলকলা অর্থ-

.

সম্পূর্ণ

✓ সঠিক উত্তর
.

সুন্দর কলা

.

ষোলটি কলা

.

একটাকা

ব্যাখ্যা

ষোলোকলা একটি বাগধারা, যার অর্থ সম্পূর্ণ, পুরোপুরি।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২২

বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?

.
.
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৩

বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?

.
শাহ মুহম্মদ সগীর
✓ সঠিক উত্তর
.
ভারত চন্দ্র রায়
.
শামসুর রাহমান
.
কবি কংক

ব্যাখ্যা

বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রাচীন কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৪

বাক্য সংকোচন কী?

.
ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
.
অসম্পূর্ণ বাক্য
.
ক্ষুদ্রতম বাক্য
.
একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একটি মাত্র শব্দ ভাবকে প্রকাশ করাই হল বাক্য সংকোচন। অন্যভাবে বলা যায় একাধিক পথ বা উপবাক্য কে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংকোচন বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৫

কোন বানানটি শুদ্ধ?

.
অসমীচীন
✓ সঠিক উত্তর
.
অসমিচিন
.
অসমীচিন
.
অসমিচীন

ব্যাখ্যা

সঠিক বানান - অসমীচীন। অসমীচীন শব্দের অর্থ - অশোভন,অসুন্দর,রুচিবিরোধী,কুদর্শন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৬

মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

.
মনের মাঝি
.
মন রূপ মাঝি
✓ সঠিক উত্তর
.
মন মাঝির ন্যায়
.
মন ও মাঝি

ব্যাখ্যা

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাস কি বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন মন রূপ মাঝি = মন মাঝি।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৭

কোন বানানটি শুদ্ধ?

.
মুমুর্ষূ
.
মূমূর্ষ
.
মূমূর্ষু
.
মুমূর্ষু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সঠিক বানান - মুমূর্ষু। মুমূর্ষু শব্দের অর্থ - মরণাপন্ন,মরতে বসেছে এমন।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৮

বাংলা ভাষার মধ্যযুগ--

.
১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ
.
৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
.
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
✓ সঠিক উত্তর
.
৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ

ব্যাখ্যা

বাংলা ভাষার ভাষাবিদ গত বাংলা ভাষাকে তিনটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন যুগ ৬৫০ - ১২০০, মধ্যযুগ ১২০১ - ১৮০০ ও আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
২৯

”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?

.
অপাদানে সপ্তমী
.
স্থানাধিকরণে সপ্তমী
.
ভাবাধিকরণে সপ্তমী
✓ সঠিক উত্তর
.
কালাধিকরণে সপ্তমী

ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩০

শশব্যস্ত কোন সমাস?

.
কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
তৎপুরুষ
.
বহুব্রীহি
.
অব্যয়ীভাব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩১

”যা সহজে অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

.
অনতিক্রম্য
.
অলঙ্ঘ্য
.
দূরতিক্রম্য
✓ সঠিক উত্তর
.
দুর্গম

ব্যাখ্যা

যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩২

কোনটি আদি স্বরাগম?

.

রত্ন > রতন

.

স্ত্রী > ইস্ত্রী

✓ সঠিক উত্তর
.

গ্রাম > গেরাম

.

স্নেহ > সিনেহ

ব্যাখ্যা

উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন স্ত্রী > ইস্ত্রী।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৩

বাক্য সংকোচন : হাতির বাসস্থান

.
গজগৃহ
✓ সঠিক উত্তর
.
হাতি গৃহ
.
গুরুগৃহ
.
খাদা

ব্যাখ্যা

হাতির সমার্থক শব্দ হস্তি, গজ ইত্যাদি। 'গজ''গৃহ' সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গজগৃহ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৪

কোন দুটি রচনা একই শ্রেণির?

.
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
.
ডাকঘর ও শ্রীকান্ত
.
নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
.
লালসালু ও বলাকা

ব্যাখ্যা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অন্যদিকে ডাকঘর নাটক ও শ্রীকান্ত উপন্যাসের লেখক হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটক ও বিষাদ সিন্ধু উপন্যাসের লেখক হলেন যথাক্রমে দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেন।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৫

অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

.
ন আদর
✓ সঠিক উত্তর
.
আদরের অভাব
.
অনেক আদর
.
নাই আদর

ব্যাখ্যা

বাংলা সমাস নঞ তৎপুরুষ সমাস এবং নঞ বহুব্রীহি সমাসে 'অ' নাবোধক হিসেবে ব্যবহৃত হয়। নঞ তৎপুরুষে অ - নং, নয় ব্যবহৃত হয় আর নঞ বহুব্রীহিতে নেই, নাই, নয় ইত্যাদি ব্যবহৃত হবার পর যা যার ব্যবহৃত হয়। অনাদর নঞ তৎপুরুষ সমাস তাই এর ব্যাসবাক্য হবে ন আদর।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৬

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?

.
১০
✓ সঠিক উত্তর
.
.
১১
.

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি। যথা - এ, ও, ও, ও, ঙ, ও, ৎ, ঁঁ, ং, ঃ।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৭

কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

.
খ, ঝ
✓ সঠিক উত্তর
.
ক, খ
.
ত, দ
.
চ, জ

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ রয়েছে। অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ অ - যোগ করতে হয় আর মহাপ্রাণ বর্ণে অ + হ উচ্চারণ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৮

Seismograph কি?

.
পানির প্রবাহ মাপার যন্ত্র
.
বায়ু মাপার যন্ত্র
.
ভূমিকম্প মাপার যন্ত্র
✓ সঠিক উত্তর
.
বৃষ্টিপাত মাপার যন্ত্র

ব্যাখ্যা

Seismograph বা সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। সিসমোমিটার ও সিসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৩৯

বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

.

শব্দ শক্তিতে

✓ সঠিক উত্তর
.

আলোক শক্তিতে

.

তাপ শক্তিতে

.

রাসায়নিক শক্তিতে

ব্যাখ্যা

বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪০

In order to access the world wide web you need---

.

An internet connection, an Internet service provider & Browser

✓ সঠিক উত্তর
.

Internet Explorer

.

Modem & Browser

.

Nothing

ব্যাখ্যা

ইন্টারনেট প্রবেশ করতে হলে Internet connection, service provider (যেমন - GP banglalink etc) ও browser (যেমন - Chrome Firefox etc) প্রয়োজন হয়.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)